X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

‘জ্ঞান অর্জন শেষ কথা নয়, প্রয়োগ গুরুত্বপূর্ণ’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জানুয়ারি ২০২০, ১৮:৩২আপডেট : ১৪ জানুয়ারি ২০২০, ১৯:২৫

আব্দুর রব ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) উপাচার্য আব্দুর রব বলেছেন, ‘আমরা ঐতিহ্যগতভাবে শিক্ষা মানে ধরে নিয়েছিলাম জ্ঞান অর্জন করা। কিন্তু সম্প্রতি এই ধারণা থেকে আমরা একটু বের হয়েছি যে, জ্ঞান অর্জন শেষ কথা নয়, এর প্রয়োগ গুরুত্বপূর্ণ।’

শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের আয়োজনে ‘উচ্চশিক্ষার মান ও অ্যাকটিভ লার্নিং’ শীর্ষক বৈঠকিতে তিনি একথা বলেন। মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকালে শুরু হয় বাংলা ট্রিবিউনের সাপ্তাহিক এই আয়োজন।

অর্জিত জ্ঞান বাস্তবে প্রয়োগ প্রসঙ্গে আইইউবিএটি উপাচার্য বলেন, ‘প্রয়োগ করতে হলে জ্ঞান অর্জন করলেই শুধু হবে না, বাস্তবে চর্চা করতে হবে। এর প্রয়োগ হতে হবে কর্মক্ষেত্রে এবং জীবনের অন্যান্য ক্ষেত্রে। বিশ্ববিদ্যালয়ে, ল্যাবে কিংবা মাঠে যখন একজন শিক্ষার্থী হাতেকলমে ওই থিওরিকে প্রয়োগ করার চেষ্টা করছেন, তখন আমরা বলছি “অ্যাকটিভ লার্নিং” হচ্ছে।’

হাতেকলমে শিক্ষাকে এগিয়ে নেওয়ার প্রয়োজনীয়তা উল্লেখ করে তিনি বলেন, ‘দেশে অ্যাকটিভ লার্নিংয়ের প্রক্রিয়া শুরু হয়েছে, কিন্তু এটিকে আরও এগিয়ে নিতে হবে। অনেক বিশ্ববিদ্যালয় এই কাজটি জোরেশোরে শুরু করেছে, আবার অনেক জায়গায় এর প্রয়োগ হচ্ছে না। এ বিষয়ে আরও কাজ করার প্রয়োজন আছে।’

সাংবাদিক মুন্নী সাহার সঞ্চালনায় আজকের বৈঠকিতে আরও অংশ নেন– বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য ড. মো. সাজ্জাদ হোসেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) উপাচার্য প্রফেসর এইচএম জহিরুল হক এবং চ্যানেল আইয়ের বিশেষ প্রতিনিধি মোস্তফা মল্লিক।         

রাজধানীর পান্থপথে বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে এ বৈঠকি সরাসরি সম্প্রচার করে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজে লাইভ দেখা গেছে এ আয়োজন।

ইউল্যাবের সহযোগিতায় বৈঠকিটি অনুষ্ঠিত হয়।

 

/এসও/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অডিও ফাঁস, নারীর কাছে ডিবি পুলিশ সদস্যের ‘হেরোইন বিক্রি’
অডিও ফাঁস, নারীর কাছে ডিবি পুলিশ সদস্যের ‘হেরোইন বিক্রি’
উপজেলা নির্বাচনে নেই বেশিরভাগ রাজনৈতিক দল
উপজেলা নির্বাচনে নেই বেশিরভাগ রাজনৈতিক দল
মিরপুরে ‘হারল্যান স্টোর’-এর উদ্বোধন করেন নুসরাত ফারিয়া, পণ্য কিনে হতে পারেন লাখপতি
মিরপুরে ‘হারল্যান স্টোর’-এর উদ্বোধন করেন নুসরাত ফারিয়া, পণ্য কিনে হতে পারেন লাখপতি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা