X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

এখনও পর্যন্ত নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই: মোশাররফ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জানুয়ারি ২০২০, ১৫:১৪আপডেট : ২৯ জানুয়ারি ২০২০, ১৫:১৮

সংবাদ সম্মেলনে ইশরাক হোসেনসহ বিএনপি নেতারা

এখনও পর্যন্ত নির্বাচনে কোনও লেভেল প্লেয়িং ফিল্ড নেই বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ। তিনি বলেন,‘নির্বাচনের আর মাত্র বাকি  আছে তিন দিন। কিন্তু কোনও লেভেল প্লেয়িং ফিল্ড নেই।’

বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে রাজধানীর গোপীবাগে ঢাকা দক্ষিণে বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেনের বাসায় এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশের নির্বাচন এখন হরেক রকম কারসাজি ও তামাশায় পরিপূর্ণ বলে দাবি করে মোশাররফ বলেন, ‘তাই নির্বাচন নিয়ে মানুষের মধ্যে তেমন আগ্রহ নেই।’

আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচন মানেই বাংলাদেশের মানুষের ভোটের অধিকার নিয়ে তামাশা বলে উল্লেখ করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, ‘প্রশাসনিকভাবে কেন্দ্র দখল করে সিল মারার উৎসব। কখনও কখনও দিনের ভোট আগের রাতেই সম্পন্ন করে ফেলা হয়।’

খন্দকার মোশাররফ বলেন, ‘ঢাকা সিটি নির্বাচনে মনোনয়ন ফরম জমা দেওয়া ও প্রচার-প্রচারণার শুরু থেকে আওয়ামী লীগের প্রার্থীরা ক্ষমতার অপব্যবহার করছেন।তারা অব্যাহতভাবে আচরণ বিধি লঙ্ঘন করছেন। অন্যদিকে, আমাদের নির্বাচনি প্রচারাভিযানে হামলা, দলীয় নেতাকর্মীদের নামে মামলা ও গ্রেফতার করে প্রতিবন্ধকতা সৃষ্টি করেই চলছে। বারবার নির্বাচন কমিশনে অভিযোগ করার পরও কমিশন থেকে কোনও কার্যকর ব্যবস্থা গ্রহণ করছে না।  বরং তারা বরাবরের মতোই নির্বিকার।’

বিএনপির এই নেতা বলেন, ‘অথচ সরকার এবং নির্বাচন কমিশন বলছে, তারা লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করেছে। কিন্তু বাস্তবে আমরা তার কিছুই দেখছি না। এ কারণে আমরা আশঙ্কা প্রকাশ করছি, সিটি নির্বাচনের অভিজ্ঞতা সব নির্বাচনের মতোই যেন তামাশা ও প্রহসনে পরিণত না হয়।’

গত ২৬ জানুয়ারি গোপীবাগে ইশরাকের প্রচারে হামলার প্রসঙ্গ টেনে মোশাররফ বলেন, ‘এই ঘটনায় উল্টো আমাদের ২০০ নেতাকর্মীর নামে মামলা দেওয়া হয়েছে। তাদেরকে বাড়িঘর ছাড়ার ব্যবস্থা করা হয়েছে। এটাই হলো নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ডের বাস্তবতা। একচোখা নির্বাচন কমিশন ও প্রশাসনের ন্যাক্কারজনক আচরণে নির্বাচনকে যদি গতানুগতিক প্রহসনের নির্বাচনে পরিণত করা হয়, এমন পরিস্থিতির দায়-দায়িত্ব সরকার এবং কমিশনকেই বহন করতে হবে।’

নির্বাচনের শুরু থেকেই আমরা ইভিএমের পক্ষে নই বলে মন্তব্য করে সাবেক এই মন্ত্রী বলেন, ‘কারণ, পৃথিবীর কোনও দেশেই ইভিএম গ্রহণ করেনি। এর মাধ্যমেই ভোট কারচুপি করা সম্ভব। ভোটের ফলাফল বানচাল করা যায়। আমরা এখনও দাবি করছি, ইভিএম নয় ব্যালটের মাধ্যমে নির্বাচন পরিচালনা করার ব্যবস্থা করা হোক।’

৩০ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের সমাবেশ প্রসঙ্গে  মোশাররফ বলেন, ‘নির্বাচনের একদিন আগে এমন সমাবেশ ও গণমিছিল নির্বাচনি আচরণবিধির পরিষ্কার লঙ্ঘন।’

আওয়ামী লীগকে সমাবেশ না করার আহ্বান জানিয়ে মোশারফ হোসেন বলেন, ‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতা আমির হোসেন আমু গতকাল (মঙ্গলবার) বলেছেন, আগামীকাল (বৃহস্পতিবার) তারা সোহরাওয়ার্দী উদ্যানে গণসমাবেশ করবেন এবং সেখান থেকে গণমিছিল নিয়ে শাপলা চত্বরে যাবেন। এখানে বলতে চাই, এটা নির্বাচনের আচরণবিধির পরিষ্কার লঙ্ঘন। আপনারা এ সমাবেশ করা থেকে বিরত থাকুন।’

সংবাদ সম্মেলনে ইশরাক হোসেন বলেন, ‘সাংবাদিক ভাইয়েরা এই পর্যন্ত আমাদের সঙ্গে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আশা করবো নির্বাচনের শেষ দিন ফলাফল ঘোষণার পর্যন্ত সঙ্গে থাকবেন।’

তিনি বলেন, ‘গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, গোপীবাগে হামলা মামলার বাদী ঘটনাস্থলে ছিলেন না এবং ঘটনা সম্পর্কে কিছুই জানেন না। তাকে চাপ প্রয়োগ করে মামলাটি করা হয়েছে।’ এই প্রসঙ্গে ইশরাক বলেন, ‘এ পর্যন্ত পুলিশ প্রশাসনের কাছ থেকে আমরা বিভিন্ন জায়গায় সহযোগিতা পেয়েছি। অনেককে দেখেছি নিরপেক্ষ ভূমিকা পালন করতে। কিন্তু ওয়ারী থানার কিছু অসাধু কর্মকর্তা দলীয় ভূমিকা পালন করছে। তারই অংশ হিসেবে এই মামলাটি করা হয়েছে। আমাদের এই থানার অধীনে তিনটি ওয়ার্ড রয়েছে। এখানে বিএনপিসহ অন্যান্য নেতাকর্মী যারা আছেন, তাদেরকে নেতাকর্মীশূন্য করার জন্য বিভিন্ন মামলা হামলা করছে।’

এসময় উপস্থিত ছিলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, উপদেষ্টা আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সহ-সাংগঠনিক আব্দুস সালাম আজাদ প্রমুখ।

/এএইচআর/এপিএইচ/
সম্পর্কিত
বেসিস নির্বাচনে ১১ পদে প্রার্থী ৩৩ জন
জাবির সিনেট ও সিন্ডিকেট প্রতিনিধি নির্বাচন: বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের নিরঙ্কুশ জয়
রানা প্লাজা ধস: ১১ বছরেও শেষ হয়নি তিন মামলার বিচার
সর্বশেষ খবর
মোংলায় নামাজ পড়ে বৃষ্টির জন্য প্রার্থনা
মোংলায় নামাজ পড়ে বৃষ্টির জন্য প্রার্থনা
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’
খারকিভে আবাসিক ভবনে রুশ হামলায় আহত ৬
খারকিভে আবাসিক ভবনে রুশ হামলায় আহত ৬
গরমে সুস্থ থাকতে চাইলে মানতে হবে এই ৮ টিপস
গরমে সুস্থ থাকতে চাইলে মানতে হবে এই ৮ টিপস
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা