X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নতুন ভর্তি ৮৮ জন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ডিসেম্বর ২০১৯, ১৮:৫৩আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৯, ১৮:৫৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নতুন ভর্তি ৮৮ জন ডেঙ্গু জ্বর নিয়ে গত ২৪ ঘণ্টায় (৪ ডিসেম্বর সকাল ৮টা থেকে ৫ ডিসেম্বর সকাল ৮টা) নতুন করে ৮৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আর হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়েছেন ৭৬ জন। একইসঙ্গে সারাদেশের হাসপাতালে বর্তমানে ৩৮৫ জন রোগী ভর্তি আছেন বলেও জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন্স সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য জানায়।

কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. আয়শা আক্তার বাংলা ট্রিবিউনকে জানান, নতুন ভর্তি হওয়া ৮৮ জনের মধ্যে রাজধানী ঢাকার ২৯টি বেসরকারি ও ১২টি সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ভর্তি আছেন ৫০ জন। এছাড়া ঢাকাসহ আট বিভাগের হাসপাতালে ভর্তি আছেন ৩৮ জন।

অপরদিকে, ছাড়পত্র পাওয়া ৭৬ জনের ভেতরে রাজধানী ঢাকার ২৯টি বেসরকারি ও ১২টি সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়েছেন ৩৬ জন। ঢাকাসহ আট বিভাগের হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়েছেন ৪০ জন।

আবার ভর্তি থাকা ৩৮৫ জনের ভেতরে ঢাকার হাসপাতালগুলোতে ভর্তি আছেন ২৩৮ জন। আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি আছেন ১৪৭ জন। সারাদেশে এখন পর্যন্ত শতকরা ৯৯ দশমিক চার শতাংশ রোগী চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

এদিকে, চলতি মৌসুমে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা এক লাখ ৫২৪ জন আর চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ৯৯ হাজার ৮৭৫ জন বলে জানিয়েছে কন্ট্রোল রুম। এদের মধ্যে চলতি মাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪১৭ জন।

কন্ট্রোল রুমের তথ্যমতে, ডেঙ্গু জ্বর নিয়ে নভেম্বরে ভর্তি হন চার হাজার ১১ জন, অক্টোবরে এ সংখ্যা ছিল আট হাজার ১৪৩ জন, সেপ্টেম্বরে ১৬ হাজার ৮৫৬ জন, আগস্টে ৫২ হাজার ৬৩৬ জন, জুলাইতে ১৬ হাজার ২৫৩ জন, জুনে এক হাজার ৮৮৪ জন, মে মাসে ১৯৩ জন, এপ্রিলে ৫৮ জন, মার্চে ১৭ জন, ফেব্রুয়ারিতে ১৮ জন এবং জানুয়ারিতে ৩৮ জন হাসপাতালে ভর্তি হন।

 

/জেএ/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
লখনউর কাছে হারলো চেন্নাই
লখনউর কাছে হারলো চেন্নাই
পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট শেষেই বিজয় মিছিল
পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট শেষেই বিজয় মিছিল
পোশাকশ্রমিককে ডেকে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ
পোশাকশ্রমিককে ডেকে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া