X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

ঢাকায় সর্বোচ্চ-সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্য মাত্র ৩!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জানুয়ারি ২০২০, ২০:৩৭আপডেট : ১১ জানুয়ারি ২০২০, ২১:২৪

ছবি: সাজ্জাদ হোসেন রাজধানী ঢাকায় শনিবার (১১ জানুয়ারি) সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ১ এবং সর্বোচ্চ ১৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার মধ্যে পার্থক্য ছিল মাত্র ৩ ডিগ্রি সেলসিয়াস। এই পার্থক্য কমে যাওয়ার কারণেই দেশের অন্য জেলার তুলনায় নগরবাসী শীতের অনুভূতি বেশি পাচ্ছে। সঙ্গে যুক্ত হয়েছে উত্তর পশ্চিমের বাতাস, যা ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বইছে। আবহাওয়া অধিদফতর সূত্রে এই তথ্য জানা গেছে।

সর্বনিম্ন তাপমাত্রা গত সপ্তাহের ‍তুলনায় গড়ে বেশি। কিন্তু তারপরও ঠাণ্ডা বাতাসে কাঁপছে নগরবাসী। গত সপ্তাহে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ ডিগ্রি সেলসিয়াস।

এ বিষয়ে জানতে চাইলে আবহাওয়াবিদ আরিফ হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ঢাকার সর্বোচ্চ আর সর্বনিম্ন তাপমাত্রা খুব কাছাকাছি। দুইটাই ১৫ ডিগ্রির কাছাকাছি। এই কারণেই শীতের প্রকোপ বেশি। দেখা গেছে সর্বনিম্ন তাপমাত্রা ১০ হলে আর সর্বোচ্চ তাপমাত্রা যদি ২৬ বা ২৭ হয় তাহলে শীত তেমন লাগে না।’

তিনি আরও জানান, শনিবার দিবাগত রাতে গড়ে দেশের সব অঞ্চলেই তাপমাত্রা আরও কিছুটা কমবে। দিনের বেলা আবার কিছুটা বাড়বে। আগামী ১২, ১৩ এবং ১৪ জানুয়ারি পর্যন্ত তাপমাত্রা এমনই থাকবে। এরপর তাপমাত্রা কিছুটা বাড়বে।

এদিকে দেশের অন্য এলাকার মধ্যে ময়মনসিংহে আজ সর্বোচ্চ তাপমাত্র ২২ দশমিক ৩ এবং সর্বনিম্ন ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, চট্টগ্রামে সর্বোচ্চ ২২ দশমিক ২ এবং সর্বনিম্ন ১৬, সিলেটে সর্বোচ্চ ২২ দশমিক ৮ এবং সর্বনিম্ন ১২ দশমিক ৮, রাজশাহীতে সর্বোচ্চ ২২ এবং সর্বনিম্ন ১০ দশমিক ৮, রংপুরে সর্বোচ্চ ২২ দশমিক ১ এবং সর্বনিম্ন ১২ দশমিক ৫, খুলনায় সর্বোচ্চ ২১ দশমিক ৫ এবং সর্বনিম্ন ১৩, বরিশালে সর্বোচ্চ ২২ এবং সর্বনিম্ন ১৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

এদিকে আবহাওয়ার সর্বশেষ পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। রাতের তাপমাত্রা কমবে, দিনের তাপমাত্রা বাড়বে।

/এসএনএস/এনএস/
সম্পর্কিত
ওঠানামা করছে মুরগির দাম, বাড়ছে সবজির
শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে
ঢাকা শিশু হাসপাতালে আগুন
সর্বশেষ খবর
ব্যয়বহুল প্রযুক্তি আর ক্ষতিকর জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধের এখনই সময়
এনার্জি মাস্টার প্ল্যান সংশোধনের দাবিব্যয়বহুল প্রযুক্তি আর ক্ষতিকর জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধের এখনই সময়
গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়িয়েছে
গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়িয়েছে
তিন লাল কার্ডের ম্যাচ নিয়ে কে কী বললেন!
তিন লাল কার্ডের ম্যাচ নিয়ে কে কী বললেন!
প্রথম ধাপে ভোটের হার ৬০ শতাংশ, সর্বোচ্চ পশ্চিমবঙ্গে
লোকসভা নির্বাচনপ্রথম ধাপে ভোটের হার ৬০ শতাংশ, সর্বোচ্চ পশ্চিমবঙ্গে
সর্বাধিক পঠিত
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া