X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

পেঁয়াজ আমদানিতে গতি বাড়ানোর তাগিদ ক্যাবের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ নভেম্বর ২০১৯, ১৮:২৩আপডেট : ২৭ নভেম্বর ২০১৯, ১৮:২৭

পেঁয়াজ আমদানিতে গতি বাড়ানোর তাগিদ ক্যাবের বর্তমানে দেশের যেসব ব্যবসায়ী গ্রুপকে পেঁয়াজ আমদানি করতে বলা হয়েছে, তারা আগে এ ব্যবসায় জড়িত ছিল না। এতে করে আমদানিতে দেরি হচ্ছে এবং দাম কমতেও দেরি হচ্ছে বলে মনে করে কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)।
বুধবার (২৭ নভেম্বর) রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিমত তুলে ধরেন ক্যাব সভাপতি গোলাম রহমান।
লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ২৯ সেপ্টেম্বর হুট করে ভারত পেঁয়াজ রফতানি বন্ধ করে দেয়। এর ফলে দেশের বাজারে পেঁয়াজের দাম বাড়তে থাকে। বাণিজ্য মন্ত্রণালয় অক্টোবরের মাঝামাঝিতে কয়েকটি বড় ব্যবসায়ী গ্রুপকে পেঁয়াজ আমদানির অনুরোধ করে। এসব গ্রুপ আগে পেঁয়াজ ব্যবসায় সম্পৃক্ত ছিল না।
এ কারণে পেঁয়াজ আমদানিতে দেরি হচ্ছে দাবি করে তিনি এ ক্ষেত্রে গতি বাড়ানোর তাগিদ দেন।
গোলাম রহমান আরও বলেন, বাজারে বড় ব্যবসায়ীদের অংশগ্রহণ ক্ষুদ্র ব্যবসায়ীদের পেঁয়াজ আমদানিতে নিরুৎসাহিত করেছে। মূল্য নিয়ন্ত্রণের উদ্দেশে সরকার অভ্যন্তরীণ বাজার থেকে পেঁয়াজ কিনে টিসিবির ডিলারের মাধ্যমে বেচে। অভিযান পরিচালনা করে। এসব পদক্ষেপও পরিস্থিতি উন্নয়নে সহায়ক হয়নি।
তিনি দাবি করেন, এ সংকটকে পুঁজি করে অতি মুনাফালোভী ব্যবসায়ী গোষ্ঠী, আমদানিকারক, আড়তদার, মজুতদার এবং খুচরা ব্যবসায়ীরা সিন্ডিকেটে করে শত কোটি টাকা হাতিয়ে নিয়েছে।
গোলাম রহমান বলেন, ‘এক মাস ধরে চালের দামও বাড়ছে। সম্ভবত পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা চালকল মালিকদের সাহস বাড়িয়েছে।’ তিনি চালের বাজার অস্থিতিশীল করার যেকোনো প্রচেষ্টা শক্ত হাতে দমনের দাবি জানান। বাজার স্থিতিশীল রাখতে বাণিজ্য মন্ত্রণালয়ের একটি পৃথক বিভাগ গঠনেরও পরামর্শ দেন তিনি।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ক্যাবের সহ-সভাপতি এস এম নাজের হোসাইন।

/এইচএন/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
১০ জন নিয়েও কৃত্রিম আলোয় ইয়ংমেন্সের উৎসব
১০ জন নিয়েও কৃত্রিম আলোয় ইয়ংমেন্সের উৎসব
পোড়া রোগীদের যন্ত্রণা বাড়াচ্ছে তাপপ্রবাহ
পোড়া রোগীদের যন্ত্রণা বাড়াচ্ছে তাপপ্রবাহ
নিখোঁজের ২৫ দিন পর ছাত্রলীগ নেতার মরদেহ উদ্ধার
নিখোঁজের ২৫ দিন পর ছাত্রলীগ নেতার মরদেহ উদ্ধার
যুক্তরাষ্ট্র বড় শক্তি, তাদের পরোয়া করতে হয়: শ্রম প্রতিমন্ত্রী
যুক্তরাষ্ট্র বড় শক্তি, তাদের পরোয়া করতে হয়: শ্রম প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
৭ দফা আবেদন করেও প্রশাসনের সহায়তা পায়নি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট
৭ দফা আবেদন করেও প্রশাসনের সহায়তা পায়নি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট