X
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

‘চার জনকে নিয়ে এসেছিলাম, তিন জন চলে গেছেন’

জাকিয়া আহমেদ
১৫ ডিসেম্বর ২০১৯, ১৮:০৩আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৯, ১৮:৪০

গুলশান আরা ‘স্বামী রাজ্জাক, দেবর আলম, ফিরোজ ভাই ও নাম না জানা একজনকে নিয়ে আমিই প্রথম হাসপাতালে আসি। কিন্তু এখন তাদের মধ্যে তিন জনই চলে গেছেন, একজন বাকি আছেন। আল্লার কাছে প্রার্থনা করি, অন্তত এই মানুষটা বেঁচে থাকুক।’ কথাগুলো বলছিলেন কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুনে নিহত রাজ্জাকের স্ত্রী গুলশান আরা। রবিবার (১৫ ডিসেম্বর) সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রের সামনে তার সঙ্গে কথা হয়।

গুলশান আরার স্বামী রাজ্জাক আজ রবিবার সকালে এই হাসপাতালে মারা গেছেন। তার সঙ্গে সকালে আরও মারা যান ২০ শতাংশ পুড়ে যাওয়া মুস্তাকিম (২২) ও আবু সাঈদ (১৮)। গুলশান আরার দেবর আলম মারা যান অগ্নিকাণ্ডের দিন রাতেই। মারা গেছেন অপরিচিত জনও। তার হাসপাতালে আনা চার জনের মধ্যে এখন বেঁচে আছেন কেবল ফিরোজ।
গুলশান আরা বলেন, ‘১৫-১৬ বছর ধরে স্বামীর সঙ্গে সংসার করছি। হাতেগোনা কয়েকদিন তার সঙ্গে আমার কথাকাটাকাটি হয়েছে। চারপাশে অশান্তি থাকলেও আমাদের পরিবারে শান্তি ছিল।’ আক্ষেপ করে তিনি বলেন, ‘অসময়ে সে চলে যাবে বলেই হয়তো আমার সংসারটা সুখের ছিল।’


হাসপাতালে আগুনে পোড়া কয়েকজন ‘কারখানার পাশেই আমাদের বাড়ি, সেদিন সন্ধ্যার দিকে বিকট শব্দ হয়। ঘর থেকে বের হয়ে দেখি চারদিকে অন্ধকার, আগুন জ্বলছে। আল্লাহর নাম নিতে নিতে কারখানার সামনে যাই। কারখানা থেকে পিঁপড়ার মতো মানুষ বের হচ্ছে। সবার শরীর পোড়া। কয়লা হয়ে গেছে। কারও কারও গায়ে কাপড়ও নেই, পুড়ে গেছে। চুল নেই, চোখের পাপড়ি নেই, ভেতর থেকে চোখ গলে বের হচ্ছে’—বলে যাচ্ছিলেন শুলশান আরা।

স্বামী হারানো এই নারী বলেন, ‘স্বামী রাজ্জাক আগে জুতার ব্যবসা করতেন। তাতে লোকসান হওয়ায় বাড়ির পাশের এই কারখানায় ৮ হাজার টাকা বেতনে চাকরি নেন তিনি। এতেও সুবিধা করে উঠতে না পারায় আগামী জানুয়ারিতে আবারও জুতার ব্যবসা শুরু করার পরিকল্পনা ছিল তার।’
তিনি বলেন, ‘স্বামীসহ চার জনকে সিএনজিতে হাসপাতালে এনেছিলাম। এদের মধ্যে এখন শুধু ফিরোজ ভাই বেঁচে আছেন। তার সুস্থতার অপেক্ষায় আছি। তাকে অন্তত ফিরিয়ে নিয়ে যেতে না পারলে নিজেকে কী দিয়ে বুঝ দেবো’
রোগীদের স্বজনরা গুলশান আরা নিজেও হৃদরোগে আক্রান্ত হয়েছেন। তাকে নিয়মিত ওষুধ খেতে হয়। তিনি বলেন, ‘ডাক্তার, আত্মীয়রা সবাই আমাকে চুপ থাকতে বলেছেন, আমি চুপ আছি। কিন্তু, মেয়েটা তো বাসায়, বাবার কলিজার টুকরা মেয়েটা বাসায় ফিরলে জিজ্ঞেস করবে বাবা কোথায়। তখন তাকে কী জবাব দেবো। কী করে সান্ত্বনা দেবো।’
এদিকে, আজ সকালেই মারা যাওয়া মুস্তাকিমের বাড়ি রাজশাহীতে। বাবা নেই, মা গৃহকর্মীর কাজ করেন। দুই বোনের বিয়ে হয়েছে। ছোট এই ছেলেটাই ছিল মায়ের অন্ধের ষষ্ঠী। মা বলেন, খবর পেয়ে আমরা ঢাকায় আসি। ছেলেটার বন্ধু বলেছে—সে সারাক্ষণ মা মা করছে। অথচ আমি এসে যখন তাকে দেখতে গেলাম তখন সে আর মা বলে ডাকলো না।
শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রের সামনে ১২ ডিসেম্বর থেকেই স্বজনদের ভিড়। তাদের দিন কাটছে ভেতর থেকে ডাক শোনার অপেক্ষায়। ডাক শুনে কেউ গিয়ে রোগীকে একবার দেখা আসছেন, আবার কেউ পাচ্ছেন মৃত্যু সংবাদ।
কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন হাসপাতালের এক কর্মচারী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘তিনদিন ধরে এখানে ক্ষণে ক্ষণে কান্নার শব্দ পাচ্ছি। এত বছর ধরে হাসপাতালে চাকরি করছি, কিন্তু এমন দিন আর আসেনি। নিজেদের চোখ এভাবে আর ভেজেনি।’
শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে এখন চিকিৎসাধীন আছেন ছয় জন, আর ঢামেক বার্ন ইউনিটে আছেন আট জন। তবে ঢামেক হাসপাতালে যারা আছেন তাদের অবস্থা তুলনামূলক ভালো বলে জানিয়েছেন ডা. সামন্ত লাল সেন।
প্রসঙ্গত, গত ১১ ডিসেম্বর সন্ধ্যার দিকে কেরানীগঞ্জের চুনকুটিয়ার প্রাইম পেট অ্যান্ড প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় তাৎক্ষণিকভাবে একজন নিহত এবং অন্তত ৩০ জন আহত হন। পরে হাসপাতালে মারা যান আরও ১৬ জন।

/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
লেবাননে এক হিজবুল্লাহ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের
লেবাননে এক হিজবুল্লাহ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের
মুজিবনগর দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী
মুজিবনগর দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী
আইইউবিতে অনুষ্ঠিত হলো জলবায়ু বিজ্ঞানী সালিমুল হক স্মারক বক্তৃতা
আইইউবিতে অনুষ্ঠিত হলো জলবায়ু বিজ্ঞানী সালিমুল হক স্মারক বক্তৃতা
আগামী সপ্তাহে থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী
আগামী সপ্তাহে থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ডাবের পানি খাওয়ার ১৫ উপকারিতা
ডাবের পানি খাওয়ার ১৫ উপকারিতা
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
প্রকৃতির লীলাভূমি সিলেটে পর্যটকদের ভিড়
প্রকৃতির লীলাভূমি সিলেটে পর্যটকদের ভিড়
চুরি ও ভেজাল প্রতিরোধে ট্যাংক লরিতে নতুন ব্যবস্থা আসছে
চুরি ও ভেজাল প্রতিরোধে ট্যাংক লরিতে নতুন ব্যবস্থা আসছে