X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

কারাবন্দিদের মানবপতাকা

আমানুর রহমান রনি
১৬ ডিসেম্বর ২০১৯, ২০:৩৪আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৯, ২৩:০৩

কেন্দ্রীয় কারাগারের বিশাল মাঠে মানবপতাকা প্রদর্শন

বিজয় দিবস উপলক্ষে দেশের সব কারাগারে অনুষ্ঠান এবং বন্দিদের জন্য বিশেষ খাবারের আয়োজন করেছে বাংলাদেশ কারা অধিদফতর। সবচেয়ে বড় আয়োজন হয়েছে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে। এই কারাগারের বিশাল মাঠে মানবপতাকা প্রদর্শন করেন বন্দিরা। কারা কর্তৃপক্ষ ও বন্দিরা মিলে এখানে একসঙ্গে বিজয় দিবস উদযাপন করেছেন। সোমবার (১৬ ডিসেম্বর) কারাগারের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে। 

বিজয়ের ৪৮তম বার্ষিকী পালনে সরকারি-বেসরকারি পর্যায়ে ব্যাপক কর্মসূচির অংশ হিসেবে কারা অধিদফতর এই আয়োজন করেছে।

এদিন ভোরে জাতীয় সংগীতের মধ্য দিয়ে জাতীয় পতাকা এবং কারা অধিদফতরের পতাকা উত্তোলন করা হয় কারাগারে। এ সময় বন্দি ও কারারক্ষীরা সমস্বরে জাতীয় সংগীত পরিবেশন করেন। যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করেন তারা। বিজয় উল্লাসে আনন্দে উদ্বেলিত হন বন্দিরা।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল কবির চৌধুরী বলেন, ‘ঢাকা কেন্দ্রীয় কারাগারে প্রতিবছরের মতো এবারও বিজয় দিবস উদযাপন করা হয়েছে। কারারক্ষী ও বন্দিরা সকালে জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করেন। এরপর দিনব্যাপী বিভিন্ন আয়োজন ছিল। বন্দিদের জন্য বিশেষ খাবার আয়োজন করা হয়েছে। স্বজনদের পাঠানো খাবারও তাদের দেওয়া হয়েছে।’

কারাবন্দিদের মানবপতাকা কেরানীগঞ্জে দেশের কেন্দ্রীয় কারাগারে বর্তমানে প্রায় দশ হাজার বন্দি রয়েছেন। তাদের সবাইকে নিয়ে অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। এই কারাগারের জেলার মোহাম্মদ মাহাবুবুল ইসলাম জানান, কারাবন্দি মুক্তিযোদ্ধা বন্দিদের সমন্বয়ে জাতীয়সংগীত পরিবেশনা, পতাকা উত্তোলন এবং মানবপতাকা প্রদর্শন করা হয়। কারাবন্দি মুক্তিযোদ্ধারা ছিলেন এই আয়োজনের কেন্দ্রবিন্দু। বন্দিদের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।

বিজয়ের এই দিনে বন্দিদের জন্য বিশেষ খাবারের আয়োজন করে কারা কর্তৃপক্ষ। সকালে বন্দিদের পায়েস, মুড়ি ও মিষ্টি দেওয়া হয়। দুপুরে পোলাও, গরু ও মুরগির মাংস, সালাদ দেওয়া হয়। এছাড়াও বন্দিদের স্বজনদের ঘরে তৈরি করা বিশেষ খাবারও তাদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। আগামীকালও (মঙ্গলবার) স্বজনরা বন্দিদের জন্য ঘরে তৈরি খাবার দিতে পারবেন বলে জানিয়েছেন কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার।

কাশিমপুর হাইসিকিউরিটি ও জেলা কারাগারেও বিজয় দিবস উদযাপন করা হয়েছে। হাইসিকিউরিটি কারাগারের জেলার বিকাশ রায়হান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিজয় দিবস উপলক্ষে আমরা কারাগারে বন্দিদের নিয়ে ১৫ ওভারের একটি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছিলাম। বন্দিরা স্বতঃস্ফূর্তভাবে সেখানে দলের হয়ে অংশ নিয়েছেন। তাদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা ছিল।’

এছাড়াও দেশের জেলা ও বিভাগীয় কারাগারেও ছিল বিশেষ আয়োজন।

/এআরআর/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রীতি উরাংয়ের অস্বাভাবিক মৃত্যু: ‘অপরাধ আড়ালের চেষ্টা হচ্ছে’
প্রীতি উরাংয়ের অস্বাভাবিক মৃত্যু: ‘অপরাধ আড়ালের চেষ্টা হচ্ছে’
মিয়ানমারে ফেরত পাঠানো হলো সেনাসহ ২৮৮ বিজিপি সদস্যকে
মিয়ানমারে ফেরত পাঠানো হলো সেনাসহ ২৮৮ বিজিপি সদস্যকে
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তা আইনে বাইডেনের সই
ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তা আইনে বাইডেনের সই
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা