X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ইতালিতে সিলেট সিটি ক্লাবের পরিচিতি সভা ও নববর্ষ উদযাপন

ইসমাইল হোসেন স্বপন, ইতালি
০৭ জানুয়ারি ২০২০, ২০:৩২আপডেট : ০৭ জানুয়ারি ২০২০, ২০:৪৭

সিলেট সিটি ক্লাবের নবগঠিত কমিটির পরিচিতি সভায় সংগঠনের নেতারা ইতালির রোমে সিলেট সিটি ক্লাবের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও ইংরেজি নববর্ষ উদযাপন হয়ে গেলো। গত ১ জানুয়ারি তরপিনাত্তারা বাংলা অধ্যুষিত এলাকার রসই রেস্টুরেন্টে এর আয়োজন করা হয়।

সমিতির সভাপতি নুরুল ইসলাম শুরুতেই নবগঠিত সিলেট সিটি ক্লাবের কর্মকর্তা ও সদস্যদের পরিচিতি তুলে ধরেন। সমিতির প্রধান আহ্বায়ক আরমান উদ্দিন স্বপন, সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক শরিফ খান সোহেল, সহ-সভাপতি হোসেন আহমেদ, কোষাধ্যক্ষ আফজাল হোসেন রায়হান, সাংগঠনিক সম্পাদক বিজয় কর, মহিলা সম্পাদিকা ইয়াসমিন বেগম, প্রচার সম্পাদক তোফাজ্জল হোসেন, ক্রীড়া সম্পাদক রাজু আহমেদের নাম ঘোষণা করা হয়।

পরিচিতি পর্বের পর সংক্ষিপ্ত আলোচনা সভায় সিলেট সিটি ক্লাবের আত্মপ্রকাশকে স্বাগত জানিয়ে ইতালির সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলোকে সহাযোগিতার আশ্বাস দেন বক্তারা। প্রবাসে সমাজসেবা ও সিলেটবাসীর ঐক্যের প্রতীক হিসেবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন আমন্ত্রিত অতিথিরা।

ইতালিতে বাংলাদেশি কমিউনিটির আরও উন্নয়নের লক্ষ্যে সংগঠনের মাধ্যমে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে সব সিলেটবাসীকে নিয়ে কাজ করার আহ্বান জানান ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক। তারা বলেন, ‘সবার সহযোগিতা পেলে আগামী দিনে শক্তিশালী একটি সংগঠন হিসেবে পরিণত হবে এই ক্লাব। ইতালিতে বসবাসকারী সিলেটবাসীসহ সব বাংলাদেশির কল্যাণে নিঃস্বার্থভাবে কাজ করে যাবো আমরা।’

জালালাবাদ অ্যাসোসিয়েশন ইতালির সম্মানিত সদস্য জায়দুল হক মুকুলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জালালাবাদ অ্যাসোসিয়েশন ইতালির সভাপতি অলি উদ্দিন শামীম। প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ফজলুর রহমান। 

বিশেষ অতিথি হিসেবে অংশ নেন জালালাবাদ কল্যাণ সংঘ বৃহত্তর সিলেটের সাবেক উপদেষ্টা রানা খান, সাবেক সিনিয়র সহ-সভাপতি এম ডি মজির উদ্দিন, সাবেক সাংগঠনিক সম্পাদক মুসলিম মিয়া, জালালাবাদ অ্যাসোসিয়েশন ইতালির সহ-সভাপতি আফজাল হোসেন, সহ-সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক ফয়ছল আহমেদ, প্রচার সম্পাদক মিনহাজ হোসেন, ক্রীড়া সম্পাদক মুন্না হোসেন, বাংলাদেশ ব্যাংকার সমিতি রোমের সাধারণ সম্পাদক আহমেদ সেলিম, সাংগঠনিক সম্পাদক শাহজাহান মাতব্বর, মার্কোনি যুবসমাজের মনির হোসেন, কবির হোসেন, বন্দুমহলের সুমন, আব্দুল হামিদসহ অনেকে।

/এনসি/জেএইচ/
সম্পর্কিত
লিবিয়ায় জিম্মি চট্টগ্রামের ৪ যুবক, পাঠানো হচ্ছে নির্যাতনের ভিডিও
কানাডায় দ্বিতীয়বার ‘ডিরেক্টরস ক্লাব অ্যাওয়ার্ড’ পেলেন মাহবুব ওসমানী
বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে ম্যানিলায় শিশু-কিশোরদের মিলনমেলা 
সর্বশেষ খবর
‘হিট ইমারজেন্সি’ জারির আহ্বান সাইফুল হকের
‘হিট ইমারজেন্সি’ জারির আহ্বান সাইফুল হকের
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
শনিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
শনিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
জলবায়ু অভিযোজনে সহায়তা দ্বিগুণের সিদ্ধান্ত বাস্তবায়নের আহ্বান পরিবেশমন্ত্রীর
জলবায়ু অভিযোজনে সহায়তা দ্বিগুণের সিদ্ধান্ত বাস্তবায়নের আহ্বান পরিবেশমন্ত্রীর
সর্বাধিক পঠিত
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়