X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

ধর্মের অবমাননা রোধে সর্বোচ্চ শাস্তির আইন চায় মাইজভাণ্ডারিরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ নভেম্বর ২০১৯, ১৫:৫৪আপডেট : ১০ নভেম্বর ২০১৯, ১৫:৫৮

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী

ধর্মের অবমাননা রোধে সর্বোচ্চ শাস্তির বিধান রেখে জাতীয় সংসদে আইন পাসের দাবি জানিয়েছেন আঞ্জুমানে রহমানিয়া মইনিয়া মাইজভাণ্ডারিয়ার সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজধানীর সরকারি বাঙলা কলেজ মাঠে আন্তর্জাতিক শান্তি সমাবেশে তিনি এ দাবি জানান। এছাড়া, প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পাওয়ায় ও বিশ্ব মানবতার কল্যাণ শান্তি  সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন তিনি।

সমাবেশে সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী বলেন, ‘কোনও ধর্মকে নিয়েই অবমাননা করা ঠিক নয়। আমরা চাই ইসলাম ধর্ম, মহানবীর (স.) মর্যাদা রক্ষা ও ধর্ম অবমাননাকারীদের সর্বোচ্চ শাস্তির বিধান রেখে আইন পাস করা হোক।’

সৈয়দ সাইফুদ্দীন আহমদ আরও বলেন, ‘মানবজাতিসহ সমগ্র সৃষ্টি জগতের মাঝে আজ  অফুরান আনন্দের হিল্লোল বয়ে যাচ্ছে। কেননা, ১২ রবিউল আউয়ালের এই দিনে পুরো জগতকে আলোকিত করে তশরিফ এনেছেন মানবজাতির মুক্তির দিশারী হযরত মুহাম্মদ (সা.)। তিনি যখন দুনিয়ায় আগমন করেন, তখন ছিল তমাসাচ্ছন্ন তথা আইয়্যামে জাহেলিয়াতের যুগ। আরবের গোত্রে গোত্রে যুদ্ধ বিগ্রহ লেগেই থাকতো। ওই সময়ে কন্যা সন্তানকে অভিশাপ মনে করে জীবন্ত কবর দেওয়া  হতো। নারী জাতির কোনও মর্যাদাই ছিল না। নারীরা ছিল ভোগ-বিলাসিতার পণ্য। মহানবী (স.) এসবের অবসান ঘটিয়ে নারী জাতিকে মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছেন। শুধু তাই নয়, রাষ্ট্র ও ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তায় তিনি মদিনার সনদ প্রণয়ন ও বাস্তবায়ন করেন। শান্তি সম্প্রীতি ও মানবকল্যাণই ছিল মহানবীর (স.) অনুপম আদর্শ। তার জীবনাদর্শ অনুসরণ এবং যথাযথ স্মরণের মাধ্যমে আমরা জাগতিক জীবনে শান্তি এবং পরকালীন জীবনেও মুক্তির দিশা পেতে পারি।’

শান্তি সমাবেশ

সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী বলেন, ‘বিশ্বজুড়ে আজ  মানবতার আর্তনাদ ও গভীর হাহাকার শোনা যায়। নিপীড়ন, বঞ্চনা ও দলনে বিশ্বের লাখো লাখো জনগোষ্ঠীর জীবনে দুর্দশা ও মানবিক বিপর্যয় নেমে এসেছে। ইসলামসহ প্রতিটি ধর্মই শান্তির কথা বলে। সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ন রাখা এবং সব ধর্মের মানুষ মিলে সহাবস্থানের হাজার বছরের ঐতিহ্য আমাদের ধরে রাখতে হবে।’

অনুষ্ঠানে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘দেশকে জঙ্গিবাদের মাধ্যমে সংকটের মধ্যে ফেলার প্রচেষ্টা ছিল। কিন্তু হাক্কানি আলেমরা ঐক্যবদ্ধ হয়ে জঙ্গিবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। আলেমরা জঙ্গিবাদের বিরুদ্ধে জনমত তৈরি করেছেন। আমি শুকরিয়া আদায় করছি, ঘূল্নিঝড় থেকে আমরা রক্ষা পেয়েছি।’

মোজাম্মেল হক বলেন, ‘মহানবীর (স.) শুভাগমনের এই দিনে সন্ত্রাস, জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আমাদেরকে শপথ নিতে হবে। সাম্প্রদায়িক অপশক্তিকে যেকোনও মূল্যে আমাদের প্রতিহত করতে হবে। না হয় দেশ ও জাতি কঠিন প্রশ্নের সম্মুখিন ও ক্ষতিগ্রস্ত হবে।’

সমাবেশের আগে বেলা ১১টার দিকে ১২ রবিউল আউয়াল উপলক্ষে রাজধানী ঢাকার মিরপুরে আঞ্জুমানে রহমানিয়া মইনিয়া মাইজভাণ্ডারিয়ার উদ্যোগে  জশনে জুলুস অনুষ্ঠিত হয়। মাইজভাণ্ডারি দরবার শরিফের ইমাম সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী নেতৃত্বে হাজারো মানুষ জশনে জুলুসে অংশ নেন। কলেমা খচিত বিভিন্ন ফেস্টুন, ব্যানার, জাতীয় ও সংগঠনের পতাকা হাতে শোভা যাত্রাটি মিরপুর-১ নম্বর থেকে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সরকারি বাঙলা কলেজ মাঠে এসে শেষ হয়।

অনুষ্ঠানে আরও  উপস্থিত ছিলেন সৈয়দ মাশুক-এ-মইনুদ্দীন, সৈয়দ হাসনাইন-এ-মইনুদ্দীন, পার্লামেন্ট অব ওয়ার্ল্ড সূফিজের সাংগঠনিক সম্পাদক ড. আহমদ তিজানী বিন ওমর প্রমুখ।

 

/সিএ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভুয়া অবিবাহিত সনদের মেয়াদ বাড়াতে গিয়ে ধরা পড়লেন এক ব্যক্তি
ভুয়া অবিবাহিত সনদের মেয়াদ বাড়াতে গিয়ে ধরা পড়লেন এক ব্যক্তি
ঢাকায় ‘র‌্যাম্পে হাঁটলো’ উট, ঘোড়া, কুকুরসহ বিভিন্ন পোষা প্রাণী
ঢাকায় ‘র‌্যাম্পে হাঁটলো’ উট, ঘোড়া, কুকুরসহ বিভিন্ন পোষা প্রাণী
একযুগ পর দলছুট, সঙ্গে সঞ্জীব চৌধুরী
একযুগ পর দলছুট, সঙ্গে সঞ্জীব চৌধুরী
সুন্দরবনে মধু সংগ্রহ করা ব্যক্তির ওপর ঝাঁপিয়ে পড়লো বাঘ, নিয়ে গেলো গহীন বনে
সুন্দরবনে মধু সংগ্রহ করা ব্যক্তির ওপর ঝাঁপিয়ে পড়লো বাঘ, নিয়ে গেলো গহীন বনে
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি