X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

একসঙ্গে চার সন্তান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ নভেম্বর ২০১৯, ১৯:২৫আপডেট : ০১ নভেম্বর ২০১৯, ২০:৩২

 ছয় বছর আগে বিয়ে হয় কুড়িগ্রামের আশরাফুল ইসলাম ও আকলিমা বেগমের। পেশায় রাজমিস্ত্রি আশরাফুল বর্তমানে স্ত্রীকে নিয়ে গাজীপুরের জয়দেবপুর থানার বোর্ডবাজার এলাকায় ভাড়া বাসায় থাকেন। গত ২৭ সেপ্টেম্বর ভোররাতে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে আকলিমা একসঙ্গে চারটি সন্তান জন্ম দেন। তবে চার সন্তানের একজন মায়ের গর্ভেই মারা গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

আশরাফুল-আকলিমা দম্পতির দুই মেয়ে ও এক ছেলে এখন ঢামেকের নবজাতক নিবিড় পরিচর্যাকেন্দ্রে (এনআইসিইউ) চিকিৎসাধীন।

আশরাফুল বলেন, আল্লাহর কাছে সন্তান চেয়েছিলাম। আল্লাহ আমাকে সন্তান দিয়েছেন। স্ত্রী অন্তঃসত্ত্বা হওয়ার পর তাকে স্থানীয় এক গাইনি চিকিৎসককে দেখাই। বেশ কিছু দিন যাওয়ার পর চিকিৎসক জানান, আমাদের একসঙ্গে চার সন্তান হবে। পরে তাকে ঢাকা মেডিক্যালে ভর্তি করাই। ২৭ অক্টোবর ভোরে সিজারের মাধ্যমে সন্তানরা ভূমিষ্ঠ হয়।

জন্মের পর সন্তানদের নিয়ে বেশ বেগ পেতে হয় আশরাফুলকে। তিনি বলেন, ‘ভূমিষ্ঠ হওয়ার পরপরই চিকিৎসকেরা জানান, সন্তানদের যেন দ্রুত নবজাতক নিবিড় পরিচর্যাকেন্দ্রে (এনআইসিইউ) ভর্তি করাই। তবে ঢামেকের নবজাতক বিভাগে সিট খালি না থাকায় তাদের দ্রুত যাত্রাবাড়ী এলাকার একটি ক্লিনিকে নিয়ে যাই। সেখানে দুই দিন রাখার পর জানতে পারি বিল হয়েছে ৫০ হাজার টাকা। পরে ঋণ নিয়ে ৪৮ হাজার টাকা পরিশোধ করে সন্তানদের ঢামেকে নিয়ে আসি। পরদিন হাসপাতালের এক সহকারী পরিচালকের কাছে গিয়ে সন্তানদের বাঁচানোর অনুরোধ জানাই। তিনি সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে কথা বলে বাচ্চাদের সেখানে ভর্তি করার ব্যবস্থা করে দেন।’

ঢামেকের সহকারী পরিচালক নাসির উদ্দিন বলেন, ‘নবজাতকদের বাবা আমার কাছে এসেছিল। কিন্তু তখন সিট ফাঁকা ছিল না। পরে সিট ফাঁকা হলে নবজাতকদের ভর্তি করা হয়। তাদের অবস্থা আগের চেয়ে ভালো। তবে এনআইসিইউ থেকে বের না করা পর্যন্ত তাদের আশঙ্কামুক্ত বলা যায় না।’

এদিকে তিন সন্তানের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন আশরাফুল। তিনি সন্তানদের বাঁচাতে চিকিৎসার জন্য আর্থিক সাহায্য চেয়েছেন।

/এআইবি/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী