X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

র‌্যাগিং ও রাজনীতিতে যুক্ত হলে যেসব শাস্তি পাবেন বুয়েট শিক্ষার্থীরা

ঢাবি প্রতিনিধি
০৩ ডিসেম্বর ২০১৯, ১৩:৩২আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৯, ১৩:৩৮

বুয়েট এখন থেকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) র‌্যাগিংয়ে কোনও শিক্ষার্থীর মৃত্যু হলে শাস্তি হিসেবে সংশ্লিষ্ট শিক্ষার্থীকে বুয়েট থেকে আজীবন বহিষ্কার করা হবে৷ একইসঙ্গে প্রশাসন বাদী হয়ে অভিযুক্তের বিরুদ্ধে  মামলা করবেন। এছাড়া, কেউ সাংগঠনিক ছাত্র রাজনীতিতে যুক্ত হলে তার বিরুদ্ধেও একই ব্যবস্থা নেবে প্রশাসন।

সোমবার (২ ডিসেম্বর) দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিদফতরের পরিচালক ও বোর্ড অব রেসিডেন্স অ্যান্ড ডিসিপ্লিন কমিটির সদস্য সচিব অধ্যাপক মিজানুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীদের দাবি অনুযায়ী, এসব নীতিমালা প্রণয়ন করা হয়েছে। এতে আরও  বলা হয়, কোনও শিক্ষার্থী সাংগঠনিক ছাত্ররাজনীতির সঙ্গে যুক্ত থাকলে শাস্তি হিসেবে তাকে বুয়েট থেকে আজীবন বহিষ্কার করা হবে৷ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রাজনীতিতে জড়িত থাকলে, রাজনৈতিক পদ থাকলে, রাজনীতিতে কোনও শিক্ষার্থীকে উদ্বুদ্ধ বা বাধ্য করলে বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হবে। এছাড়াও অপরাধ সাপেক্ষে শাস্তি,সতর্কতা,জরিমানা করা হবে।

নতুন নীতিমালায় র‌্যাগিংয়ের বিষয়ে কয়েকটি ধাপে শাস্তির কথা উল্লেখ রয়েছে। র‌্যাগিংয়ে কোনও শিক্ষার্থী গুরুতর শারীরিক ক্ষতি,মানসিক ভারসাম্যহীনতার শিকার হলে অভিযুক্তকে আজীবন বহিষ্কার করা হবে। তবে মৌখিক বা শারীরিক লাঞ্ছনা, মানসিক ক্ষতি সংক্রান্ত অপরাধের শাস্তি হচ্ছে— সতর্কতা,জরিমানা, হল থেকে আজীবন বহিষ্কার,অ্যাকাডেমিক কার্যক্রম থেকে একটি নির্দিষ্ট সময়ের জন্য বিরত রাখা,এধরনের শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ে ফিরতে হলে কর্তৃপক্ষের ঠিক করে দেওয়া মনোরোগ বিশেষজ্ঞের কাছে নিদির্ষ্ট সময় পর্যন্ত কাউন্সিলিং করতে হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়৷

আবরার হত্যার পর গত দুই মাস ধরে বুয়েটে সব ধরনের অ্যাকাডেমিক কার্যক্রম থেকে বিরত রয়েছেন শিক্ষার্থীরা৷ তারা তিন শর্তে অ্যাকাডেমিক কার্যক্রমে ফিরে আসবেন বলে প্রশাসনকে জানানো হয়েছে। তাদের ওই তিন শর্ত হলো—

১. আবরার হত্যা মামলার অভিযোগপত্রের ভিত্তিতে অভিযুক্তদের স্থায়ী বহিষ্কার।

২. বুয়েটের আহসান উল্লাহ, তিতুমীর ও সোহরাওয়ার্দী হলে ঘটে যাওয়া  নির্যাতনের বিষয়ে অভিযুক্তদের অপরাধ অনুযায়ী শাস্তি প্রদান।

৩. সাংগাঠনিক ছাত্র রাজনীতি ও নির্যাতনের বিষয়ে শাস্তির আইন প্রণয়ন করা এবং তা বাস্তবায়ন করা।

এরইমধ্যে তিনটি শর্তের সবকটি বাস্তবায়ন করেছে প্রশাসন। শিক্ষার্থীরা এক সপ্তাহ আগে বুয়েটের উপাচার্যের সঙ্গে বৈঠক করে জানান— পরীক্ষা শুরু হওয়ার এক সপ্তাহ আগে তাদের তৃতীয় শর্তটি পূরণ করা হলে, তারা পরীক্ষায় অংশগ্রহণ করবেন। ইতোমধ্যে আন্দোলনকারী শিক্ষার্থীদের তিনটি শর্তই নিদির্ষ্ট সময়ের মধ্যে বাস্তবায়ন করেছেন প্রশাসন৷ ফলে আগামী ২৮ ডিসেম্বর থেকে পরীক্ষায় অংশগ্রহণের কথা জানিয়েছেন আন্দোলনকারীরা৷

নাম প্রকাশ না করার শর্তে বুয়েটের ১৫তম ব্যাচের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের এক শিক্ষার্থী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের বেঁধে দেওয়া সময়ের মধ্যে প্রশাসন সব শর্ত পূরণ করেছে৷ আগামী ২৮ ডিসেম্বর থেকে পরীক্ষায় অংশগ্রহণে আর কোনও বাধা নেই৷’

উল্লেখ্য, ৬ অক্টোবর বুয়েটে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করেন ছাত্রলীগের একদল নেতাকর্মী৷ এরপর থেকে সব ধরনের অ্যাকাডেমিক কার্যক্রম থেকে বিরত রয়েছেন শিক্ষার্থীরা।

/এসআইআর/এপিএইচ/
সম্পর্কিত
শিক্ষাপ্রতিষ্ঠানে মুজিবনগর দিবস পালনের নির্দেশ
শিক্ষাপ্রতিষ্ঠানে দুই ধাপে কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ পালনের নির্দেশ
টেস্ট পরীক্ষার নামে অতিরিক্ত ফি নিলে ব্যবস্থা
সর্বশেষ খবর
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
লখনউর কাছে হারলো চেন্নাই
লখনউর কাছে হারলো চেন্নাই
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া