X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সান্ধ্যকালীন কোর্সে ভর্তি বন্ধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ডিসেম্বর ২০১৯, ২০:৩২আপডেট : ১২ ডিসেম্বর ২০১৯, ২০:৫৩

জগন্নাথ বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বন্ধ হচ্ছে সান্ধ্যকালীন কোর্স। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এ সংক্রান্ত আদেশ জারি করেন।
দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে সান্ধ্যকালীন কোর্স বন্ধে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) বুধবার (১১ ডিসেম্বর) চিঠি দেয়। এর পরদিন জগন্নাথ বিশ্ববিদ্যালয় এ সিদ্ধান্ত নিলো।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামানের সই করা আদেশে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সান্ধ্যকালীন প্রোগ্রামে নতুন শিক্ষার্থী ভর্তি করা যাবে না। তবে সান্ধ্যকালীন প্রোগ্রামে যেসব শিক্ষার্থীর এরইমধ্যে ভর্তি নেওয়া হয়েছে, তাদের কোর্স শেষ করার ক্ষেত্রে কোনও বিধিনিষেধ নেই।
এ বিষয়ে জবি উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নতুন করে ইভিনিংয়ে আমরা আর ভর্তি নিচ্ছি না। যে কোর্সগুলোতে ভর্তি হয়ে গেছে, সেগুলোই আমরা শেষ করবো।’
রাষ্ট্রপতির বক্তব্যের জেরে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘রাষ্ট্রপতির বক্তব্যের আগেই আমরা মানোন্নয়নের তাগিদে সংকোচনের দিকে যাচ্ছিলাম। ইভিনিংয়ের বিস্তৃতির তুলনায় গুণগতমান নিয়ে সন্দেহ হচ্ছিল।’
গত ইভিনিংয়ে এমবিএতে ৮০টা আসন কমানো হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘মান বাড়াতে হলে বিস্তৃতি কমাতে হবে। মাননীয় আচার্য বলার পর এটা নিয়ে অন্য আর কিছু চিন্তা করার সুযোগ থাকে না।’
বিজ্ঞপ্তিতে পরবর্তী নির্দেশনার বিষয়ে জানতে চাইলে উপাচার্য বলেন, ‘আমাদের মডার্ন ল্যাঙ্গুয়েজে ইনস্টিটিউটে সার্টিফিকেট কোর্স আছে। এছাড়াও কিছু সাবজেক্টে ষাটের দশক থেকে ইভিনিংয়ে সার্টিফিকেট চলে আসছে। এগুলোর বিষয়ে অ্যাকাডেমিক কাউন্সিলে আলোচনা করতে হবে, আপাতত সবগুলোতেই ভর্তি বন্ধ থাকবে।’
প্রসঙ্গত, গত সোমবার (৯ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫২তম সমাবর্তনে রাষ্ট্রপতি ও আচার্য মো. আবদুল হামিদ পাবলিক বিশ্ববিদ্যালয়ে সান্ধ্যকালীন কোর্স পরিচালনা নিয়ে সমালোচনা করেন। তিনি বলেন, ‘অনেক পাবলিক বিশ্ববিদ্যালয় এখন দিনে সরকারি আর রাতে বেসরকারি চরিত্র ধারণ করেছে।’
রাষ্ট্রপতির এমন মন্তব্যের পর সান্ধ্যকালীন কোর্স বন্ধে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে চিঠি দেয় ইউজিসি।

আরও পড়ুন...


সান্ধ্যকালীন কোর্স বন্ধে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে ইউজিসির চিঠি

/এসএমএ/এসএ/এইচআই/এমওএফ/
সম্পর্কিত
শিক্ষাপ্রতিষ্ঠানে মুজিবনগর দিবস পালনের নির্দেশ
শিক্ষাপ্রতিষ্ঠানে দুই ধাপে কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ পালনের নির্দেশ
টেস্ট পরীক্ষার নামে অতিরিক্ত ফি নিলে ব্যবস্থা
সর্বশেষ খবর
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া