X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

উত্তরের নতুন ১৮টি ওয়ার্ডে হবে স্বপ্নের বাজেট: আতিকুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জানুয়ারি ২০২০, ১৫:১৮আপডেট : ২৩ জানুয়ারি ২০২০, ১৬:১৪

প্রচারের সময় কথা বলছেন আতিকুল ইসলাম

ঢাকা উত্তর সিটি করপোরেশনে যুক্ত হওয়া নতুন ১৮টি ওয়ার্ডের মানুষরা অবহেলায় দিন যাপন করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম। তিনি বলেন, ‘নতুন ১৮টি ওয়ার্ডে হবে স্বপ্নের বাজেট।’

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাজধানীর সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের গলি থেকে নির্বাচনি প্রচার শুরুর আগে তিনি এসব কথা বলেন।

এসময় আতিকুল ইসলাম বলেন, ‘নতুন ১৮টি ওয়ার্ডের মানুষরা অবেহলিত দিন যাপন করছে। একটু বৃষ্টি হলেই কোমর পানি হয়ে যায়, রাস্তাঘাটের অবস্থা খারাপ, কোনও খেলার মাঠ নেই। আমি দায়িত্ব নেওয়ার পরপরই প্রধানমন্ত্রীর কাছে গিয়েছিলাম। এই ওয়ার্ডে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তার কোনও অফিস ছিল না। আমরা তা করেছি এবং নতুন ওয়ার্ডের রাস্তা ও এলইডি লাইটের প্ল্যান একনেকে অপেক্ষায় আছে। একনেকে নতুন ওয়ার্ডের জন্য ৪ হাজার ২০০ কোটি টাকার বাজেট গিয়েছে। স্বপ্নের বাজেট হবে নতুন ওয়ার্ডগুলোতে। নগরবিদদের করা ডিজাইন শেষ পর্যায়ে চলে এসেছে।’

তিনি আরও বলেন, ‘নির্বাচনের প্রচারের ক্ষেত্রে এমন একটি ব্যবস্থা তৈরি করা হোক যেখানে পোস্টার থাকবে না। আমরা ডিজিটাল প্রচার চালাবো। সব রাজনৈতিক দল মিলে একটি ব্যবস্থা তৈরি করি−যেখানে নির্দিষ্ট দেয়াল থাকবে। সেই দেয়ালে আমরা বিলবোর্ডের মাধ্যমে আমরা যেনো প্রচার-প্রচারণা করতে পারি। তাহলে এই নগরটিকে আমরা সুন্দর রাখতে পারবো। রাস্তা বন্ধ করে প্রচার করা যাবে না। এতে জনদুর্ভোগ হয়। হয়তো একটি অ্যাম্বুলেন্স আটকা পড়তে পারে, হয়তো কেউ পরীক্ষা দিতে যেতে গিয়ে আটকে যেতে পারে। তাই আমার অনুরোধ, আমরা এমন কোনও কাজ করবো না যাতে জনদুর্ভোগ হয়। আমাদের আমূল পরিবর্তন হওয়া দরকার, আমাদের মানসিকতা পরিবর্তন করা দরকার। আমরা নিজেরা যদি মানসিকতা পরিবর্তন না করি, তাহলে কারা করবে? আসুন একটি সুশৃঙ্খল প্রচার করে আমরা দেখিয়ে দেই।’

মুজিববর্ষে নৌকাকে জয়যুক্ত করার আহ্বান জানান তিনি। 

/এসও/এএইচ/এমএমজে/
সম্পর্কিত
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
সংসদ ভবন এলাকায় ড্রোন, মুচলেকায় ছাড়া পেলেন সাবেক এমপি পুত্র
সর্বশেষ খবর
ভোরে বজ্রপাতে ৩ গরুর মৃত্যু
ভোরে বজ্রপাতে ৩ গরুর মৃত্যু
অনুপ্রাণন-এর মোড়ক উন্মোচন, বই আলোচনা ও লেখক সম্মাননা
অনুপ্রাণন-এর মোড়ক উন্মোচন, বই আলোচনা ও লেখক সম্মাননা
উত্তর ইন্দোনেশিয়ায় অগ্ন্যুৎপাত, সরিয়ে নেয়া হয়েছে ১১ হাজার মানুষ
উত্তর ইন্দোনেশিয়ায় অগ্ন্যুৎপাত, সরিয়ে নেয়া হয়েছে ১১ হাজার মানুষ
শরিফুলের গতিতে উড়ে গেলো শেখ জামাল
শরিফুলের গতিতে উড়ে গেলো শেখ জামাল
সর্বাধিক পঠিত
এএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
রেস্তোরাঁয় ‘মদ না পেয়ে’ হামলার অভিযোগএএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
তৃতীয় ধাপে যেসব উপজেলায় ভোট
তৃতীয় ধাপে যেসব উপজেলায় ভোট