X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধুকে কেন্দ্র করে নান্দনিক উপস্থাপনায় গ্রন্থমেলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জানুয়ারি ২০২০, ১৫:১৮আপডেট : ৩০ জানুয়ারি ২০২০, ১৬:০২




বাংলা একাডেমির সংবাদ সম্মেলন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এবারের অমর একুশে গ্রন্থমেলা হবে আরও নান্দনিক। আগামী ২ ফেব্রুয়ারি বেলা ৩টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বইমেলার উদ্বোধন করবেন। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বাংলা একাডেমিতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী বলেন, অমর একুশে গ্রন্থমেলা আমাদের চেতনার অংশ। এই মেলা আমাদের প্রাণের মেলা। এই মেলা হবে বঙ্গবন্ধুকে স্মরণ করার সবচেয়ে বড় আয়োজন। আমরা ২৮ দিনের মেলায় বঙ্গবন্ধুর ওপর প্রকাশিত ২৬টি বই নিয়ে আলোচনা করবো।

তিনি বলেন, বঙ্গবন্ধু শুধু একজন নেতা নন, তিনি যে কি উঁচুমানের লেখক, তা এবার বাংলা একাডেমি তুলে ধরবে।

বাংলা একাডেমির মহাপরিচালক আরও বলেন, এবারের মেলার বড় আকর্ষণ বঙ্গবন্ধু রচিত তৃতীয় বই ‘আমার দেখা নয়াচীন’। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই গ্রন্থের মোড়ক উন্মোচন করবেন।

অমর একুশে গ্রন্থমেলা উদযাপন কমিটির সদস্য সচিব জালাল আহমেদ বলেন, এবারের মেলার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে সম্পূর্ণ আয়োজন বঙ্গবন্ধুকে উৎসর্গ করা হয়েছে। বঙ্গবন্ধুর শতবর্ষ জন্মদিনকে সামনে রেখেই করা হচ্ছে এবারের মেলার নকশা।

এবার মেলা প্রাঙ্গণকে সাজানো হয়েছে চারটি অংশে−শিকড়, সংগ্রাম, মুক্তি এবং অর্জন।

উদযাপন কমিটির সদস্য সচিব জালাল আহমেদ জানান, এবারের মেলায় বাংলা একাডেমি প্রাঙ্গণে ১২৬টি প্রতিষ্ঠানের ১৭৯টি এবং সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৪৩৪টি প্রতিষ্ঠানের ৬৯৪টি ইউনিট থাকবে। মোট ৫৬০টি প্রতিষ্ঠানকে ৮৭৩টি ইউনিট এবং বাংলা একাডেমিসহ ৩৩টি প্রকাশনা প্রতিষ্ঠানকে ৩৪টি প্যাভিলিয়ন বরাদ্দ দেওয়া হয়েছে।

এছাড়া ১৫২টি লিটলম্যাগকে স্টল বরাদ্দের পাশাপাশি ৬টি উন্মুক্ত স্টলসহ ১৫৮টি লিটলম্যাগকে স্টল দেওয়া হয়েছে। আর শিশু চত্বরকে সাজানো হয়েছে নতুন করে।

এবারের মেলার নতুন যেসব বিষয় থাকছে তা হলো ডিজিটাল পদ্ধতিতে মেলার আবেদনপত্র বিতরণ বা গ্রহণ এবং অনলাইনে ভাড়ার অর্থ পরিশোধের ব্যবস্থা, মেলায় তিনটি তথ্যকেন্দ্র থাকবে। বরাবরের মতো নামাজের জায়গা, উন্নত টয়লেটের ব্যবস্থা, ব্রেস্ট ফিডিং সেন্টার, হুইল চেয়ার ও ফুডকোর্ট ব্যবস্থাও থাকছে।

এবারের মেলায় বাংলা একাডেমি প্রকাশ করছে নতুন ও পুনঃমুদ্রিত ১০৪টি বই। ২ ফেব্রুয়ারি থেকে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত ছুটির দিন ছাড়া প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা প্রাঙ্গণ খোলা থাকবে। ছুটির দিন বেলা ১১টা থেকে রাত ৯টা এবং ২১ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে। 

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন বাংলা একাডেমির সচিব আনোয়ার হোসেন।

/এসএনএস/টিটি/এমএমজে/
সম্পর্কিত
‘নীরব এলাকা’, তবু হর্নের শব্দে টেকা দায়
সমবায় সমিতির নামে কোটি টাকার দুর্নীতি: দুদকের অনুসন্ধান শুরু
হজ ব্যবস্থাপনায় বিশৃঙ্খলার শঙ্কা এজেন্সি মালিকদের
সর্বশেষ খবর
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা