X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

দেশের প্রতিটি থানায় ডিজিটাল পরিমাপক যন্ত্র রাখার নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জানুয়ারি ২০২০, ২৩:৩২আপডেট : ২৬ জানুয়ারি ২০২০, ২৩:৪৭

হাইকোর্ট

উদ্ধার বা জব্দ করা মাদক পরিমাপের জন্য দেশের প্রতিটি থানায় ডিজিটাল পরিমাপক যন্ত্র সরবরাহে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) এই নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। পাশাপাশি এক মাসের মধ্যে এ নির্দেশনা বাস্তবায়ন বিষয়ে হলফনামা আকারে আদালতে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিয়েছে আদালত।

রবিবার (২৬ জানুয়ারি) এক মাদক মামলার জামিন শুনানিকালে বিচারপতি ফরিদ আহমেদ ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে জামিন আবেদনকারী আসামি সাগরের পক্ষে ছিলেন আইনজীবী উজ্জ্বল পাল। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জি বাপ্পী।

এর আগে কাফরুল থানা এলাকা থেকে মো. সাগর নামে এক ব্যক্তিকে হেরোইনসহ গ্রেফতার করা হয়। পরে কাফরুল থানার এসআই সোহেল রানা বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলার এফআইআর-এ ১০০ গ্রাম হেরোইন জব্দ করা হয়েছে বলে উল্লেখ করা হয়। কিন্তু মামলাটির তদন্ত শেষে এসআই ইমদাদ বিচারিক আদালতে চার্জশিট দাখিল করেন। চার্জশিটে ১২ গ্রাম হেরোইন জব্দের তথ্য উল্লেখ করেন তিনি।

এদিকে এই মামলায় আসামি বিচারিক আদালতে জামিন চেয়ে আবেদন জানান। কিন্তু তার আবেদন নামঞ্জুর হওয়ায় তিনি হাইকোর্টে জামিন আবেদন করেন। আসামির ওই জামিন আবেদনের শুনানি করতে গিয়ে হাইকোর্ট দেখতে পান, মামলার এফআইআর ও চার্জশিটে জব্দকৃত হেরোইনের পরিমাণ নিয়ে অসঙ্গতি রয়েছে। তাই হাইকোর্ট এ বিষয়ে কাফরুল থানার সংশ্লিষ্ট এসআইকে কাছে হাইকোর্ট কারণ দর্শানোর নোটিশ দেন। সে নোটিশের প্রেক্ষিতে গত ১২ জানুয়ারি তারা হাইকোর্টে জবাব দাখিল করে। কিন্তু আদালত সন্তুষ্ট হতে না পেরে ওই দুই এসআইকে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেন। তারা লিখিত জবাব দাখিল করেন। কিন্তু সে জবাবেও সন্তুষ্ট হতে না পেরে আদালত তাদের ফের ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেন।

এরই ধারাবাহিকতায় আজ রবিবার (২৬ জানুয়ারি) আদালতে ব্যাখ্যা দাখিল করে পুলিশের দুই কর্মকর্তা আদালতকে জানান, থানায় ওজন পরিমাপের কোনও যন্ত্র না থাকায় বাইরে থেকে পরিমাপ করে অনুমানের ভিত্তিতে ওই ওজন উল্লেখ করা হয়।

শুনানি শেষে পুলিশের ওই দুই কর্মকর্তাকে ভবিষ্যতের জন্য সতর্ক করে দিয়ে হাইকোর্ট তাদের নিঃশর্ত ক্ষমা প্রার্থনা মঞ্জুর করে অব্যাহতি দিয়েছেন। এছাড়া আসামি সাগরকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন।

/বিআই/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
দিল্লিকে ভয় ধরিয়ে হারলো গুজরাট
দিল্লিকে ভয় ধরিয়ে হারলো গুজরাট
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
জুড়ী উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে মারধরের অভিযোগ
জুড়ী উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে মারধরের অভিযোগ
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী