X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

অবৈধ দোকান উচ্ছেদে ‘কথা রাখেননি’ প্রক্টর

ঢাবি প্রতিনিধি
২৮ জানুয়ারি ২০২০, ০৬:৪৫আপডেট : ২৮ জানুয়ারি ২০২০, ০৬:৪৬

ঢাবি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শামসুন্নাহার হলের সামনে অবৈধভাবে দোকান বসিয়ে বাণিজ্য করার অভিযোগ দীর্ঘদিনের। দোকানগুলো উচ্ছেদ করতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও হল কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন হল সংসদের প্রতিনিধিরা। হল প্রশাসনও দোকান উচ্ছেদের কথা বলে চিঠি দিয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে। এ বিষয়ে প্রশাসনের কোনও পদক্ষেপ না দেখে হল সংসদের নেত্রীরা দোকানগুলো উচ্ছেদ করতে গিয়েও প্রক্টরের অসহযোগিতার জন্য উচ্ছেদ করতে পারেননি বলে অভিযোগ তাদের।

হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস) আফসানা ছফা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দোকানগুলোর জন্য হলের সামনে বহিরাগতদের ওঠা-বসা বেড়েই চলেছে। এখানে এসে বহিরাগত অনেকে আড্ডা দেওয়ায় বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হচ্ছে। কয়েকটি অপ্রীতিকর ঘটনাও ঘটেছে। তাই হলের মেয়েদের নিরাপত্তার কথা ভেবে দোকানগুলো উচ্ছেদ করতে গিয়েছি আমরা। কিন্তু, প্রক্টর স্যারের অসহযোগিতার জন্য, তা পারিনি। গত রবিবার দোকানগুলো সরিয়ে ফেলতে দোকানের মালিকদের বলেছি। কিন্তু, তারা না সরানোয় সোমবার (২৭ জানুয়ারি) সকালে আমরা উচ্ছেদ করতে যাই। সেখানে গিয়ে দেখি হল ছাত্রলীগের নেত্রীরা দাঁড়িয়ে রয়েছেন। আমরা সেখানে যাওয়ার আগে সিটি করপোরেশনের গাড়ি আনতে চেয়েছিলাম। প্রক্টরের অনুমতি না পাওয়ায় গাড়ি আনতে পারিনি। গাড়ি না পেয়ে দোকানগুলো সরাতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমকে খবর দিই। ঘটনাস্থলে প্রক্টরিয়াল টিমের সদস্যরা আসেন। কিন্তু, টিএসসিতে কাজ করে পরে আসবেন বলে অজুহাত দেখিয়ে চলে যান তারা। পরে  টিমের সদস্যরা আর না আসায় তাদের ফোন করলে তারা জানায় যে, প্রক্টর স্যার তাদের আসতে নিষেধ করেছেন। এরপর প্রক্টরের কাছে জানতে চাইলে তিনি জানান, বিভিন্ন জায়গা থেকে ফোন আসায় তিনি কোনও সিদ্ধান্ত নিতে পারছেন না। পরে তিনি হল প্রভোস্টকে জানিয়েছেন, এসব দোকান হল সংসদের নেত্রীরা তুলতে পারবেন না। দোকানগুলো উচ্ছেদে তিনি কিছু সময় চেয়েছেন।’

আফসান ছফা বলেন, ‘এর আগেও তারা প্রক্টরের কাছে গেলে তিনি তাদের বলেছেন, লিখিতভাবে জানালে ২৪ ঘণ্টার মধ্যে দোকানগুলে উচ্ছেদ করবেন তিনি।’

ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) গোলাম রাব্বানী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেছেন, ‘শামসুন্নাহার হলের সামনে একে একে গড়ে উঠেছিল ডজনখানেক অবৈধ দোকান। সন্ধ্যার পর বহিরাগতদের আড্ডা, অবৈধ বাইক স্ট্যান্ড বানিয়ে বখাটেদের উপদ্রবসহ নানা অনভিপ্রেত ঘটনা ঘটতো হরহামেশাই। হল সংসদ ও সাধারণ আবাসিক শিক্ষার্থীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে রবিবার সন্ধ্যায় ডাকসুর উদ্যোগে এই অবৈধ দোকানগুলো অপসারণের তাগিদ দেওয়া হয়েছে। আগামীকাল থেকে এখানে কোনও দোকান থাকবে না।’ এ বিষয়ে হল প্রভোস্ট অধ্যাপক ড. সুপ্রিয়া সাহার কাছে জানতে চাইলে তিনি কোনও মন্তব্য করতে রাজি হননি।

প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী বলেন, ‘হল সংসদ  দোকান উচ্ছেদের জন্য দাবি করতে পারে, কিন্তু তারা কোনও কর্তৃপক্ষ না। এক্ষেত্রে সবাইকে ধৈর্যশীল আচরণ করার আহ্বান জানাই। এসব দোকান বন্ধ করা হবে। এটা নিয়ে পক্ষে-বিপক্ষে গিয়ে শিক্ষার পরিবেশ বিঘ্নিত করে মিডিয়া কাভারেজ পেতে চাইছে তারা।’

 

/এনআই/
সম্পর্কিত
রমজানে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে সাপ্তাহিক ছুটি কমতে পারে
শিক্ষা প্রতিষ্ঠানে নির্যাতন চলতে পারে না: মানবাধিকার কমিশন
সনদ জালিয়াতি রোধে ব্লকচেইন প্রযুক্তি ব্যবহার শুরু করলো গ্রিনহেরাল্ড
সর্বশেষ খবর
ঢাকার পর্দায় আবার গডজিলা-কিং কং দ্বৈরথ
ঢাকার পর্দায় আবার গডজিলা-কিং কং দ্বৈরথ
বিপজ্জনক অবস্থা থেকে ফিরেছেন খালেদা জিয়া: মির্জা ফখরুল
বিপজ্জনক অবস্থা থেকে ফিরেছেন খালেদা জিয়া: মির্জা ফখরুল
কোল্ড চেইনের উন্নয়নে সমন্বিত নীতির বাস্তবায়ন চান উদ্যোক্তারা
কোল্ড চেইনের উন্নয়নে সমন্বিত নীতির বাস্তবায়ন চান উদ্যোক্তারা
নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি যুবক নিহত, যা জানা গেলো
নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি যুবক নিহত, যা জানা গেলো
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি