X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

পুলিশের ওপর বোমা হামলা: দলনেতাসহ গ্রেফতার ২

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জানুয়ারি ২০২০, ১৩:৩০আপডেট : ২০ জানুয়ারি ২০২০, ১৩:৪৯

গ্রেফতার দুই জঙ্গি গত বছর রাজধানীর গুলিস্তান, মালিবাগ, সায়েন্সল্যাব, খামারবাড়িসহ পাঁচটি জায়গায় পুলিশের ওপর বোমা হামলার ঘটনায় নব্য জেএমবির আরও দুই জঙ্গিকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। তারা হলো, জামাল উদ্দিন রফিক (২৬) ও আনোয়ার হোসেন (২৫)।

রবিবার (১৯ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে শনি আখড়া থেকে ওই দু’জনকে গ্রেফতার করা হয় বলে জানান ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার মাসুদুর রহমান।

ডিএমপি মিডিয়া সেন্টারে সিটিটিসির প্রধান মনিরুল ইসলাম বলেন, গত বছর পাঁচটি হামলার ঘটনায় চার জনকে গ্রেফতার করা হয়। তারা হলেন, মেহেদী হাসান তামিম, ফরিদ উদ্দিন রুমি, আব্দুল্লাহ আজমীর ও মিশুক খান। এদের মধ্যে তিন জন আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। তারা জানায় এই গ্রুপটির দলনেতা জামাল উদ্দিন রফিক।

জামাল কুয়েট  থেকে পড়াশোনা করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, পাঁচটি ঘটনায় চারটিতে জামাল উপস্থিত ছিল।ইঞ্জিনিয়ার জামাল কিছুদিন ‘আউট সোর্সিং’ এর চাকরি করতো এবং জমানো টাকা দিয়েই এই সন্ত্রাসী কার্যক্রম চালাতো।

মনিরুল বলেন, জামাল প্রথমে আনসার আল  ইসলামের সঙ্গে জড়িত ছিল এবং পরে নব্য জেএমবিতে জড়ায়।জামাল তার ভাই ফরিদ উদ্দিন রুমিকে ও  কুয়েটের আরও দুই বন্ধুকে এই সংগঠনে জড়ায়।

তিনি বলেন, জামাল, রুমি, আব্দুল্লাহ ও আনোয়ার কালো পোশাক পরে, খেলনা অস্ত্র, বোমাসহ সুইসাইডাল ভেস্ট পরে বিভিন্ন উগ্রবাদী কথাবার্তা সম্বলিত একটি ভিডিও ক্লিপ অনলাইনে প্রচার করেছিল।গত বছরের ২৩ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের তক্কার মোড়ে রফিকের বোমা তৈরির কারখানায় অভিযান চালিয়ে তাজা বোমাসহ বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করা হয়েছিল।

পুলিশের মনোবল ভেঙে দেওয়ার জন্যই এই হামলাগুলো চালানো হয়েছিল বলে জিজ্ঞাসাবাদে জানায়।

মনিরুল ইসলাম বলেন, এই চক্রের ছয় জনকেই গ্রেফতার করা হয়েছে। এই দু’জনকে আগের করা মামলায় গ্রেফতার  দেখিয়ে আদালতে পাঠানো হবে।

 

 

/এআরআর/ এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রগতি ইন্ডাস্ট্রিজের সাবেক এমডিসহ ৯ জনের বিরুদ্ধে দুদকের মামলা
প্রগতি ইন্ডাস্ট্রিজের সাবেক এমডিসহ ৯ জনের বিরুদ্ধে দুদকের মামলা
বঙ্গোপসাগরে ডুবলো জাহাজ, ভাসছেন ১২ নাবিক
বঙ্গোপসাগরে ডুবলো জাহাজ, ভাসছেন ১২ নাবিক
মাঠ প্রশাসনকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ ইসির
মাঠ প্রশাসনকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ ইসির
ভারতের একটি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ৬
ভারতের একটি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ৬
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের