X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

মুজিব সারোয়ারের প্রার্থিতা বাতিল চেয়ে ইসিতে অভিযোগ তাবিথের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জানুয়ারি ২০২০, ১৩:৪৯আপডেট : ২২ জানুয়ারি ২০২০, ১৪:২৭

ইসি সচিবের হাতে আভিযোগপত্র তুলে দেন বিএনপি নেতারা

ঢাকা উত্তর সিটি করপোরেশনে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের প্রচারে হামলায় ঘটনায় নির্বাচন কমিশনকে লিখিত অভিযোগ দিয়েছে বিএনপি। এতে উত্তর সিটির ৯ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ মনোনীত কাউন্সিলর প্রার্থী মুজিব সারোয়ার মাসুমের প্রার্থিতা বাতিলের দাবি জানান তারা।

বুধবার (২২ জানুয়ারি) সকালে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর নেতৃত্বে লিখিত অভিযোগ দেন দলটির নেতারা। এসময় উপস্থিত ছিলেন— দলের যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক শফিকুল হক মিলন। ইসি সচিব মো. আলমগীরের হাতে লিখিত অভিযোগ তুলে দেন তারা।

অভিযোগে বলা হয়, আমি (তাবিথ আউয়াল) সিটি করপোরেশন নির্বাচনি আচরণ বিধিমালা ২০১৬’ এর বিধান পালন করে নির্বাচনি প্রচারের জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ড এলাকা তথা কোটবাড়ি, বাজারপাড়া, হরিরামপুর, গোলারটেক, জহুরাবাদ এলাকায় গণসংযোগে যাই। প্রচারকালে আমার সঙ্গে বিএনপি'র কেন্দ্রীয় নেতা ও স্থানীয় নেতা-কর্মী ও সমর্থকরা ছিলেন। এই পথসভা পূর্ব নির্ধারিত ছিল, যা আইনানুগভাবে সংশ্লিষ্ট দারুসসালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মহোদয়কে লিখিতভাবে অবহিত করেছি।

আমার পূর্ব নির্ধারিত গণসংযোগ অনুষ্ঠানে আমার নির্বাচনি প্রতিপক্ষ ‘আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আতিকুল ইসলামের পক্ষের নেতাকর্মী, সমর্থক ও সংশ্লিষ্ট ওয়ার্ডের ঠেলাগাড়ি প্রতীকের কাউন্সিলর প্রার্থী মজিবুর রহমান মাসুম উপস্থিত থেকে  অতর্কিতভাবে আমাকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করে। একই সঙ্গে বিএনপির কেন্দ্রীয় নেতা, স্থানীয় নেতা-কর্মী-সমর্থকদের জঘন্যভাবে আক্রমণ করে। এই ঘটনায় ভাগ্যক্রমে আমরা বেঁচে গেলেও  শরীরে ও মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে আমার নেতাকর্মী ও সমর্থকরা  আহত হন।

অভিযোগপত্রে আরও উল্লেখ করা হয়, আক্রমণের সময় পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিষ্ক্রিয় থাকেন। পুলিশ বাহিনীর সদস্যরা যদি আইন অনুযায়ী আরও সক্রিয় থাকতেন, তাহলে এই ধরনের পরিস্থিতির সৃষ্টি হতো না। প্রতিপক্ষের উচ্ছৃঙ্খল নেতা-কর্মী-সমর্থকদের জঘন্য এই আক্রমণ সিটি করপোরেশন নির্বাচনি আচরণ বিধিমালা ২০১৬ এর ৭ বিধির (গ) উপ বিধির বিধান চরমভাবে লঙ্ঘিত হয়েছে বলে আমি মনে করি। সুষ্ঠু তদন্তের স্বার্থেই এ সংক্রান্ত ছবি ও ক্লিপিং সংযুক্ত করা হলো। ঢাকা সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ডের ঠেলাগাড়ি প্রতীকের কাউন্সিলর প্রার্থী মুজিব সারোয়ার মাসুম ন্যাক্কারজনক আমাকে হত্যার উদ্দেশ্যে এবং আমার কর্মী-সমর্থককে আক্রমণ করে আহত করেছেন। তার উপযুক্ত শাস্তি এবং সিটি করপোরেশন বিধিমালা ২০১৬ এর ৩২ বিধি অনুযায়ী প্রার্থিতা বাতিলের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

 

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
‘নীরব এলাকা’, তবু হর্নের শব্দে টেকা দায়
উপজেলা নির্বাচনমন্ত্রী-এমপিদের প্রভাব নিয়ে উদ্বেগ ডিসি ও এসপিদের
উপজেলা নির্বাচনে নেই বেশিরভাগ রাজনৈতিক দল
সর্বশেষ খবর
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা