X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ইভিএম-এ কেউ খুশি, কেউ বেজার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ফেব্রুয়ারি ২০২০, ১২:০৭আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২০, ১২:৩২

ভোট দিয়ে বের হওয়ার পর একজন ভোটার ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হচ্ছে। ফলে অনেক ভোটার প্রথমবারের মতো ইভিএম-এ ভোট দিয়েছেন।  ভোট দেওয়ার পর তারা ভালো-মন্দ দু’ধরনের প্রতিক্রিয়ার কথা জানিয়েছেন। কীভাবে ভোট দেবেন, ভোট দিতে পারবেন কিনা, ব্যালটের মতো লুকিয়ে নাকি সবার সামনে ভোট দিতে হবে এসব প্রশ্ন নিয়ে কেন্দ্রে গিয়েছিলেন ভোটাররা। তবে ভোট দিয়ে অনেকেই খুশি মনে বেরিয়েছেন।  তারা বলছেন, এই পদ্ধতি যদি সঠিকভাবে চালু রাখা যায় তাহলে এর চেয়ে ভালো আর কিছু হতে পারে না। যারা কিছুটা নাখোশ তারা বলছেন, এই যন্ত্রের ওপর আস্থা আনতে সময় লাগবে।

ভিকারুন্নেসা নুন স্কুল কেন্দ্রে ভোট দিয়েছেন জাকির মিয়া। তিনি বলেন, ‘কীভাবে ভোট দেবো তা নিয়ে ভয়ে ছিলাম। কিন্তু পদ্ধতি বেশ সহজ, ভালোই লাগছে।’

উইলস লিটল ফ্লাওয়ার স্কুল কেন্দ্রে ভোট দিয়ে বেরিয়ে চিকিৎসক সালমা পারভীন বলেন, ‘উপায়টা সহজ, তবে যারা লেখাপড়া জানেন না তাদের জন্য এটা কঠিন হবে।’

ইভিএম মেশিন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার ভোটার ফৌজিয়া সুলতানা ভোট দিয়েছেন উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে। তিনি বলেন, ‘ইভিএম পদ্ধতি আসলেই বেশ ভালো ও সহজ। যদি এই পদ্ধতি ঠিকভাবে চালু করা যায় তাহলে খুব ভালো হবে।’

ভোট দিতে এসেছিলেন দুই গার্মেন্টস কর্মী। ইভিএম সম্পর্কে তাদের ধারণা ছিল না। তারা জানান, বাসায় গিয়ে আগেই বলেছিলে কেমনে কেমনে চাপ দিয়ে ভোট দিতে হবে। বুথেও দেখিয়ে দিয়েছে। আগামীবার আর দেখাতে হবে না। আসলেই মেশিনে ভোট দেওয়া সহজ।

সকাল সকাল বেশ কয়েকটা কেন্দ্রে ইভিএম মেশিনে টেকনিক্যাল সমস্যার খবর পাওয়া গেছে। মোহাম্মদপুর নুরজাহান রোডের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রের ১ নম্বর কক্ষে মেশিনে কাগজ আটকে যাওয়ায় ভোটগ্রহণ শুরুই হয় প্রায় ৪০ মিনিট পর।

কেন্দ্রে বাইরে ভোটাররা

মিরপুর এলাকায় ভোটার তারেক হোসেন ভোট দিতে গিয়ে কেন্দ্র থেকে বিরক্ত হয়ে বেরিয়ে আসেন। কেন ভোট না দিয়ে বের হয়ে এলেন প্রশ্ন করলে বলেন,  ‘ভোট দিয়ে অফিসে যাবো ভেবেছিলাম। ভোটার বেশি না, কিন্তু পদ্ধতি না জানায় একজনেরই অনেক সময় লাগছে।’

ভোট দিতে গিয়ে সমস্যায় পড়েছিলেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নন্দিতা দাশ। কোনোভাবেই তার ফিঙ্গার প্রিন্ট মিলছিল না। প্রায় ১৫ মিনিট চেষ্টার পর তিনি ভোট দিতে পারেন। এরপর তিনি বলেন, ‘শেষের বার ভেবেই রেখেছিলাম এটাই লাস্ট, না হলে চলে যাবো। কিন্তু শেষবার ভোটটা হয়ে গেল। সবাইতো আর এতবার ট্রাই করবে না। আবার সবার পক্ষে ক্যানসেল কনফার্ম বোঝাও সম্ভব না।’

এদিকে সকাল সকাল বেশ কয়েকটা কেন্দ্রে ইভিএম মেশিনে টেকনিক্যাল সমস্যার খবর পাওয়া গেছে। মোহাম্মদপুর নুরজাহান রোডের সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রের ১ নম্বর কক্ষে মেশিনে কাগজ আটকে যাওয়ায় ভোট গ্রহণ শুরুই হয় প্রায় ৪০ মিনিট পর।

আরও পড়ুন:

 

‘নৌকার কোনও ব্যাক গিয়ার নেই’

 

কেন্দ্রে ভোটারদের ঢুকতে না দেওয়ার অভিযোগ তাবিথের

আশা করি ঢাকাবাসী নিরাশ করবে না: তাপস

হারজিত যাই হোক ফল মেনে নেবো: আতিক

কোনোকিছুই আমাদের আটকাতে পারবে না: ইশরাক

তাপসকে ভোট দিলেন প্রধানমন্ত্রী

ভোট দিলেন আতিক ও তাবিথ

ভোটার উপস্থিতি কম, কিছু কেন্দ্রে বাধার অভিযোগ

সিইসি’র আঙুলের ছাপ মিললো না ইভিএমে

 

/এসএনএস/জেএ/এসও/ইউআই/এসটি/
সম্পর্কিত
‘নীরব এলাকা’, তবু হর্নের শব্দে টেকা দায়
সমবায় সমিতির নামে কোটি টাকার দুর্নীতি: দুদকের অনুসন্ধান শুরু
হজ ব্যবস্থাপনায় বিশৃঙ্খলার শঙ্কা এজেন্সি মালিকদের
সর্বশেষ খবর
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা