X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

টাকা নিয়ে বাগবিতণ্ডার জেরে খুন হন দুই নারী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ডিসেম্বর ২০১৯, ১৮:২১আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৯, ১৯:৩১

মিরপুরের এই বাড়িতেই দুই নারীকে শ্বাসরোধে হত্যা করা হয় রাজধানীর মিরপুরে ২ নম্বর সেকশনের একটি বাসায় অসামাজিক কাজের পর টাকা নিয়ে বাকবিতণ্ডার জেরে খুন হন গৃহকর্ত্রী রহিমা বেগম (৬৫) ও গৃহকর্মী সুমী (২০)। এরপর ওই বাসা থেকে নিহতদের ব্যবহৃত একটি মোবাইল ফোন ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায় আসামি মো. ইউসুফ খান ও অপ্রাপ্তবয়স্ক এক কিশোর। বুধবার (৪ ডিসেম্বর) সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত দুই জনকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. আবদুল বাতেন।

এরআগে, গত মঙ্গলবার মিরপুরের ২ নম্বর সেকশনের এ ব্লকের ২ নম্বর রোডের ১১ নম্বর প্লটের আবুল কাশেমের বাসার চারতলার একটি ফ্ল্যাট থেকে রহিমা বেগম ও সুমীর লাশ উদ্ধার করে পুলিশ।

গ্রেফতারের সময় তরুণদের কাছ থেকে নিহতদের ব্যবহৃত একটি মোবাইল ফোন, নগদ ১৪ হাজার টাকা, তিনটি চেন ও একটি কানের দুল উদ্ধার করা হয়।

অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. আবদুল বাতেন বলেন, গোয়েন্দা পুলিশের (ডিবি) পশ্চিম বিভাগ এই জোড়া খুনের ঘটনাটি তদন্ত করে দুই আসামিকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে আসামিরা জানায়, দুই জন অসামাজিক কাজ করতে ওই ফ্ল্যাটে গিয়েছিল। পরে টাকা নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। রাতে ওই বাসায় একজন রুমে অন্যজন বারান্দায় রাতযাপন করে। সকালে টাকার বিষয়টি নিয়ে ঝামেলা অথবা মারধর করতে পারে, এই ভেবে সুমীকে গলা চেপে শ্বাসরোধে হত্যা করে তারা।
তিনি বলেন, আসামিদের একজন রহিমা বেগমকে কল করে বলে সুমী অজ্ঞান হয়ে গেছে, আপনি রুমের বাইরে আসুন। তখন রহিমা বেগম রুম থেকে বের হলে তাকেও গলা চেপে হত্যা করে তারা। পালিয়ে যাওয়ার সময় তারা মোবাইল ফোন, ১৪ হাজার টাকা, সোনা ভেবে ইমিটেশনের গহনা নিয়ে যায়।

এ ঘটনায় নিহত রহিমা বেগমের মেয়ে বাদী হয়ে মিরপুর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেছেন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

আরও নপড়ুন:
মিরপুরে দুই নারীকে হত্যার নেপথ্যে অনৈতিক কর্মকাণ্ড

 

/এসজেএ/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শনিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
শনিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
জলবায়ু অভিযোজনে সহায়তা দ্বিগুণের সিদ্ধান্ত বাস্তবায়নের আহ্বান পরিবেশমন্ত্রীর
জলবায়ু অভিযোজনে সহায়তা দ্বিগুণের সিদ্ধান্ত বাস্তবায়নের আহ্বান পরিবেশমন্ত্রীর
গাজার ধ্বংসস্তূপ পরিষ্কারে ১৪ বছর লাগতে পারে: জাতিসংঘ
গাজার ধ্বংসস্তূপ পরিষ্কারে ১৪ বছর লাগতে পারে: জাতিসংঘ
তীব্র তাপে গলছে শরীয়তপুর-চাঁদপুর সড়কের কার্পেটিং
তীব্র তাপে গলছে শরীয়তপুর-চাঁদপুর সড়কের কার্পেটিং
সর্বাধিক পঠিত
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন