X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

স্যার আবেদকে শেষ শ্রদ্ধা জানাতে প্রস্তুত আর্মি স্টেডিয়াম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ ডিসেম্বর ২০১৯, ০৯:৪৭আপডেট : ২২ ডিসেম্বর ২০১৯, ১০:৪০

আর্মি স্টেডিয়ামে স্যার ফজলে হাসান আবেদের প্রতি শেষ শ্রদ্ধা জানানো ব্যবস্থা করা হয়েছে কুয়াশাচ্ছন্ন সকালে আর্মি স্টেডিয়ামে শোকের ছায়া। এখানেই শেষ শ্রদ্ধা জানানোর ব্যবস্থা করা হয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের। স্যার ফজলে হাসান আবেদকে শ্রদ্ধা জানাতে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। মরদেহ রাখার জন্য তৈরি করা হয়েছে একটি স্টেজ। সেখানে রাখা হবে তার মরদেহ। রবিবার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে শ্রদ্ধা জানানোর জন্য শুরু হবে আনুষ্ঠানিকতা। সকাল ১০টা ২০ মিনিটে মরদেহ আনা হয় স্টেডিয়ামে।

মরদেহবাহী গাড়ি

ব্র্যাকের পক্ষ থেকে জানানো হয়েছে, শ্রদ্ধা জানানোর পর দুপুর সাড়ে ১২টায় আর্মি স্টেডিয়ামেই হবে তার নামাজে জানাজা। এরপর বিকালে ফজলে হাসান আবেদকে দাফন করা হবে বনানী কবরস্থানে। 

সরেজমিন দেখা গেছে, সর্বসাধারণের শ্রদ্ধা জানাতে তৈরি করা হয়েছে আলাদা ওয়াকওয়ে। এছাড়া পুরো মাঠ জুড়ে আছে নিরাপত্তা কর্মী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। দু’টি গেট দিয়ে সাধারণ মানুষ প্রবেশ করতে পারবেন। সকাল থেকে স্টেডিয়ামের সামনে অনেককেই লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে দেখা গেছে।

আর্মি স্টেডিয়ামে স্যার ফজলে হাসান আবেদের প্রতি শেষ শ্রদ্ধা জানানো ব্যবস্থা করা হয়েছে ব্র্যাকের পক্ষ থেকে জানানো হয়েছে, সকাল ৯ টায় সর্বসাধারণের জন্য গেট খুলে দেওয়া হয়েছে। একে একে মাঠে প্রবেশ করছেন সবাই। 

এদিকে, স্যার ফজলে হাসান আবেদকে শেষ শ্রদ্ধা জানাবে বাংলাদেশ আওয়ামী লীগ। দুপুর সোয়া ১২ টায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলের পক্ষে শ্রদ্ধা নিবেদন করবেন বলে জানিয়েছেন দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া।

ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও ইমেরিটাস চেয়ার স্যার ফজলে হাসান আবেদ শুক্রবার রাত ৮টা ২৮ মিনিটে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধী অবস্থায় মারা যান। দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ ছিলেন। ২৮ নভেম্বর তিনি হাসপাতালে ভর্তি হন। সেখানেই তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।

আর্মি স্টেডিয়ামে স্যার ফজলে হাসান আবেদের প্রতি শেষ শ্রদ্ধা জানানো ব্যবস্থা করা হয়েছে

ফজলে হাসান আবেদ ১৯৩৬ সালের ২৭ এপ্রিল বাংলাদেশের হবিগঞ্জ জেলার বানিয়াচং গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি পাবনা জিলা স্কুল থেকে ম্যাট্রিকুলেশন এবং ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন। এরপর তিনি ব্রিটেনের গ্লাসগো বিশ্ববিদ্যালয়ে নেভাল আর্কিটেকচারে ভর্তি হয়েছিলেন। সেটা বাদ দিয়ে তিনি লন্ডনের চার্টার্ড ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যাকাউনট্যান্টসে ভর্তি হন। ১৯৬২ সালে তিনি তার প্রফেশনাল কোর্স সম্পন্ন করেন। ১৯৮০ সালে র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার, ২০১১ সালে ওয়াইজ প্রাইজ অব এডুকেশন, ২০১৪ সালে লিও টলস্টয় ইন্টারন্যাশনাল গোল্ড মেডেল, স্প্যানিশ অর্ডার অব সিভিল ম্যারিট, ২০১৫ সালে বিশ্ব খাদ্য কর্মসূচি পুরস্কার অর্জন করেন। সর্বশেষ চলতি বছর তিনি সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে সাউথ এশিয়ান ডায়াসপোরা অ্যাওয়ার্ড, শিক্ষায় ভূমিকা রাখায় ইয়াডান পুরস্কারের জন্য মনোনীত হন। ১৯৭২ সালে ব্র্যাক প্রতিষ্ঠা করার পর তা বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় বেসরকারি উন্নয়ন সংস্থায় পরিণত হয়েছে।

ছবি: সাজ্জাদ হোসেন

 

/এসও/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধ কোনও সমাধান আনতে পারে না: প্রধানমন্ত্রী
যুদ্ধ কোনও সমাধান আনতে পারে না: প্রধানমন্ত্রী
শপথ নিলেন আপিল বিভাগের নতুন তিন বিচারপতি
শপথ নিলেন আপিল বিভাগের নতুন তিন বিচারপতি
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
সারা দেশে আরও ৭২ ঘণ্টার ‘হিট অ্যালার্ট’ জারি
সারা দেশে আরও ৭২ ঘণ্টার ‘হিট অ্যালার্ট’ জারি
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি