X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

‘হাতেকলমে শিক্ষায় আমরা অনেক পিছিয়ে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জানুয়ারি ২০২০, ২১:১১আপডেট : ১৪ জানুয়ারি ২০২০, ২১:১৪

মোস্তফা মল্লিক কারিগরি ও হাতেকলমে শিক্ষায় আমরা অনেক পিছিয়ে আছি বলে মন্তব্য করেছেন বেসরকারি টেলিভিশন চ্যানেল আইয়ের বিশেষ প্রতিনিধি মোস্তফা মল্লিক। তিনি বলেন, ‘অ্যাকটিভ লার্নিংয়ের ব্যাপারে আমার অভিজ্ঞতা সুখকর নয়। চীনে ভিডিও এডিটিং নিয়ে আলাদা ইউনিভার্সিটি আছে। অথচ আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে এ বিষয়ে কোনও বড় অধ্যায়ও নেই।’

শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের আয়োজনে ‘উচ্চশিক্ষার মান ও অ্যাকটিভ লার্নিং’ শীর্ষক বৈঠকিতে তিনি একথা বলেন। মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকালে শুরু হয় বাংলা ট্রিবিউনের সাপ্তাহিক এই আয়োজন।

হাতেকলমে শিক্ষায় পিছিয়ে থাকা প্রসঙ্গে তিনি বলেন, ‘যদিও বলা হচ্ছে আমরা তরতর করে এগিয়ে যাচ্ছি, পৃথিবীর সবচেয়ে দরিদ্র দেশও কি পিছিয়ে যাচ্ছে? নিশ্চয়ই না। তার মানে যুগের সঙ্গে পাল্লা দিয়ে পৃথিবীর কোনও দেশের পিছিয়ে যাওয়ার সুযোগ নেই।   এখন হাতেকলমে শিক্ষা নিয়ে কিছু কাজ শুরু হয়েছে। যেমন টেক্সটাইল বিশ্ববিদ্যালয় করা হয়েছে। এটি একটি বড় উদ্যোগ। তাদের ল্যাব ইদানীং আধুনিক হয়েছে। কিন্তু তাদের একাধিক ব্যাচ বেরিয়ে কর্মক্ষেত্রে গিয়ে দেখেছে তাদের ল্যাবের মেশিনের সঙ্গে কর্মক্ষেত্রের মেশিনের মিল নেই। তার মানে এখানে আমরা পিছিয়েই ছিলাম।’

এ বিষয়ে তিনি আরও বলেন, ‘কর্মক্ষেত্রে গিয়ে একটি শব্দের সঙ্গে পরিচয় হওয়া একজন পড়ুয়া সদ্য পাস করা শিক্ষার্থীর জন্য বিব্রতকর। এই সরকারের আরেকটি উল্লেখযোগ্য উদ্যোগ হচ্ছে মাধ্যমিক পর্যায়ে আইসিটি অন্তর্ভুক্ত করা। এখন আমাদের প্রায় ৩২ হাজার ল্যাব হয়ে গেছে। এর মধ্যে সাত-আটটি ব্যাচ ল্যাবে কী কী জিনিসপত্র থাকতে হয়ে তা না জেনেই বেরিয়ে গেছে। আরেকটি বিষয় হচ্ছে, উচ্চ শিক্ষার বিষয়গুলো। এখন টেলিভিশন চ্যানেল অনেক কিন্তু জার্নালিজম বলতে আমরা শুধু রিপোর্টারকেই বুঝি। ক্যামেরাপারসনরা চাইলেই আলাদা বিষয় নিয়ে পড়তে পারেন না।’

সাংবাদিক মুন্নী সাহার সঞ্চালনায় আজকের বৈঠকিতে আরও অংশ নেন– বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য ড. মো. সাজ্জাদ হোসেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) উপাচার্য প্রফেসর এইচএম জহিরুল হক এবং ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউব্যাট) উপাচার্য আব্দুর রব।        

রাজধানীর পান্থপথে বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে এ বৈঠকি সরাসরি সম্প্রচার করে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজে লাইভ দেখা গেছে এ আয়োজন।

ইউল্যাবের সহযোগিতায় বৈঠকিটি অনুষ্ঠিত হচ্ছে।

 

/এসও/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা