X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

৭ দফা দাবিতে সরকারকে মু‌ক্তি‌যোদ্ধাদের‌ আল্টিমেটাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ডিসেম্বর ২০১৯, ১৬:৩৬আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৯, ১৬:৫৮

৭ দফা দাবিতে সরকারকে মু‌ক্তি‌যোদ্ধাদের‌ আল্টিমেটাম মুক্তিযোদ্ধাদের বন্ধ ভাতা চালুসহ ৭ দফা দাবি পূরণের জন্য আল্টিমেটাম দিয়েছে আওয়ামী মুক্তিযোদ্ধা লীগ। আগামী ২৬ মার্চের ম‌ধ্যে দাবি মে‌নে না নি‌লে মহাসমা‌বে‌শ করা হ‌বে ব‌লে জানান তারা। রবিবার (৮ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধ‌নে সরকার‌কে এ আল্টি‌মেটাম দেয় সংগঠন‌টি।

সমাবেশে সংগঠনের সভাপতি মজিবুর রহমান বলেন, ‘আওয়ামী লীগ সরকার ১১ বছর ধরে ক্ষমতায় আছে। কিন্তু মুক্তিযোদ্ধাদের সমস্যার সমাধান ও ভাগ্যের পরিবর্তন এখনও হয়নি। এতদিন ক্ষমতায় থাকার পরও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী সঠিক মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই করতে পারেননি। যাচাই-বাছাইয়ে যারা নামঞ্জুরকৃত হয়েছিল, তাদের আপিল করার সুযোগ দিয়েছিল এবং আপিল শেষ না হওয়া পর্যন্ত তাদের ভাতা বন্ধ করা যাবে না বলে মন্ত্রণালয়ের নির্দেশ ছিল। কিন্তু পরে মন্ত্রণালয় ভাতা বন্ধ করে দেয়। তাই, অতি শিগগিরই আমাদের বন্ধ ভাতা চালু করাসহ ৭টি দাবি মেনে নিতে হবে।’

বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি করে তিনি বলেন, ‌‘প্রধানমন্ত্রী আপনি আমাদের অভিভাবক। আপনি আমাদের অনেক দাবি মেনে নিয়েছিলেন। কিন্তু মন্ত্রণালয়ের ভুল সিদ্ধান্তে মুক্তিযোদ্ধাদের হয়রানি করা হচ্ছে। আমরা আপনার হস্তক্ষেপ কামনা করছি। যদি আমাদের দাবি না মেনে নেওয়া হয়, তাহলে আগামীতে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।’

৭ দফা দাবিগুলো হলো, মুক্তিযোদ্ধাদের বন্ধ ভাতা চালু করা, যে সকল মুক্তিযোদ্ধার মুক্তিবার্তা, গেজেট, ভারতীয় তালিকা, লাল মুক্তিবার্তা ও প্রধানমন্ত্রীর সনদ আছে, তাদের যাচাই-বাছাইয়ের প্রয়োজন নেই, সকল মুক্তিযোদ্ধাকে ২০১৯ মহান বিজয় দিবসে পাঁচ হাজার টাকা সম্মানী ভাতা দেওয়া, যেখানে পূর্ণাঙ্গ মন্ত্রণালয় ও একজন মন্ত্রী আছে সেখানে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের কোনও প্রয়োজন নেই, মুক্তিযোদ্ধাদের কর্মসংস্থানের জন্য ২০ লাখ টাকা বিনা সুদে ব্যাংক ঋণ প্রদান, মাসিক ভাতা ২০ হাজার টাকা করতে হবে, মুক্তিযোদ্ধাদের চিকিৎসার জন্য স্বতন্ত্র হাসপাতাল নির্মাণ করতে হবে, অনলাইনে যাচাই-বাছাইকৃত মুক্তিযোদ্ধাদের গেজেট ও জাতীয় তালিকা প্রকাশ করে ভাতা মঞ্জুর করতে হবে এবং সেটা ১৬ ডিসেম্বরের বিজয় দিবসের আগে বাস্তবায়ন করতে হবে।

/‌এইচএন/এনএস/এমএমজে/
সম্পর্কিত
ফটোকপি দোকানের কর্মচারী, জেলে, রাজমিস্ত্রি তৈরি করতো জাল টাকা
রাজধানীকে সুন্দর করতে রাজনৈতিক সদিচ্ছা জরুরি: আইইবি
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো যুবকের
সর্বশেষ খবর
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা