X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

আবারও ইউও নোট মাহবুব তালুকদারের, এমপিদের নির্বাচনি কার্যক্রমে পরিপত্র দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জানুয়ারি ২০২০, ১৬:২১আপডেট : ১৩ জানুয়ারি ২০২০, ১৭:১৫

নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে সংসদ সদস্যদের নির্বাচনি কার্যক্রমে অংশগ্রহণের বিষয়ে আবারও আন-অফিসিয়াল (ইউও) নোট দিয়েছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। প্রধান নির্বাচন কমিশনার ও দুই সিটির রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠানো নতুন এ ইউও নোটে তার উদ্বেগ ঘনীভূত হয়েছে বলে জানিয়েছেন। সংসদ সদস্যদের প্রচারণা নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে বলেও উল্লেখ করেন নোটে। তিনি নির্বাচন কমিশনের সুস্পষ্ট নির্দেশনাসহ পরিপত্র জারির কথা বলেছেন। তা না হলে এ বিভ্রান্তি সিটি করপোরেশন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবে বলেও মন্তব্য করেন।
এর আগে, গত ৯ জানুয়ারির ইউও নোটের প্রসঙ্গ উল্লেখ করে নতুন ইউও নোটে মাহবুব তালুকদার বলেন, ‘সিটি করপোরেশন নির্বাচনে নির্বাচনি প্রচারণা ও কার্যক্রমে সংসদ সদস্যদের অংশগ্রহণ নিয়ে আমি উদ্বেগ প্রকাশ করেছিলাম। মন্ত্রী ও সংসদ সদস্যদের নির্বাচনি প্রচারণা ও নির্বাচনি কার্যক্রমে অংশগ্রহণ নিয়ে সেই উদ্বেগ বর্তমানে আরও ঘনীভূত হয়েছে। কারণ গত কয়েক দিনে বিধিমালা নিয়ে নানা প্রকার বিভ্রান্তি লক্ষ করা যাচ্ছে।’
তিনি বলেন, ‘বিদ্যমান আচরণবিধি অনুযায়ী, নির্বাচন সম্পর্কিত যেকোনও কমিটিতে মন্ত্রী ও সংসদ সদস্যদের অংশগ্রহণের সুযোগ নেই। এই নির্বাচনি কার্যক্রম ঘরে বা বাইরে যেকোনও স্থানে হতে পারে। এ বিষয়ে আচরণ বিধিমালা ২০১৬-এর বিধান অত্যন্ত সুস্পষ্ট। দুঃখজনক যে, বিধিমালা যারা প্রণয়ন করেছেন তারাই এখন এর বিরোধিতা করছেন।’
আচরণ বিধিমালা সম্পর্কে যাতে কোনও প্রকার বিভ্রান্তির সৃষ্টি না হয় সেজন্য ইসির পক্ষ থেকে পরিপত্র জারি করা দরকার উল্লেখ করে তিনি বলেন, ‘এ বিভ্রান্তি সিটি করপোরেশন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবে। নির্বাচনি আচরণবিধি কঠোরভাবে পরিপালন নিশ্চিত করতে না পারলে নির্বাচন কমিশন আস্থার সংকটে পড়বে যা কোনোভাবেই কাম্য নয়।’

আরও পড়ুন: সিটি নির্বাচনে এমপিদের প্রচারণার বিরোধিতা করে মাহবুব তালুকদারের নোট

/ইএইচএস/ওআর/এমএমজে/
সম্পর্কিত
উপজেলা নির্বাচনমন্ত্রী-এমপিদের প্রভাব নিয়ে উদ্বেগ ডিসি ও এসপিদের
উপজেলা নির্বাচনে নেই বেশিরভাগ রাজনৈতিক দল
মাঠ প্রশাসনকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ ইসির
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা