X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

‘জিনের বাদশা’ চক্রের ৭ সদস্য গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ডিসেম্বর ২০১৯, ০৮:৩৭আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৯, ০৮:৪০

‘জিনের বাদশা’ চক্রের সদস্যরা

পরিবার পরিকল্পনায় চাকরি করতেন শাহিনা আক্তার। চাকরি থেকে অবসর গ্রহণের পর হজে যাওয়ার জন্য ব্যাংকে ১০-১২ লাখ টাকা জমা রেখেছিলেন। এছাড়াও ব্যাংকে তার কিছু এফডিআর ছিল। এরমধ্যেই কথিত ‘জিনের বাদশা' চক্রের প্রতারণার ফাঁদে পড়েন তিনি। তিন মাসে চক্রটি তার কাছ থেকে হাতিয়ে নেয় অন্তত ২৫ লাখ টাকা। সর্বস্ব হারিয়ে গত ৩ অক্টোবর রাজধানীর হাতিরঝিল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী ওই নারী। মামলার তদন্তে নেমে ভোলা থেকে কথিত ‘জিনের বাদশা’ চক্রের সাত সদস্যকে গ্রেফতার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

গ্রেফতার ব্যক্তিরা জন হলো— সুমন ফকির (২০),মুনসুর আহমেদ (২৫), হাছনাইন ফকির (২০), হাবিবুল্লাহ (৩২), লোকমান ভুইয়া কাজী (২৭), রিয়াজ উদ্দিন (৩৪) ও ফজর আলী (৩৬)।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর শান্তিনগরে সিআইডির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তদন্তকারী সংস্থার বিশেষ পুলিশ সুপার (এসএসপি) মোস্তফা কামাল এসব তথ্য জানান।

এসএসপি মোস্তফা কামাল বলেন, ‘কোনও এক মাধ্যম থেকে ভুক্তভোগী শাহিনা আক্তার একটি মোবাইল নম্বর পান। নিজের কিছু সমস্যা সমাধানের জন্য তিনি আগ্রহ করেই ওই নম্বরে ফোন করেছিলেন। অন্য পাশ থেকে বলা হয়— ‘সেবা নেওয়ার আগে দুই হাজার ১০০ টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। তিনি সে অনুযায়ী রেজিস্ট্রেশনের পর জিনের বাদশা টেলিফোনেই হাজির হন। এরপর ভুক্তভোগীর বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং প্রত্যেকটি সমস্যার সমাধানের জন্য আলাদা করে মোটা অংকের টাকা দাবি করতে থাকেন।’ 

তিনি বলেন, ‘এরপর ভুক্তভোগীকে ৭টি বিকাশ নম্বর দেয় চক্রের সদস্যরা। তিন মাসে বিকাশের মাধ্যমে ভুক্তভোগীর কাছ থেকে ২৫ লাখ টাকা হাতিয়ে নেয় চক্রটি। নিজের জমানো টাকা শেষ হলে এক প্রতিবেশীর কাছে টাকা ধার চাইতে যান। তখন তিনি বুঝতে পারেন যে, আসলে প্রতারিত হয়েছেন। এরপর রাজধানীর হাতিরঝিল থানায় একটি মামলা দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতেই জিনের বাদশা চক্রের সাত সদস্যকে গ্রেফতার করা হয়।’

আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে সিআইডির এই কর্মকর্তা বলেন, ‘চক্রটি ২৫ লাখ টাকা নেওয়ার কথা স্বীকার করেছে। জিজ্ঞাসাবাদে আরও ভুক্তভোগীর সন্ধান পাওয়া গেছে। আমরা আসামিদের বিকাশ নম্বরের স্টেটমেন্ট নিয়ে এসেছি। সেখানে দেখা গেছে, অন্তত ৬/৭ জনের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছে চক্রটি।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিশেষ পুলিশ সুপার (এসএসপি) মোস্তফা কামাল বলেন, ‘গ্রেফতার সাত জনের মধ্যে একজন বিকাশ এজেন্টের লোকও আছে। মোটা অংকের টাকা লেনদেন হওয়াতে বিকাশ তাদের দায়িত্ব এড়াতে পারে না। এছাড়াও আরও কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

 

/এসজেএ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া