X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

বিএনপিপন্থী আইনজীবীরা ফ্যাসিবাদী আচরণ করেছে: অ্যাটর্নি জেনারেল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ডিসেম্বর ২০১৯, ১৫:১৫আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৯, ১৭:২৫

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম

জিয়া চ্যারিটেবল মামলায় খালেদা জিয়ার আপিল শুনানিকে কেন্দ্র করে বিএনপিপন্থী আইনজীবীদের হট্টগোল ও আদালতের কার্যক্রমে ব্যাঘাত ঘটানোকে ‘ফ্যাসিবাদী আচরণ’ বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের শহীদ শফিউর রহমান মিলনায়তনে এক প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।

মাহবুবে আলম বলেন, ‘সকাল ৯টায় আদালত বসেছেন। তাদের (খালেদা জিয়ার) আইটেম আগামী বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) শুনানির জন্য রেখেছেন। তারপর তারা যা করেছেন তা অভাবনীয়, তারা ফ্যাসিবাদী আচরণ করেছেন।’

অ্যাটর্নি জেনারেল বলেন, ‘কিছু আইনজীবী আছেন, যারা অপরিচিত, তারা আপিল বিভাগে হট্টগোল ও গণ্ডগোল করেছেন। সবচেয়ে দুঃখজনক ব্যাপার হলো—কিছু সিনিয়র আইনজীবী কোর্টে বসে ছিলেন। কিন্তু তারা ব্যাঘাত সৃষ্টিকারীদের থামানোর চেষ্টা করেননি। তারা জবরদস্তি করে আদালতের ওপর চাপ দিতে চেয়েছেন।’

মাহবুবে আলম অভিযোগ করে বলেন, ‘তারা খালেদা জিয়ার জামিন শুনানি নিয়ে ব্যস্ত। কিন্তু আপিল শুনানির কোনও পদক্ষেপ নিচ্ছেন না। নানা অজুহাতে এবং এই মামলাকে তারা রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে ফায়দা লোটার চেষ্টা করছেন।’

তিনি আরও বলেন, ‘তারা আবেদন করেছেন। আদালত বিবেচনা করবেন জামিন দেবেন বা দেবেন না। কিন্তু আদালতের সামনে গিয়ে এরকম কাজে ব্যাঘাত ঘটানো ফ্যাসিবাদী কাজ। প্রধান বিচারপতিকে অনুরোধ করবো—যেসব আইনজীবী আপিল বিভাগের এনলিস্টেড, তারা ছাড়া আর কোনও আইনজীবীকে যেন আপিল আদালতে ঢুকতে দেওয়া না হয়। যুক্তরাষ্ট্রসহ পৃথিবীর অনেক উন্নত দেশে এমন নিয়ম মেনে চলা হয়।’

প্রসঙ্গত, বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন ছয় সদস্যের আপিল বেঞ্চ খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানির দিন আগামী ১২ ডিসেম্বর নির্ধারণের আদেশ দিতে চান। এসময় আপিল বিভাগের এজলাস কক্ষে বিএনপিপন্থী আইনজীবীরা হট্টগোল শুরু করলে সকাল ১০টা ৫ মিনিটে বিচারপতিরা এজলাস কক্ষ ত্যাগ করেন। পরে বেলা ১১টা ৪০ মিনিটে এজলাসে এসে অন্য মামলার শুনানি শুরু করলে বিএনপিপন্থী আইনজীবীরা উচ্চস্বরে আওয়াজ তুলতে থাকেন। এতে করে এজলাসে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়।

আরও পড়ুন:

এমন আচরণ নজিরবিহীন: প্রধান বিচারপতি

খালেদা জিয়ার জামিন শুনানি ১২ ডিসেম্বর

খালেদা জিয়ার জামিন শুনানি নিয়ে হট্টগোল, বিচারপতিদের এজলাস ত্যাগ

‘চকলেট’ মুখে এজলাস কক্ষে খালেদা জিয়ার আইনজীবীদের অনড় অবস্থান

জুনিয়রদের কাছে বিএনপির সিনিয়র আইনজীবীরা অবরুদ্ধ

খালেদা জিয়ার আইনজীবীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি অ্যাটর্নি জেনারেলের

/বিআই/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
১৮ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন বিসমাহ মারুফ 
১৮ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন বিসমাহ মারুফ 
মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতার মৃত্যুদণ্ড
মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতার মৃত্যুদণ্ড
উপজেলা নির্বাচনে সহিংসতার শঙ্কা সিইসির
উপজেলা নির্বাচনে সহিংসতার শঙ্কা সিইসির
যুক্তরাষ্ট্রজুড়ে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, শতাধিক শিক্ষার্থী গ্রেফতার
যুক্তরাষ্ট্রজুড়ে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, শতাধিক শিক্ষার্থী গ্রেফতার
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না