X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

অভিযোগ মিথ্যা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে: শিক্ষা উপমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ নভেম্বর ২০১৯, ২০:৩৭আপডেট : ০৯ নভেম্বর ২০১৯, ২০:৫৮

মহিবুল হাসান চৌধুরী নওফেল (ফাইল ছবি) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অপসারণ দাবিতে আন্দোলনকারীদের উদ্দেশে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী বলেছেন, ‘তারা কার কাছ থেকে অর্থ সহায়তা নিয়েছেন, নেওয়ার পাঁয়তারা করেছেন আমরা তা জানি। অভিযোগ মিথ্যা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ক্ষতি সাধনের উদ্দেশ্যে মিথ্যা অভিযোগের কারণে ২১১ ধারায় মামলা করার সুযোগ আছে।’

শনিবার (৯ নভেম্বর) দুপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে এক সংবাদ সম্মেলন এসব কথা বলেন শিক্ষা উপমন্ত্রী। শুক্রবার রাতে জাবির চার শিক্ষক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির একান্ত সচিব ড. আবদুল আলীমের বাসায় গিয়ে উপাচার্যের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন। এরপর শিক্ষা উপমন্ত্রী এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন।      

সংবাদ সম্মেলনে শিক্ষা উপমন্ত্রী বলেন, ‘মিথ্য অভিযোগের মাধ্যমে মামলা দায়ের করার প্রচেষ্টাও অপরাধ। অভিযোগের উপাদান না থাকার পরেও পরিকল্পিতভাবে তালা দেওয়া, তালা ভাঙা এবং কনসার্ট আয়োজনের কারণে যদি পরিস্থিতির অবনতি ঘটে তাহলে কে দায় নেবে? কথায় কথায় এই ধরনের আন্দোলন কোন নৈতিকতার মধ্যে পড়ে। যারা কোমলমতি ছাত্রদের মতিভ্রম করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে শক্ত অবস্থান নেবো আমরা।’

সরকার এ বিষয়ে হার্ড লাইনে যাবে কিনা জানতে চাইলে মহিবুল হাসান বলেন, ‘সরকারের লাইন একটাই। নৈতিকতার লাইন। অভিযোগ সত্য হলে তদন্ত করে ব্যবস্থা নেবো। সেখানে সন্দেহের ভিত্তিতে অরাজকতা করার অর্থ কোত্থেকে আসলো আমরা খুঁজে বের করেছি। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবো। তবে এমন পরিস্থিতিও চাই না যাতে ভীতসন্ত্রস্ত হয়ে কেউ যেনো অভিযোগ করা বন্ধ করে, অভিযোগের পথ বন্ধ হয়। পাশাপাশি, অভিযোগ না করে একজন নারী উপাচার্যকে বাসায় পরিবারসহ অবরুদ্ধ করে কাঁসা পিটিয়ে শ্বাসরুদ্ধকর পরিস্থিতি সৃষ্টির ঘটনায় সাধারণভাবেই শক্ত হতে হবে। কারা কোন নাটক সাজিয়ে অরাজকতা করছেন আমাদের কাছে প্রমাণ আছে। তথ্য প্রযুক্তি এখন অনেক দূর এগিয়েছে।’

উপাচার্যের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হবে কিনা জানতে চাইলে মহিবুল হাসান চৌধুরী বলেন, ‘দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে গভীর রাতে অভিযোগ দিয়ে গেলেন শিক্ষামন্ত্রীর একান্ত সচিবের বাসায়। এখন পর্যন্ত অভিযোটি অফিসে পৌঁছায়নি। এই মহাদুর্যোগের মধ্যে এমন কী হয়ে গেলো যে ছুটির মধ্যে তদন্ত কমিটি গঠন করতে হবে।’

দুর্নীতির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথা উল্লেখ করে তিনি বলেন,  ‘সংসদ নির্বাচনের পর প্রধানমন্ত্রী দৃঢ়তার সঙ্গে বলেছিলেন কোনও ধরনের অনিয়ম-দুর্নীতি এই সরকার প্রশ্রয় দেবে না। তিনি দুর্নীতির ক্ষেত্রে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। ইতোমধ্যেই আমরা দেখেছি, আওয়ামী লীগের অনেক সংগঠন ও প্রশাসনের অনেকের বিরুদ্ধে আনা  অভিযোগগুলোর তদন্ত শুরু হয়েছে।’

তিনি বিশ্ববিদ্যালয়ের এ আন্দোলন সরকারবিরোধীদের ষড়যন্ত্র মন্তব্য করে করে বলেন, ‘দুঃখের বিষয় জনগণের টাকায় পরিচালিত বিশ্ববিদ্যালয়ে নিয়মতান্ত্রিক আন্দোলনের নামে শিক্ষাবর্ষ নষ্ট করে ছাত্রছাত্রীদের সেশন জ্যামে ফেলে তাদের শিক্ষাজীবন দীর্ঘায়িত করার অপচেষ্টা হচ্ছে। দেখা যাচ্ছে, অনেকেই আন্দোলনে ইন্ধন দিচ্ছেন। আমরা বিশ্বাস করি, কিছু কিছু রাজনৈতিক দল জনগণের মধ্যে আদর্শ জানান দিতে না পেরে বিশ্ববিদ্যালয়গুলোকে বেছে নিয়েছে। তারা জনগণের আস্থা না পেয়ে সাম্প্রদায়িক গোষ্ঠীগুলোর সঙ্গে গোপনে আঁতাত করার মাধ্যমে প্রকারান্তরে সরকারবিরোধী আন্দোলন করতে চেয়েছে। তাতে ব্যর্থ হয়ে আমাদের শিক্ষকমণ্ডলী ও ছাত্রছাত্রীদের বিভ্রান্ত করার জন্য পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে তাদের নিম্নমানের রাজনীতির মঞ্চ বানিয়ে তারা নানা ধরনের কার্যক্রমে যুক্ত হয়ে কাজ করছে।’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে দাবি করে তিনি বলেন, ‘সাধারণ ছাত্রছাত্রীদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার শঙ্কায় বিশ্ববিদ্যালয় প্রশাসন সেটি বন্ধ ঘোষণা করেছে। এখন পর্যন্ত সেখানে পরিস্থিতি মোটামুটি ভালো রয়েছে। তথাপি সেখানে অরাজকতা হচ্ছে বলে আমার মনে হচ্ছে। আন্দোলনকারীরা কিছুদিন আগে শিক্ষামন্ত্রীর কাছে তারা এসে বলেছিলেন, উপাচার্যের বিরুদ্ধে অভিযোগের প্রমাণসহ আচার্যের সচিবকে দেবেন। কিন্তু সেরকম কিছু না করে গভীর রাতে উপাচার্যের বাসার সামনে একটা অমানবিক পরিস্থিতি সৃষ্টি করেছেন। তার পরিবারের সদস্যসহ সবাইকে বন্দি করে একটা শ্বাসরুদ্ধকর পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে। যারা দাবি-দাওয়া নিয়ে মাঠে আছেন, উপাচার্যের পদত্যাগের মাধ্যমে কি সেগুলো নিশ্চিত হবে?’

তিনি আন্দোলনকারীদের উদ্দেশে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘অরাজকতা দমনের সব সক্ষমতা রাষ্ট্রের রয়েছে। একটি সাম্প্রদায়িক ছাত্র সংগঠনের সুনির্দিষ্ট ব্যক্তিরা অকপটে স্বীকার করেছেন তারা এই সব কাজে নিজেদের নিয়োজিত করেছেন। সুতরাং, পরাজিত শক্তি মাঠে নেমেছে পরিস্থিতি ঘোলাটে করার জন্য। অভিযোগ করার আগেই যদি মাঠে নামি তার বিরুদ্ধে মানহানি করি, ষড়যন্ত্র করি, প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে। তদন্ত শুরুর আগেই যারা অরাজকতা শুরু করেছেন তাদের আইনের ও জবাবদিহিতার মুখোমুখি হতে হবে। রাষ্ট্র কাউকেই ছাড় দেবে না।’

উল্লেখ্য, দুর্নীতির অভিযোগে জাবি উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের বিরুদ্ধে প্রায় তিন মাস ধরে আন্দোলন চলছে। অক্টোবরের শেষ থেকে আন্দোলনকারীরা প্রশাসনিক ভবন অবরোধ এবং সর্বাত্মক ধর্মঘট পালন করছিলেন। ফলে কার্যালয়ে যেতে পারছিলেন না উপাচার্য। মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে আন্দোলনকারী শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর হামলা চালায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। হামলায় আট জন শিক্ষকসহ অন্তত ২৫ জন আহত হন। এই হামলার পর দুপুর ১টার দিকে পুলিশ, জাবি শাখা ছাত্রলীগ, প্রশাসনপন্থী শিক্ষক-কর্মকর্তা এবং বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীদের কড়া পাহারায় নিজ গাড়িতে করে বাসভবন থেকে বের হন উপাচার্য। পরে সেখান থেকে নতুন প্রশাসনিক ভবনে গিয়ে তিনি সাংবাদিকদের ব্রিফিং করেন। উপাচার্য তাকে ‘মুক্ত’ করার জন্য ছাত্রলীগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আরও পড়ুন:


জাবি উপাচার্যের বিরুদ্ধে অভিযোগ চার শিক্ষকের 

মন্ত্রণালয় ও ইউজিসি’তে তথ্য-উপাত্ত জমা দেবেন আন্দোলনকারীরা

হল ত্যাগের নির্দেশ প্রত্যাখ্যান, ভিসি’র বাসভবনের সামনে অবস্থানের ডাক

সাড়ে ৩টার মধ্যে হল না ছাড়লে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি

জাবিতে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা 

জাবি বন্ধ ঘোষণা, হল ছাড়ার নির্দেশ

ছাত্রলীগ দায়িত্ব নিয়ে কাজটি করেছে, আমি কৃতজ্ঞ: জাবি ভিসি









ক্ষোভে উত্তাল জাবি

 

 

 

 

 

/এসএমএ/এমএএ/
সম্পর্কিত
শিক্ষাপ্রতিষ্ঠানে মুজিবনগর দিবস পালনের নির্দেশ
শিক্ষাপ্রতিষ্ঠানে দুই ধাপে কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ পালনের নির্দেশ
টেস্ট পরীক্ষার নামে অতিরিক্ত ফি নিলে ব্যবস্থা
সর্বশেষ খবর
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন