X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

অনুমোদন ছাড়াই বুটেক্সে স্নাতক ভর্তি পরীক্ষা

এস এম আববাস
২৮ নভেম্বর ২০১৯, ২০:২০আপডেট : ২৯ নভেম্বর ২০১৯, ০৭:৪৮

এ বছর বুটেক্স ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন ৮ হাজার ২০৩ জন শিক্ষার্থী। (ইন্টারনেট থেকে সংগৃহীত ছবি) অ্যাকাডেমিক কাউন্সিলের অনুমোদন ছাড়াই স্নাতক প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা নেওয়ার অভিযোগ উঠেছে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) উপাচার্য অধ্যাপক মো. আবুল কাশেমের বিরুদ্ধে। শুধু তা-ই নয়, তার দফতর থেকে বলা হয়েছে, আগামী ২ ডিসেম্বর অ্যাকাডেমিক কাউন্সিল সভায় ভূতাপেক্ষভাবে এটির অনুমোদন দেওয়া হবে।

আইনে বাধ্যবাধকতা থাকা সত্ত্বেও অ্যাকাডেমিক কাউন্সিলের অনুমতি ছাড়া ভর্তি পরীক্ষা নেওয়ায় কয়েক হাজার শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চয়তায় পড়ার আশঙ্কা করা হচ্ছে।
গত ১৫ নভেম্বর বুটেক্সে ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এ বিষয়ে যোগাযোগ করা হলে উপাচার্য ও ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপক কাশেমের বরাত দিয়ে তার দফতরের প্রশাসনিক কর্মকর্তা মো. বিল্লাল হোসেন বলেন, ‘ভিসি স্যার বলেছেন, অ্যাকাডেমিক কাউন্সিল থেকে ভর্তি কমিটির অনুমোদন আছে। অ্যাকাডেমিক কমিটির বিজ্ঞপ্তি লাগবে না। এর সব কাজ অ্যাকাডেমিক কাউন্সিলে আগামী ২ ডিসেম্বর ভূতাপেক্ষভাবে অনুমোদন হয়ে যাবে।’
অনুসন্ধানে জানা যায়, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বছর ২০১০ সাল থেকে শুরু করে প্রতিটি ভর্তি পরীক্ষার সঙ্গে মৌলিক বিজ্ঞান (পদার্থ, রসায়ন, গণিত) ও ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধানদের রাখা হলেও এবার শুধু গণিত বিভাগের বিভাগীয় প্রধানকে রাখা হয়েছে। এ নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক মো. মনিরুল ইসলাম বলেন, ‘গত ২৪ জুলাই ১২২তম অ্যাকাডেমিক ডিন ও বিভাগের কমিটিতে ভর্তি পরীক্ষার কমিটি কীভাবে করা হবে, সে ব্যাপারে সিদ্ধান্ত হয়। আরও সিদ্ধান্ত হয়, এটা অ্যাকাডেমিক কাউন্সিলে অনুমোদন করাতে হবে। পরে ৩০ জুলাই ভর্তি পরীক্ষার কমিটি করা হয় এবং সিদ্ধান্ত হয়, অ্যাকাডেমিক কাউন্সিলের অনুমোদন নিতে হবে।’
তিনি বলেন, ‘৩০ জুলাই অ্যাকাডেমিক কাউন্সিলের ৪৯তম সভায় ২৪ জুলাইয়ের সেই সিদ্ধান্ত অনুমোদন দেওয়া হয়।’ যারা তথ্যগুলো দিয়েছে, তারা সঠিক দেয়নি বলে দাবি করেন তিনি।
তবে অনুসন্ধানে রেজিস্ট্রারের এ দাবির বিপরীত চিত্র পাওয়া গেছে। গত ৩০ জুলাই অনুষ্ঠিত অ্যাকাডেমিক কাউন্সিলের ৪৯তম সভায় বলা হয়েছে, ডিন ও বিভাগীয় প্রধানদের কমিটির সদস্য ও উপ-পরীক্ষা নিয়ন্ত্রকের সমন্বয়ে বিএসসির (টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং) ২০১৯-২০১০ সেশনের ভর্তি কমিটি গঠন করার সিদ্ধান্ত হয়েছে। পরবর্তী অ্যাকাডেমিক কাউন্সিল সভায় এই ভর্তি কমিটির অনুমোদন দেওয়া হবে।
বিশ্ববিদ্যালয় আইনে বলা আছে, ভর্তি পরীক্ষার আগে ভর্তি কমিটির সুপারিশ করা নীতিমালা অ্যাকাডেমিক কাউন্সিল অনুমোদিত হতে হবে।
আইনের ৩৮ ধারার ৫-এর উপধারায় বলা আছে, ভুল তথ্য দিয়ে কোনও শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হলে এবং পরে তা প্রমাণিত হলে ভর্তি বাতিল হবে।
কয়েকজন ভর্তিচ্ছু শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা গেছে, ভর্তি পরীক্ষা নিয়ে কোনও সমস্যা সৃষ্টি হলে প্রয়োজনে তারা উচ্চ আদালতে যাবেন।
উল্লেখ্য, এ বছর বুটেক্স ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন ৮ হাজার ২০৩ জন। তেজগাঁওয়ে নিজস্ব ক্যাম্পাস ছাড়াও রাজধানীর আরও তিনটি কেন্দ্রে একযোগে এই ভর্তি পরীক্ষা নেওয়া হয়।

/এইচআই/এমওএফ/
সম্পর্কিত
এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বেড়েছে
দারুল ইহসানের বৈধ সনদধারীদের এমপিওতে বাধা নেই
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজের পাঠদানও বন্ধ
সর্বশেষ খবর
উখিয়া ক্যাম্পে রোহিঙ্গা যুবককে কুপিয়ে হত্যা
উখিয়া ক্যাম্পে রোহিঙ্গা যুবককে কুপিয়ে হত্যা
গরমে পানির সংকট রাজধানীতে, যা বলছে ওয়াসা
গরমে পানির সংকট রাজধানীতে, যা বলছে ওয়াসা
গরমে নাকাল পথচারীদের জন্য পানির ব্যবস্থা করলো ফায়ার সার্ভিস
গরমে নাকাল পথচারীদের জন্য পানির ব্যবস্থা করলো ফায়ার সার্ভিস
বাংলাদেশ ও মরিশাসের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা
বাংলাদেশ ও মরিশাসের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়