X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

‘সুবিধা সবসময় নেতিবাচক নয়’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ নভেম্বর ২০১৯, ১৯:৪৫আপডেট : ০৯ নভেম্বর ২০১৯, ১৯:৫০

‘সুবিধা সবসময় নেতিবাচক নয়’ ‘সুবিধা বলতে সবসময় আমরা নেতিবাচক বিষয়ই বুঝি, কিন্তু সুযোগ সবসময় নেতিবাচক হয় না।’ ঢাকা লিট ফেস্টের নবম আসরের শেষ দিন শনিবার (৯ নভেম্বর) বাংলা একাডেমির লনে ‘প্রিভিলেজড’ শীর্ষক সেশনে এ কথাই বললেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ লেখিকা মনিকা আলী। এই সেশনে তার সঙ্গে ছিলেন নারাবাদী লেখিকা জারা রদ্রিগেজ ফাউলার ও প্রাবন্ধিক কেনন মালিক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক জেমস ক্র্যাবট্রি।
‘আমরা বৈষম্যের পৃথিবীতে বাস করি। আগে আমরা অধিকার নিয়ে কথা বলতাম, এখন আমরা সুবিধা নিয়ে কথা বলি। কিন্তু আমাদের বৈষম্যের সম্মুখীন হতেই হয়। সুবিধার কথা জানার আগে বৈষম্যের কথাই শুনি’— এই কথাগুলো বলে আলোচনার সূত্রপাত করেন সঞ্চালক জেমস ক্র্যাবট্রি।
এর পরিপ্রেক্ষিতে জারা রদ্রিগেজ ফাউলার বলেন, ‘আমি যখন ব্রাজিল থেকে ইংল্যান্ডে আসার পর অল্প বয়সেই নারীবাদ নিয়ে বই লিখি, তখন আমাকে ব্রাজিলিয়ান হিসেবে সবাই সমালোচনা করতো। আমার লেখা কেউ প্রকাশ করতে চায়নি। আমি একটি করপোরেট হাউজে ছোট্ট চাকরি করতাম। আমার প্রেমিক আমাকে ছেড়ে চলে যায়। তখন আমি কঠিন সময় পার করি। পরবর্তীতে আমার বই প্রকাশিত হয়, অল্পবয়সী লেখিকা হিসেবে আমার পরিচিতি ছড়িয়ে পড়ে।’
তিনি বলেন, ‘সেলিব্রিটি হওয়ার পর সবাই আমার সঙ্গে ভিন্ন আচার-আচরণ করতে শুরু করে। নানারকম সুবিধা পেতে শুরু করি আমি।’
মনিকা আলীকে উদ্দেশ্য করে জেমস ক্র্যাবট্রি বলেন, ‘আপনার বই ‘ব্রিক লেন’-এ নাজনীন চরিত্রটি অনেক সুবিধা পেয়ে থাকে সমাজ থেকে। চরিত্রটি সৃষ্টির ক্ষেত্রে কী মনে হয়েছিল আপনার?’
মনিকা আলী বলেন, ‘নাজনীন চরিত্রটি আসলে আমার মায়ের মতো… আমার মা গ্রাম থেকে ঢাকা শহরে আসে, পরবর্তীতে ইংল্যান্ডে। নাজনীনও গ্রাম থেকে ইংল্যান্ড আসে। আমার মা এবং নাজনীনের পরিবর্তনগুলো বিপরীত, কিন্তু আমি মাকে দেখেই চরিত্রটি কল্পনা করি। নেতিবাচক সুবিধা নিয়ে সমলোচনা করার জন্যই নাজনীনকে মায়ের বিপরীত আঙ্গিকে উপস্থাপন করি।’
কেনন মালিক বলেন, ‘সমাজ আমাদের নানা সুবিধা দেয়। আমি সায়েন্টিস্ট হিসেবে সমাজকে নিজের জ্ঞান দিয়ে সাহায্য করার চেষ্টা করি, কিন্তু গবেষণা করার সুবিধা সমাজ আমাকে দিয়েছে।’
জারা রদ্রিগেজ ফাউলার বলেন, ‘সমাজের মানুষ আপনাকে আঙুল তুলে কথা বলবে, যখন আপনার পরিচয় থাকবে না। পরিচয় তৈরি হওয়ার পরে আপনি সুবিধা পেতে শুরু করবেন।’
দর্শকসারি থেকে একজন বলেন, ‘আমি নারী হিসেবে কোনও সুযোগ পেতে চাই না, কিন্তু সবাই নারী হিসেবে নানা সুবিধা দেয়, তখন আসলে কী করা উচিত?’
জারা রদ্রিগেজ ফাউলার এর জবাবে বলেন, ‘সমাজে নারীদের সবচেয়ে বেশি ভোগান্তি পোহাতে হয়— সেক্সুয়ালি ও মেন্টালি। আবার সমাজ নারীকে সুবিধা বেশি দেয়।’ তবে সমাজ নারীকে সমান সুযোগ-সুবিধা দিতে জানে না বলে মন্তব্য করেন তিনি।

/এইচআই/
সম্পর্কিত
পর্দা নামলো ঢাকা লিট ফেস্টের নবম আসরের
‘ব্রেক্সিট ইস্যুতে ব্রিটিশদের নিয়ে পুরো বিশ্ব হাসছে’
‘নারীর বার্ধক্য ভয়ঙ্কর নয়, রোমাঞ্চকর’
সর্বশেষ খবর
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী