X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

সঠিক দামেই বই কেনা হয়েছে: স্বাস্থ্য অধিদফতর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ডিসেম্বর ২০১৯, ২১:১৪আপডেট : ১২ ডিসেম্বর ২০১৯, ২১:২২

স্বাস্থ্য-অধিদফতর মেডিক্যালের বই কেনার অনিয়ম নিয়ে ‘সাড়ে ৫ হাজার টাকা দামের একটি বই স্বাস্থ্য অধিদফতর কিনেছে ৮৫,৫০০ টাকায়!’ শিরোনামে বাংলা ট্রিবিউনে সংবাদ প্রকাশের পর গত ১ সেপ্টেম্বর তদন্ত কমিটি গঠন করে স্বাস্থ্য অধিদফতর। ১৫ কার্যদিবস সময় বেঁধে দেওয়া হলেও কয়েক দফা সময় বাড়িয়ে প্রতিবেদন দাখিল করা হয় নভেম্বরের শেষ সপ্তাহে। তদন্তে বাজারদরের চেয়ে বেশি দামে বই কেনার অভিযোগের প্রমাণ পাননি কমিটির সদস্যরা। ওই তদন্ত প্রতিবেদনের বরাত দিয়ে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ গত সোমবার (৯ ডিসেম্বর) বলেন, ‘বই কেনাকাটায় কোনও অনিয়ম হয়নি। সঠিক দামেই বই কেনা হয়েছে।’
অধিদফতরে জমা দেওয়া তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, তদন্ত কমিটি দ্বৈবচয়ন পদ্ধতিতে ৪৯টি বইয়ের দাম যাচাই করা হয়েছে। যেখানে তারা বাজারদামের ২ থেকে ১৫ গুণ বেশি দামে বই কেনার অভিযোগের প্রমাণ পাননি। কোন বইগুলোর দাম যাচাই করা হয়েছে, প্রতিবেদনে অবশ্য তা উল্লেখ করা হয়নি।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ‘প্রিন্সিপাল অ্যান্ড প্র্যাকটিস অব সার্জারি’ বইটি কেনা হয়নি। কিন্তু জাতীয় ই-গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) পোর্টালের তথ্য অনুযায়ী, গত ২৬ ও ২৭ মে দুটি টেন্ডারে ৪৭৯টি আইটেমের ৭ হাজার ৯৫০টি বই কেনার দরপত্র আহ্বান করে স্বাস্থ্য অধিদফতর। সে অনুযায়ী, সবগুলো বইই কেনা হয়েছে। দুটি টেন্ডারে মোট কন্টাক্ট ভ্যালু ধরা হয়েছে ৬ কোটি ৮৯ লাখ ৩৪ হাজার ২৪৩ টাকা। টেন্ডার আইডিতে (৩১৭৮৮৬) দেখা গেছে, ৭৯ নম্বর সিরিয়ালে ‘প্রিন্সিপাল অ্যান্ড প্র্যাকটিস অব সার্জারি’ বইটির নাম রয়েছে। সেখানেও এই বইয়ের ১০টি কপি কেনার কথা উল্লেখ রয়েছে।
তদন্ত প্রতিবেদনে ‘প্রিন্সিপাল অ্যান্ড প্র্যাকটিস অব সার্জারি’ বইটি কেনার কথা অস্বীকার করা হলেও এ ধরনের আর কতগুলো আইটেম তারা কেনেননি, তা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
বাংলা ট্রিবিউনের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, মেডিক্যালের উল্লেখিত বইগুলো কেনার পর মেডিক্যাল কলেজগুলোতে পাঠানো হয়েছে বলে গত ২৯ আগস্ট টেন্ডার সংশ্লিষ্টরা স্বীকার করেছিলেন। স্বাস্থ্য অধিদফতরের পক্ষে এসব বই কেনার দায়িত্বে থাকা শিক্ষা, চিকিৎসা ও স্বাস্থ্য জনশক্তি উন্নয়ন বিভাগের লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম ও ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ডা. মোহাম্মদ শামীম আল মামুনের স্বীকারোক্তিমূলক বক্তব্যের রেকর্ড বাংলা ট্রিবিউনের কাছে আছে।

/আরজে/জেএ/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌলভীবাজারে ৬ জনের মৃত্যুর ঘটনা মর্মান্তিক: মানবাধিকার কমিশন
মৌলভীবাজারে ৬ জনের মৃত্যুর ঘটনা মর্মান্তিক: মানবাধিকার কমিশন
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ
কুমিল্লা মেডিক্যাল সেন্টার হাসপাতালকে ২ লাখ টাকা জরিমানা
কুমিল্লা মেডিক্যাল সেন্টার হাসপাতালকে ২ লাখ টাকা জরিমানা
ফটোকপি দোকানের কর্মচারী, জেলে, রাজমিস্ত্রি তৈরি করতো জাল টাকা
ফটোকপি দোকানের কর্মচারী, জেলে, রাজমিস্ত্রি তৈরি করতো জাল টাকা
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি