X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

ভিপি নুরের ওপর হামলার ‘পলাতক’ আসামি বুলবুল ফেসবুকে সক্রিয়

ঢাবি প্রতিনিধি
২৬ ডিসেম্বর ২০১৯, ০১:২২আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৯, ০১:৩৬

ভিপি নুরের ওপর হামলার ‘পলাতক’ আসামি বুলবুল ফেসবুকে সক্রিয়

 

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর ভিপি নুরুল হক নুর ও তার সহযোগীদের ওপর হামলার ঘটনায় মামলার ‘পলাতক’ আসামি মুক্তিযুদ্ধ মঞ্চের সদ্য সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ফেসবুকে সক্রিয় রয়েছেন। বুধবার (২৫ ডিসেম্বর) বিকালে তিনি নিজের টাইমলাইন থেকে একটি স্ট্যাটাসও দিয়েছেন। তাকে কয়েকবার ফোন করে সংযোগ চালু পাওয়া গেছে। তবে তিনি ফোন ধরেননি।

এদিকে বিকালে ফেসবুকে তিনি একটি স্ট্যাটাসও দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, ‘মুক্তিযুদ্ধ মঞ্চের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে এস এম জাকারিয়া ইসলামকে ভারপ্রাপ্ত সভাপতি এবং ইফতেখার আলম রিশাদকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনোনীত করা হলো।’

এর আগে, রবিবার (২২ ডিসেম্বর) ডাকসু ভবনের নিজ কক্ষে ভিপি নুরুল হক ও তার সহযোগীদের ওপর হামলার ঘটনা ঘটে। এরপর ২৩ ডিসেম্বর রাতে প্রথমে শাহবাগ থানার পুলিশ মামলা দায়ের করে। সেই মামলার এক নম্বর আসামি মুক্তিযুদ্ধ মঞ্চের তখনকার সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। পরে ২৪ ডিসেম্বর বিকালে ভিপি নুর আরেকটি মামলার আবেদন করেন, যা পুলিশের করা মামলার সঙ্গে সমন্বয় করা হবে বলে জানিয়েছিলেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসান।

তবে মামলা হওয়ার তিনদিন পরও প্রধান আসামি বুলবুলকে গ্রেফতার না করায় ক্ষোভ প্রকাশ করেছেন ডাকসুর সমাজসেবা সম্পাদক আকতার হোসেন।

তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পুলিশ নিজেই মামলা করেছে। অথচ তিন দিন অতিক্রম হলেও এখনও প্রধান অভিযুক্তদের মধ্যে বুলবুলকে গ্রেফতার করেনি। আমরা শুনেছি তিনি পলাতক রয়েছেন। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে সক্রিয় পাওয়া যাচ্ছে। এক্ষেত্রে পুলিশের ভূমিকা নিয়ে আমাদের প্রশ্ন থেকে যায়।’

এ বিষয়ে শাহবাগ থানার এসআই রইচ উদ্দীন বলেন, ‘আমাদের অভিযান অব্যাহত রয়েছে। বুলবুলের সম্পর্কে তথ্য ডিবিতে জমা দিয়েছি। তিনি যেকোনও মুহূর্তে গ্রেফতার হতে পারেন।’

 

/এএইচ/
সম্পর্কিত
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
সর্বশেষ খবর
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’