X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

‘আতিকুলকে কারণ দর্শাতে রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জানুয়ারি ২০২০, ১৯:৩৭আপডেট : ০৫ জানুয়ারি ২০২০, ২০:৪১

ঢাকা উত্তর সিটি করপোরেশনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দিতে রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম। নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপির তাবিথ আউয়ালের অভিযোগের পরিপ্রেক্ষিতে এ নির্দেশ দেওয়া হয়েছে। রবিবার (৫ জানুয়ারি) নির্বাচন ভবনে নিজ দফতরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রফিকুল ইসলাম এই তথ্য জানান।
অবশ্য ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আবুল কাশেম বলেছেন, তিনি আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে বিএনপি প্রার্থীর অভিযোগ পেয়েছেন। সংশ্লিষ্ট নির্বাহী হাকিমকে বিষয়টি দুই কার্যদিবসের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
গতকাল শনিবার বিএনপির প্রার্থী তাবিথ রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ করেন, আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ঢাকা উত্তরের গুলশান-১ এলাকার গুলশান পার্কে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে একটি নির্বাচনি মঞ্চ করেন। এ সময় মাইক ও সাউন্ড সিস্টেম ব্যবহার করে নিজের পক্ষে ভোট চান ও ভোটারদের কাছে যাওয়ার জন্য কর্মীদের দিকনির্দেশনামূলক বক্তব্য দেন, যা সিটি করপোরেশন নির্বাচনের আচরণবিধির লঙ্ঘন।
এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বলেন, তিনি রিটার্নিং কর্মকর্তাকে বলেছেন যেন অভিযুক্তকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। কেন এ ধরনের ঘটনা ঘটেছে, তা যেন জানতে চাওয়া হয়।
তিনি বলেন, নির্বাচনি আচরণবিধি যদি কেউ লঙ্ঘন করেন, তিনি যেই হোন না কেন যেন ব্যবস্থা নেওয়া হয়। তবে এখন পর্যন্ত প্রার্থী কেউ হননি। প্রার্থী হবেন যেদিন প্রতীক বরাদ্দ হবে।
আওয়ামী লীগের প্রার্থী আতিকুল একজন সংসদ সদস্যকে নিয়ে নির্বাচনি ক্যাম্প উদ্বোধন করেছেন। তিনি এটি করতে পারেন কিনা, এমন প্রশ্নের জবাবে রফিকুল ইসলাম বলেন, সংসদ সদস্যরা স্থানীয় সরকার নির্বাচনের প্রচারণায় অংশ নিতে পারেন না। এখানে কিন্তু আইনের একটা ফাঁক আছে। প্রচারণায় অংশ নিতে পারেন না, কিন্তু ক্যাম্প উদ্বোধন প্রচারের মধ্যে পড়বে কিনা, তা দেখতে হবে।
এদিকে নির্বাচনি ক্যাম্প উদ্বোধন আচরণবিধি লঙ্ঘনের মধ্যে পড়ে বলে ডিএসসিসির রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানিয়েছেন।
বিএনপি সমর্থিত প্রার্থীদের পুলিশ হয়রানি করা হচ্ছে—এমন অভিযোগের বিষয়ে রফিকুল ইসলাম বলেন, পুলিশের কাছে অনুরোধ থাকবে যেন কোনও প্রার্থী, ভোটার, রাজনৈতিক দল—কাউকেই অহেতুক হয়রানি না করা হয়। কোনও প্রার্থী যদি পরোয়ানাভুক্ত আসামি হয়, পরোয়ানা বাস্তবায়ন করতে পুলিশ বাধ্য বলেও মন্তব্য করেন তিনি।

/ইএইচএস/এএইচআই/এমওএফ/
সম্পর্কিত
মিয়ানমারের নির্বাচন নিয়ে যা বললেন জান্তা প্রধান
সেনেগালে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ চলছে
আন্তর্জাতিক পর্যবেক্ষক দলের প্রধান ম্যাককিনি‘বাংলাদেশের মতো রাশিয়ার নির্বাচনেও হস্তক্ষেপের চেষ্টা করেছে যুক্তরাষ্ট্র’
সর্বশেষ খবর
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!