X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

বিজয় দিবস উদযাপন করছে উর্দুভাষীরাও

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ ডিসেম্বর ২০১৯, ২২:১০আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৯, ২৩:১৪

জাতীয় স্মৃতিসৌধে জাতির বীর সন্তানদের শ্রদ্ধা নিবেদন করছে উর্দুভাষী যুব-ছাত্র আন্দোলন সারাদেশে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে মহান বিজয় দিবস। নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি পালন করছে দেশের বিভিন্ন ক্যাম্পে বসবাসরত উর্দুভাষীরাও। জাতীয় স্মৃতিসৌধে জাতির বীর সন্তানদের শ্রদ্ধা নিবেদন করেছে উর্দুভাষী যুব-ছাত্র আন্দোলন। চট্টগ্রাম ও সৈয়দপুরেও বিজয় র‌্যালি এবং শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করেছে উর্দুভাষীরা। সোমবার (১৬ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় উর্দুভাষী যুব-ছাত্র আন্দোলন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর মিরপুর ও মোহাম্মদপুরের বিভিন্ন ক্যাম্পে বাংলাদেশের পতাকা দিয়ে ক্যাম্প সাজানো হয়েছে। লাল-সবুজ বাতি ও জাতীয় পতাকা দিয়ে উর্দুভাষীদের বিভিন্ন সংগঠনের কার্যালয় সাজানো হয়েছে।

উর্দুভাষীদের সংগঠন উর্দু স্পিকিং পিপলস ইয়ুথ রিহ্যাবিলিটেশন মুভমেন্টের সভাপতি মো. সাদাকাত খান ফাক্কু বলেন, ‘আমরা এ দেশে জন্ম নিয়েছি, তাই এ দেশের মাটিকে নিজের মা মনে করি। প্রতিবছর ছোট পরিসরে করলেও এ বছর বড় আয়োজনে দেশব্যাপী উর্দুভাষীদের উদ্যোগে বিজয় দিবস পালিত হচ্ছে। আমাদের ছাত্র সংগঠন “উর্দুভাষী যুব-ছাত্র আন্দোলন” আজ সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে জাতীর বীর সন্তানদের শ্রদ্ধা নিবেদন করেছে। ইউএসপিওয়াইআরএম চট্টগ্রাম জোনাল কমিটি বিজয় র‌্যালি করেছে। র‌্যালি শেষে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে সংগঠনটির চট্টগ্রাম জেলা কমিটি। আগামী ২২ ডিসেম্বর আমরা মিরপুরে বিজয় র‌্যালি ও সমাবেশ করবো।’

বিজয় দিবস উদযাপন করছে উর্দুভাষীরাও রাজধানীর মোহাম্মদপুরের মহাজির রিহ্যাবিলিটেশন অ্যান্ড ডেভেলপমেন্ট মুভমেন্টের সভাপতি ওয়াসি আলম বশির বলেন, ‘আমাদের সংগঠন নতুন হলেও ব্যক্তিগত উদ্যোগে প্রতিবছর বিজয় দিবস উপলক্ষে কর্মসূচি দেওয়া হয়। তবে এবার আমাদের সংগঠনের কার্যালয়ে ১৬ ডিসেম্বর সন্ধ্যায় বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।’

রাজধানী ও চট্টগ্রামের ক্যাম্পগুলোর মতো সৈয়দপুরেও বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে বিজয় দিবস উদযাপিত হয়েছে। সকালে সৈয়দপুরে উর্দুভাষী ক্যাম্প উন্নয়ন কমিটির উদ্যোগে বিজয় র‌্যালির আয়োজন করা হয়। সংগঠনটির সভাপতি মাজিদ ইকবাল জানান, প্রতি বছরই এখানে বিজয় দিবস পালন করা হয়।

/সিএ/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জাকার্তায় সোনা জিতে বাংলাদেশ পুলিশের ভানরুমের চমক
জাকার্তায় সোনা জিতে বাংলাদেশ পুলিশের ভানরুমের চমক
রাব্বির ব্যাটে শাইনপুকুরকে হারালো শেখ জামাল
রাব্বির ব্যাটে শাইনপুকুরকে হারালো শেখ জামাল
সমবায় সমিতির নামে কোটি টাকার দুর্নীতি: দুদকের অনুসন্ধান শুরু
সমবায় সমিতির নামে কোটি টাকার দুর্নীতি: দুদকের অনুসন্ধান শুরু
পার্বত্য অঞ্চলে অদৃশ্য শক্তি বলে কোনও কথা নেই: পার্বত্য প্রতিমন্ত্রী
পার্বত্য অঞ্চলে অদৃশ্য শক্তি বলে কোনও কথা নেই: পার্বত্য প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা