X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

ঢাকা, চট্টগ্রাম ও বরিশাল বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ নভেম্বর ২০১৯, ১৭:৪২আপডেট : ০৩ নভেম্বর ২০১৯, ২০:০৫

ঢাবি ভিসি ড. মো. আখতারুজ্জামান, চবি ভিসি ড. শিরীণ আখতার ও ববি ভিসি ড. মো. ছাদেকুল আরেফিন ঢাকা, চট্টগ্রাম ও বরিশাল বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি (আচার্য) অ্যাডভোকেট মো. আবদুল হামিদ। রবিবার (৩ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানকে চার বছর মেয়াদে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর আগে ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে তিনি দায়িত্ব পালন করছিলেন। অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের মেয়াদ শেষে ২০১৭ সালের ৪ সেপ্টেম্বর তাকে ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। এবার তাকে পূর্ণ মেয়াদে নিয়োগ দেওয়া হলো।

এদিকে বরিশাল বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন (আরেফিন মাতিন)। চার বছর মেয়াদে তিনি দায়িত্ব পালন করবেন।

ঢাকা ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়, এই নিয়োগ চার বছর বলবৎ থাকবে। তবে রাষ্ট্রপতি (আচার্য) মনে করলে মেয়াদের আগেই এই নিয়োগ বাতিল করতে পারবেন।

এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ও উপ-উপাচার্য ড. শিরীণ আখতারকে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগের শর্তে বলা হয়েছে, তাকে উপ-উপাচার্যের পদ ছাড়তে হবে এবং নিয়মিত উপাচার্য নিয়োগ না দেওয়া অথবা পুনরাদেশ না দেওয়া পর্যন্ত এই নিয়োগ বলবৎ থাকবে। তবে রাষ্ট্রপতি (আচার্য) মনে করলে যেকোনও সময় এই নিয়োগ বাতিল করতে পারবেন।

উভয় ক্ষেত্রেই নিয়োগের শর্তে বলা হয়, উপাচার্য পদে তাদের বর্তমান পদের সমপরিমাণ বেতন ভাতা প্রাপ্য হবেন। তবে বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন। বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করবেন।

নিয়োগপত্র হাতে পেয়েছেন বলে বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আখতারুজ্জামান। তিনি বলেন, ‘রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর আব্দুল হামিদ আমাকে নিয়োগ দিয়েছেন। রাষ্ট্রপতির নির্দেশক্রমে শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো নিয়োগপত্র হাতে পেয়েছি।’

/এসআইআর/এসএমএ/এএইচ/এমওএফ/
সম্পর্কিত
রমজানে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে সাপ্তাহিক ছুটি কমতে পারে
শিক্ষা প্রতিষ্ঠানে নির্যাতন চলতে পারে না: মানবাধিকার কমিশন
সনদ জালিয়াতি রোধে ব্লকচেইন প্রযুক্তি ব্যবহার শুরু করলো গ্রিনহেরাল্ড
সর্বশেষ খবর
সংরক্ষিত আসনের ১৬ শতাংশ এমপির পেশা রাজনীতি
সংরক্ষিত আসনের ১৬ শতাংশ এমপির পেশা রাজনীতি
ঢাবির সব ইউনিটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
ঢাবির সব ইউনিটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
বাংলাদেশের আম-কাঁঠাল-আলু নিতে চায় চীন
বাংলাদেশের আম-কাঁঠাল-আলু নিতে চায় চীন
শিশু অপহরণ করে নিঃসন্তান দম্পতির কাছে বিক্রি করতো চক্রটি
শিশু অপহরণ করে নিঃসন্তান দম্পতির কাছে বিক্রি করতো চক্রটি
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে