X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

কর্মকর্তা নিয়োগে অনিয়মের অভিযোগে চট্টগ্রাম বন্দরে দুদকের অভিযান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ ডিসেম্বর ২০১৯, ২০:২৬আপডেট : ১০ ডিসেম্বর ২০১৯, ২০:৩২

কর্মকর্তা নিয়োগে অনিয়মের অভিযোগে চট্টগ্রাম বন্দরে দুদকের অভিযান ট্রাফিক অফিসার নিয়োগে অনিয়মের অভিযোগে চট্টগ্রাম বন্দরে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদক অভিযোগ কেন্দ্রে (টোল ফ্রি হটলাইন-১০৬) অভিযোগ পেয়ে মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুদকের সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-১ এই অভিযান চালায়। দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য এই তথ্য জানিয়েছেন।
দুদক জানায়, চলতি বছরের জানুয়ারি মাসে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ স্টাফ অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। এতে ৫৫৩ জন প্রার্থী আবেদন করেন। পরে লিখিত পরীক্ষার জন্য ১০১ জনকে বাছাই করা হয়। বাকি ৪৫২ জন পরীক্ষা দিতে পারেননি। দুদক টিম এর কারণ জানতে চাইলে নিয়োগ কর্তৃপক্ষ জানায়, একটি কমিটির মাধ্যমে আবেদনকারীদের প্রাথমিকভাবে বাছাই করা হয়। তারা সিজিপিএ’র ভিত্তিতে এই বাছাই করে। বাছাইয়ের জন্য কোনও লিখিত সিদ্ধান্ত বা সরকারি নির্দেশনা আছে কিনা, তা জানতে চাইলে নিয়োগ কর্তৃপক্ষ দুদক টিমকে তেমন কিছু দেখাতে পারেনি।
দুদক জানায়, সাধারণ আবেদনকারীদের পরীক্ষা দেওয়ার সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে, দুদক টিম তা নিশ্চিত হয়েছে।
এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত চেয়ে কমিশনে বিস্তারিত প্রতিবেদন উপস্থাপন করবে অভিযানকারী টিম। একই টিম শিপিং এজেন্টদের কাছ থেকে ঘুষ নেওয়া ও দায়িত্বে অবহেলার অভিযোগে চট্টগ্রাম কাস্টমস হাউজে আরও একটি অভিযান চালায়।
পিরোজপুর-শ্রীমঙ্গলে অভিযান
এদিকে, নতুন সংযোগ দেওয়া, মিটার স্থাপন, লোড বৃদ্ধি, বিদ্যুতের ট্রান্সফরমার পরিবর্তনসহ প্রতিটি সেবার জন্য গ্রাহকদের বাড়তি টাকা দিতে বাধ্য করার অভিযোগে পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার পল্লী বিদ্যুৎ সমিতিতে অভিযান চালিয়েছে দুদকের বরিশাল জেলা কার্যালয়ের একটি টিম। দুদক জানায়, পল্লী বিদ্যুৎ সমিতিতে নতুন সংযোগের জন্য আবেদন ফি ১০০ টাকা, সদস্য ফি ৫০ টাকা ও মিটার জামানত হিসেবে ৬০০ টাকা নেওয়ার কথা থাকলেও প্রতিটি সংযোগে ঘুষ হিসাবে অতিরিক্ত দাবি করার প্রমাণ পেয়েছে দুদক টিম। অভিযানের সময় পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের নাম ব্যবহার করে অর্থ দারি করা দুই দালালকে আটক হয়।
এছাড়া শ্রীমঙ্গলে রেললাইনে ঝুঁকিপূর্ণ স্লিপার ব্যবহার এবং রাজধানীর একটি সরকারি বিদ্যালয়ের সহকারী শিক্ষকের অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দুটি অভিযান চালানো হয়েছে।

/ডিএস/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পানিতে ডুবে ভাইবোনসহ ৩ শিশুর মৃত্যু
পানিতে ডুবে ভাইবোনসহ ৩ শিশুর মৃত্যু
‘এমপি হতে ১ কোটি ২৬ লাখ টাকা খরচ হয়েছে, এটা তুলবো, এটুকু অন্যায় করবো-ই’
‘এমপি হতে ১ কোটি ২৬ লাখ টাকা খরচ হয়েছে, এটা তুলবো, এটুকু অন্যায় করবো-ই’
ইডি হেফাজতে আরও ৪ দিন কেজরিওয়াল
ইডি হেফাজতে আরও ৪ দিন কেজরিওয়াল
ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে নারী উন্নয়ন ফোরামের টাকা আত্মসাতের অভিযোগ
ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে নারী উন্নয়ন ফোরামের টাকা আত্মসাতের অভিযোগ
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি