X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ইভিএমে শুরুতেই বিপত্তি!

সাদ্দিফ অভি
০১ ফেব্রুয়ারি ২০২০, ১১:০২আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২০, ১১:৫৪

ইভিএম ঢাকার উত্তর সিটি করপোরেশন নির্বাচনে ভোট গ্রহণের শুরুতেই দুটি কেন্দ্রে ইভিএম মেশিনে বিপত্তির ঘটনা দেখা গেছে। এ কারণে ভোট গ্রহণ শুরু করতেও কিছুটা বিলম্ব হয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারি) রাজধানীর মোহাম্মদপুরের দুটি কেন্দ্রে এ ঘটনা ঘটেছে। ইভিএম মেশিন নিয়ে কিছু সময়ের জন্য ঝামেলা পোহাতে হয়েছে এখানকার প্রিজাইডিং কর্মকর্তাদের। 

মোহাম্মদপুর নূরজাহান রোডের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে সকাল ৮টায় অডিট কার্ড প্রিন্ট করে শূন্য ভোট গণনা সবার সামনে দেখিয়ে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়। কেন্দ্রের ১ নম্বর কক্ষে মেশিনে কাগজ আটকে যাওয়ায় ভোট গ্রহণ শুরু হয় প্রায় ৪০ মিনিট পর। এসময় ভোট কক্ষের বাইরে ভোটারদের বিরক্ত হয়ে লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

ভোটার এস এম আক্কাস আলী বিষয়টিকে ‘বিরক্তিকর’ বলে উল্লেখ করেন। তিনি জানান, সকাল ৮টার দিকে ভোট দিতে আসলেও এই দীর্ঘসময় তাকে অপেক্ষা করতে হয়েছে শুধুমাত্র মেশিনের সমস্যার কারণে। তবে ইভিএমে ভোট দেওয়া সহজ প্রক্রিয়া বলেও জানান তিনি।

বিলম্বের বিষয়ে জানতে চাইলে এই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ইমতিয়াজ আহমেদ বাংলা ট্রিবিউনকে ‘একটু টেকনিক্যাল প্রবলেম ছিল। যখন প্রিন্ট বের হচ্ছিল তখন ভেতরে কাগজটি আটকে যায়। তখন পুরো মেশিনটি বন্ধন করে আবারও চালু করতে হয়েছে। ইলেকট্রনিক মেশিন  তো অনেক সময় সমস্যা করে। অন্য কোনোটাতে হয়নি, কেবল আর এটাতেই হয়েছে। ’

অন্যদিকে, পাশের একটি কেন্দ্রেও মেশিনে ফিঙ্গার প্রিন্ট পড়ার সমস্যার কথা জানালেন ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার। প্রাইমারি স্কুলের ঠিক পাশে বেঙ্গল মিডিয়াম হাই স্কুলের প্রিজাইডিং অফিসার মো. রেজাউর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মেশিনের শুরুতে একটু সমস্যা দিচ্ছিল।  মূল সমস্যাটা ইভিএম মেশিনে,  ফিঙ্গার প্রিন্ট ঠিক মতো মিলছে না।  অনেকবার চেষ্টা করতে হয়েছে।  এ কারণে  সময়ও বেশি লাগছে।  যেখানে এক মিনিট লাগতো সেখানে হয়তো কয়েক মিনিট লেগে যাচ্ছে। ’

এছাড়া ভোট দিতে এসে ভোট কক্ষ নিয়েও বিভ্রান্তির শিকার হচ্ছেন ভোটাররা। মোহাম্মদপুর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নির্বাচন কমিশন থেকে বিভিন্ন কক্ষের সিরিয়াল করে দেওয়া হয়েছে । কিন্তু সিরিয়াল অনুযায়ী, কক্ষ মিলছে না অনেকেরই। যার কারণে কয়েকটি কক্ষে ঘুরতে হচ্ছে ভোটারদের। এই বিষয়ে প্রিজাইডিং কর্মকর্তা বলেন, ‘সিরিয়াল নম্বর কমিশন থেকে দেওয়া আছে। সেই অনুযায়ী কক্ষের সামনে সিরিয়াল নম্বর টানানো আছে। কিন্তু এই এলাকায় দুটি আলাদা ব্লক আছে। যে কারণে সিরিয়াল নিয়ে একটু বিভ্রান্তি হচ্ছে। এখানে আমাদের কিছু করা নেই। এটা নির্বাচন কমিশন থেকে দেওয়া। তারা আমাদের ব্লক আলাদা করে দেয়নি।’

অন্যদিকে এই এলাকার কয়েকটি কেন্দ্র ঘুরে তেমন ভোটার উপস্থিতি চোখে পড়েনি। কেন্দ্রে কর্মীদের প্রচুর সমাগম থাকলেও ভোটারদের উপস্থিতি তুলনামূলক কম।

আরও পড়িুন: 

তাপসকে ভোট দিলেন প্রধানমন্ত্রী

ভোট দিলেন আতিক ও তাবিথ

আশা করি ঢাকাবাসী নিরাশ করবে না: তাপস

কোনোকিছুই আমাদের আটকাতে পারবে না: ইশরাক

কেন্দ্রে ভোটারদের ঢুকতে না দেওয়ার অভিযোগ তাবিথের

‘কেন্দ্রে অলস সময় কাটাচ্ছেন সবাই’

সিটি নির্বাচনে ভোটগ্রহণ চলছে

 

 

 

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
‘নীরব এলাকা’, তবু হর্নের শব্দে টেকা দায়
উপজেলা নির্বাচনমন্ত্রী-এমপিদের প্রভাব নিয়ে উদ্বেগ ডিসি ও এসপিদের
উপজেলা নির্বাচনে নেই বেশিরভাগ রাজনৈতিক দল
সর্বশেষ খবর
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
৬ ম্যাচ পর জয় দেখলো বেঙ্গালুরু 
৬ ম্যাচ পর জয় দেখলো বেঙ্গালুরু 
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা