X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

‘সংঘবদ্ধ হলে তৃতীয় লিঙ্গের মানুষ নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে পারবে’

ঢাবি প্রতিনিধি
২১ নভেম্বর ২০১৯, ০৩:০৭আপডেট : ২১ নভেম্বর ২০১৯, ০৩:০৭





মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে স্মরণসভায় অতিথিরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড.মুহাম্মদ সমাদ বলেছেন, ‘এই দেশে ১০ হাজার লৈঙ্গিক বৈচিত্র্য সম্বলিত মানুষ রয়েছে। তবে তারা সংগঠিত নন। এই গোষ্ঠীর যত মানুষ রয়েছেন, তাদের সংঘবদ্ধ করতে হবে। তারা সংঘবদ্ধ হলেই কেবল নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে পারবেন।’

লৈঙ্গিক বৈচিত্র্যের কারণে বিশ্বের বিভিন্ন স্থানে এ পর্যন্ত ৩৩১ জন মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এছাড়াও প্রতিনিয়ত অসংখ্য মানুষ এই কারণে পারিবারিক ও সামাজিকভাবে নির্যাতন-নিপীড়ন ও বৈষম্যের শিকার হন। হত্যাকাণ্ডের শিকার এসব মানুষকে সারাবিশ্বে নানা আয়োজনে স্মরণ করা হয়েছে। এরই অংশ হিসেবে বুধবার (২০ নভেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে এক স্মরণসভার আয়োজন করা হয়। এতে নিহতদের স্মরণের পাশাপাশি বৈষম্যের শিকার ভুক্তভোগীদের কথাও তুলে ধরা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. জোবাইদা নাসরীনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ। এতে বিশেষ অতিথি ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সাদেকা হালিম এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস। এছাড়াও সেখানে তৃতীয় লিঙ্গের মানুষদের বিভিন্ন সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। তৃতীয় লিঙ্গের মানুষদের সংগঠন ‘সম্পর্কের নয়া সেতু এবং সচেতন সমাজেসেবা হিজড়া সংঘ’ এর আয়োজন করে।

 

/এসআইআর/আইএ/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সিলেট নগরীতে অপরাধী শনাক্তে ১১০ সিসি ক্যামেরা
সিলেট নগরীতে অপরাধী শনাক্তে ১১০ সিসি ক্যামেরা
সমরাস্ত্র প্রদর্শনীতে মেশিন টুলস ফ্যাক্টরির পণ্য
সমরাস্ত্র প্রদর্শনীতে মেশিন টুলস ফ্যাক্টরির পণ্য
রাজধানীকে সুন্দর করতে রাজনৈতিক সদিচ্ছা জরুরি: আইইবি
রাজধানীকে সুন্দর করতে রাজনৈতিক সদিচ্ছা জরুরি: আইইবি
ইউক্রেন ইস্যুতে পুতিন-রামাফোসার ফোনালাপ
ইউক্রেন ইস্যুতে পুতিন-রামাফোসার ফোনালাপ
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো