X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বিজয় শোভাযাত্রা ও সাইকেল র‍্যালি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ ডিসেম্বর ২০১৯, ১৭:৫৫আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৯, ১৮:০০

সম্মিলিত সাংস্কৃতিক জোটের বিজয় শোভাযাত্রা  অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিজয় শোভাযাত্রা করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট। এছাড়া, বাংলাদেশ সাইকেল লেন বাস্তবায়ন পরিষদের উদ্যোগে সাইকেল স্টান্ট ও র‍্যালি অনুষ্ঠিত হয়। বিজয় দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজনগুলো অনুষ্ঠিত হয়।

‘বিজয়ের অঙ্গীকার সাংস্কৃতিক অধিকার’ স্লোগান নিয়ে বিজয় শোভাযাত্রা করে সম্মিলিত সাংস্কৃতিক জোট। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শোভাযাত্রার উদ্বোধন করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শোভাযাত্রাটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এসে শেষ হয়। শোভাযাত্রায় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক হাসান আরিফ, বিজয় উৎসব উদযাপন পরিষদের যুগ্ম-আহ্বায়ক ঝুনা চৌধুরী, কেন্দ্রীয় শহীদ মিনারের কর্মসূচির আহ্বায়ক মানজারুল ইসলাম চৌধুরী সুইট প্রমুখ।

শোভাযাত্রার উদ্বোধনকালে রামেন্দু মজুমদার বলেন, ‘বিজয়ের ৪৮ বছর পর আমরা মানবিক, অসাম্প্রদায়িক বাংলাদেশ চাই। আমাদের সাংস্কৃতিক গৌরব ও উত্তরাধিকার আছে। সেটা বহন করে সামনের দিকে এগিয়ে যেতে চাই।’

হাসান আরিফ বলেন, ‘মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত সংবিধানে আমাদের অধিকার দেওয়া হয়েছে গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও জাতীয়তাবাদের। আমরা সংস্কৃতিকর্মীরা মনে করি, এর মধ্যেই খুঁজতে হবে সাংস্কৃতিক অধিকার। সেই অধিকার যদি নিশ্চিত হয়, তা হবে ষোলো কোটি মানুষের। ষোলো কোটি মানুষকে বঞ্চিত করে এদেশ কখনোই এগিয়ে যেতে পারবে না।’

সাইকেল স্টান্ট এরপর সকাল ১১টার কিছু পরে বাংলাদেশ সাইকেল লেন বাস্তবায়ন পরিষদের উদ্যোগে ‘হাজারো মানুষের কণ্ঠে গেয়ে ওঠো বিজয়ের গান, আমার সোনার বাংলাদেশ, সবার চাইতে বেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের সাইক্লিস্টদের নিয়ে সাইকেল স্টান্ট ও র‍্যালি অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আখতারুজ্জামান। তিনি বলেন, ‘বিজয় দিবস উদযাপনে সাইকেল র‍্যালি একটি নতুন সংযোজন। মানুষ বিভিন্নভাবে বিজয় উৎসব করে থাকে। নানাভাবে আমরা আমাদের মহান বিজয় দিবস উদযাপন করবো। কিন্তু এই উদযাপনের মাঝেই আমরা প্রত্যয় ব্যক্ত করবো, আমরা যেন জাতির জনকের স্বপ্ন বাস্তবায়ন করতে পারি এবং একই সঙ্গে আমাদের মহান মুক্তিযুদ্ধে যে মূল্যবোধ ছিল, সেটি বজায় রাখতে পারি। কোনও অপশক্তি যেন মূল্যবোধের ওপর আঘাত হানতে না পারে।’

বিশেষ অতিথি ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ূন কবীর বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনা ও লক্ষ্যকে ধরে রাখার জন্য বিজয় উদযাপনে এই সাইকেল র‍্যালি। সাইকেল আমাদের পরিবেশ রক্ষায় অনেক ভূমিকা রাখতে পারে। ঢাকা সিটি করপোরেশন পরিবেশ রক্ষায় সাইকেলের জন্য আলাদা লেন করার উদ্যোগ নেবে আমি এই আশা করি।’

এ সময় আরও উপস্থিত ছিলেন,   পরিষদের সভাপতি আমিনুল ইসলাম টুব্বুস, সাধারণ সম্পাদক আরিফ আহম্মেদ, সমন্বয়ক আফ্রিদি আশরাফ প্রমুখ।

 

/এসও/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি: প্রধানমন্ত্রী
খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি: প্রধানমন্ত্রী
মননের প্রথম আইএম নর্ম, হাতছানি জিএম নর্মের
মননের প্রথম আইএম নর্ম, হাতছানি জিএম নর্মের
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনার হুমকি আব্বাসের
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনার হুমকি আব্বাসের
টি-টোয়েন্টির পাওয়ার প্লেতে ১২৫ রান করে হায়দরাবাদের বিশ্ব রেকর্ড!
টি-টোয়েন্টির পাওয়ার প্লেতে ১২৫ রান করে হায়দরাবাদের বিশ্ব রেকর্ড!
সর্বাধিক পঠিত
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
সোনার দাম কমেছে, আজ থেকেই কার্যকর
সোনার দাম কমেছে, আজ থেকেই কার্যকর
দেশের ৯ অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি, পারদ উঠতে পারে আরও
দেশের ৯ অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি, পারদ উঠতে পারে আরও