X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

করোনা ভাইরাস: অন্য রোগে আক্রান্তরা বেশি ঝুঁকিতে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জানুয়ারি ২০২০, ১৮:১২আপডেট : ২৮ জানুয়ারি ২০২০, ১৮:২৭

‘নতুন করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ও করণীয়’ র্শীষক সেমিনার

নতুন করোনা ভাইরাস (২০১৯-এনসিওভি) নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই, তবে সাবধানতা অবলম্বন করতে হবে। করোনা ভাইরাস পরিবারের অন্য ভাইরাসে (যেমন সার্স ও মার্স) মৃত্যুহার যেমন ছিল সে তুলনায় নতুন এ ভাইরাসে মৃত্যুহার কম। মঙ্গলবার ( ২৮ জানুয়রি) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) এ ব্লকের দ্বিতীয় তলার অডিটোরিয়ামে ‘নতুন করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ও করণীয়’ র্শীষক এক সেমিনারে বক্তারা এসব কথা বলেন।

সেমিনারে করোনা ভাইরাসের বিস্তার, এটি কীভাবে ছড়ায়, কারা আক্রান্ত হয় এবং ভাইরাসটি কীভাবে রোগ তৈরি করে তা নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন ভাইরোলজি বিভাগের অধ্যাপক ডা. মুনীরা জাহান। রোগের লক্ষণ, উপসর্গ, জটিলতা ও চিকিৎসা নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন বক্ষ্যব্যাধি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শামীম আহমেদ। করোনা ভাইরাসে আক্রান্ত হওয়া থেকে রক্ষা পাওয়া, প্রতিরোধ, প্রতিকার ও প্রস্তুতি নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন ইন্টারনাল মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. নামজুল হাসান।

ডা. নাজমুল হাসান জানান, ‘করোনাভাইরাস প্রতিরোধে নিয়মিত হাত পরিষ্কার রাখতে হবে ও সাবান দিয়ে হাত ধুয়ে ফেলতে হবে, মাস্ক ব্যবহার করতে হবে, মুখ ঢেকে হাঁচি-কাশি দিতে হবে। একইসঙ্গে অসুস্থ রোগীর সংর্স্পশে আসা যাবে না।’  তিনি আরও বলেন, ‘‘অনেক সময় অনেক রোগীকে দেখে ‘আপাত সুস্থ’ মনে হলেও যার শরীরে ভাইরাস থেকে যায় তার থেকেও এটা ছড়াতে পারে।  অর্থ্যাৎ ১৪ দিনের যে ইনকিউবিশন পিরিয়ড রয়েছে সেসময়ও আক্রান্ত ব্যক্তি থেকে এটা ছড়াতে পারে।’’

ডা. নাজমুল হাসান বলেন, ‘এই ভাইরাসে আক্রান্ত শতকরা ৭৫ ভাগ রোগীর ক্ষেত্রে  মৃত্যুঝুঁকি থাকে না। তবে বাকী ২৫ ভাগ রয়েছেন যারা কিডনি-লিভার ফেইলিউর-এর রোগী, যারা ক্যান্সারে আক্রান্ত, যারা নানা সংক্রমণ ব্যধিতে আক্রান্ত তাদের জন্য এটা ঝুঁকিপূর্ণ। এই রোগে নিউমোনিয়া হয়ে ফুসফুস অকেজো হয়ে যায় এবং পরবর্তীতে কিডনি, হার্ট ও লিভার অকেজো হয়ে যায় এবং এতে রোগীর মৃত্যুও হতে পারে। তবে রোগীকে অবশ্যই আইসোলেটেড থাকতে হবে এবং এছাড়া তরল ও পুষ্টি জাতীয় খাবার বেশি খেতে হবে।’

তিনি বলেন, ‘দেশের বাইরে থেকে কেউ এলে দুই সপ্তাহ প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়া এবং রোগের লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। কাঁচা বাজারে গেলে পশু-পাখির মাংস ধরা থেকে বিরত থাকতে হবে। মাংস ধরলে সাবান দিয়ে হাত ধুয়ে ফেলতে হবে। মাংস ধরে হাত না ধুয়ে মুখমন্ডল  ধরা যাবে না। মাংস ও ডিম ভালো করে সেদ্ধ ও রান্না করে খেতে হবে।’

রোগের লক্ষণ, উপসর্গ, জটিলতা ও চিকিৎসা নিয়ে বক্ষব্যাধি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শামীম আহমেদ জানান, ‘এই রোগের লক্ষণের মধ্যে রয়েছে জ্বর, সর্দি, হাঁচি-কাশি, শরীর ব্যথা, দুর্বলতা, ডায়রিয়া ইত্যাদি।’

করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবার কিছু নেই, সতর্ক থাকতে হবে বলে মন্তব্য করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া। তিনি বলেন, ‘আমরা যে কোনও সময় আক্রান্ত হতে পারি। তবে সেজন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় সজাগ রয়েছে। আমাদের দেশে যেহেতু এখনও আউটব্রেক হয়নি, তাই আমাদের আতঙ্কিত না হয়ে প্রতিরোধের দিকে মনোযোগ দিতে হবে।’ নতুন এই করোনা ভাইরাসের লক্ষণ, পরীক্ষা-নিরীক্ষা এবং চিকিৎসাসহ সবকিছু নিয়ে একটি গাইডলাইন তৈরি করা হবে বলেও জানান তিনি।

 

/জেএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খিলগাঁওয়ে পরিচ্ছন্নতাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
খিলগাঁওয়ে পরিচ্ছন্নতাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ৩০ হাজার টাকা করার প্রস্তাব
বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ৩০ হাজার টাকা করার প্রস্তাব
স্থায়ী সংঘাতে পরিণত হচ্ছে ইরান-ইসরায়েল উত্তেজনা: তুরস্ক
স্থায়ী সংঘাতে পরিণত হচ্ছে ইরান-ইসরায়েল উত্তেজনা: তুরস্ক
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!