X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

‘করোনা ভাইরাস’ নিয়ে তথ্যকেন্দ্র করেছে আইইডিসিআর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জানুয়ারি ২০২০, ১৭:০৬আপডেট : ২৬ জানুয়ারি ২০২০, ১৭:২১

ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা

‘করোনা ভাইরাস’ সর্ম্পকিত সব তথ্য সংগ্রহ, পরিস্থিতি পর্যবেক্ষণ ও বিশ্লেষণের জন্য তথ্যকেন্দ্র স্থাপন করেছে জাতীয় রোগ তত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। সংস্থাটির পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা রবিবার ( ২৬ জানুয়ারি) হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

সেব্রিনা ফ্লোরা বলেন, আমরা প্রস্তুত তবে উদ্বিগ্ন নই। পাশাপাশি বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (ইউএসসিডিসি) কে সঙ্গে নিয়েও একটি টিম করা হয়েছে। যারা প্রতিদিন সকালে পর্যবেক্ষণ করবে আমাদের পরবর্তী পদক্ষেপগুলো কী হবে। এর সঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদফতর প্রত্যক্ষভাবে কাজ করছে। তিনি বলেন, যেহেতু চীনের সঙ্গে আমাদের ঘনিষ্ঠ যোগাযোগ ফলে সেখান থেকে রোগী আসার সম্ভাবনা আমরা উড়িয়ে দিচ্ছি না। সেটা মাথায় রেখেই আমাদের প্রস্তুতি। প্রস্তুতিকে আরও জোরদার করার জন্য চলতি সপ্তাহ থেকেই আরও কাজ শুরু হবে ।

তিনি জানান, আপাতত চীন থেকে আসা সব ফ্লাইটের যাত্রীদের বিমানবন্দরে স্ক্রিনিং করা হচ্ছে। একইসঙ্গে এই মুহূর্তে স্থলবন্দরগুলোকে সতর্ক রাখবো। আমরা সবকিছু সতর্কভাবে মনিটর করছি।তাতে যে কোনও মুহূর্তে যেকোনও কিছু করতে হলে আমরা তার জন্য প্রস্তুতি নিয়ে রাখছি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ নিয়েই যে পদক্ষেপ নেওয়া দরকার সেগুলো নিচ্ছি।

এখন পর্যন্ত করোনা ভাইরাস আক্রান্ত কাওকে পাওয়া যায়নি উল্লেখ্য করে সেব্রিনা ফ্লোরা বলেন, এ পর্যন্ত আইইডিসিআরে নয়জন তাদের অসুস্থতা সর্ম্পকে জানিয়েছেন। তাদের সবাইকে টেলিফোনে ভেরিফিকেশন করে দুজনের স্যাম্পল পরীক্ষা করা হয়েছে। ফলাফলে দেখা গেছে তারা সিজনাল ফ্লুতে আক্রান্ত। আমরা এখন পর্যন্ত কোনও সাসপেক্টেড কেস পাইনি।

তিনি বলেন, চীন থেকে আসা প্রতিটি যাত্রীর টেলিফোন নাম্বার নিয়ে তাদের কল করে নিয়মিত সবকিছু জানা হবে। কারণ এই মুহূর্তে কারও জ্বর না থাকলেও আগামী ১৪ দিনের মধ্যে যদি এই লক্ষণ দেখা যায় তাহলে তাদের আইইডিসিআরের পরীক্ষার আওতায় আনা হবে। ইতোমধ্যে আইইডিসিআরে স্যাম্পল কালেকশন এবং পরীক্ষাসহ অন্যান্য কাজের জন্য একটি কক্ষ তৈরি করা হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. সানিয়া তহমিনা বলেন, গতকাল রাত পর্যন্ত চীন থেকে আসা এক হাজার ৭৮৩ যাত্রীকে স্ক্রিনিং করা হয়েছে। শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে তিনটি থার্মাল স্ক্যানারের মধ্যে দুটি মেশিন কাজ করছে। পাশাপাশি একটি হাতমেশিনও কাজ করা হচ্ছে। আজ (২৬ জানুয়ারি) আরও দুটি হাত মেশিন যোগ হবে।

/জেএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন