X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

কিছু ত্রুটি থাকলেও ভোট ভালো হচ্ছে: রিটার্নিং কর্মকর্তা

আদিত্য রিমন
০১ ফেব্রুয়ারি ২০২০, ১২:৩২আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২০, ১৩:১০

রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন বলেছেন, ‘ভোটে কিছু ত্রুটি-বিচ্যুতি থাকলেও এখন পর্যন্ত ভালো ভোট হচ্ছে। সকাল থেকে আমরা যতকেন্দ্র পরিদর্শনে গিয়েছি সেখানে ভালো সাড়া পেয়েছি।’ শনিবার (১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১ টার দিকে সেন্ট্রাল উইমেন্স কলেজ পরিদর্শনে গিয়ে বাংলা ট্রিবিউনের এই প্রতিবদকের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ভোটার উপস্থিতি কম কেন জানতে চাইলে তিনি বলেন,‘ সকাল থেকে অনেক কেন্দ্রে ভোটার উপস্থিতি সন্তোষজনক ছিল। হয়তো কিছু কেন্দ্রে কম। আশা করি, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার আরও বাড়বে।’
বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হেসেন অভিযোগ করেছেন তার পোলিং এজেন্টকে এই কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে- এই বিষয়ে আপনার বক্তব্য কি? এ প্রশ্নে তিনি বলেন, ‘এই অভিযোগ সঠিক না। আমাদের কাছে এ ধরনের কোনও অভিযোগ আসেনি। আমরা সকাল থেকে খোঁজ নিয়েছি বিভিন্ন কেন্দ্রে। তাদের (বিএনপি) পোলিং এজেন্ট কেন্দ্রে প্রিজাইডিং অফিসারের কাছে রিপোর্ট করেননি বা কেন্দ্রে আসেননি।’
এই কেন্দ্রে ইভিএমে ভোটারদের ফিঙ্গার প্রিন্ট মিলছে না যা আপনি নিজে দেখেছেন- এমন প্রশ্নের জবাবে আবদুল বাতেন বলেন, ‘কিছু কিছু ভোটারের বয়সের কারণে তাদের আঙুলের ছাপে সমস্যা হয়েছে। এ কারণে হয়তো কিছু সমস্যা দেখা দিয়েছে। আমি নিজেও একজন বয়স্ক ভোটারকে এই সমস্যায় পড়তে দেখেছি। পরে আমি নিজেই তা দেখে ঠিক করে দিয়েছি।’
মো. আব্দুল বাতেন বলেন, ‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেন এলাকার নির্বাচন নিয়ে লিখিতভাবে মাত্র দুটি অভিযোগ এসেছে। এছাড়া মোবাইল ফোনে অনেকগুলো অভিযোগ এসেছে। সবগুলো অভিযোগ আমলে নিয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
প্রসঙ্গত, শনিবার বেলা ১১ টার দিকে সেন্ট্রাল উইমেন্স কলেজে গিয়ে বিএনপি প্রার্থী ইশরাক হোসেন অভিযোগ করে বলেন, কেন্দ্রে ধানের শীষের এজেন্টদের ঢুকতে দেওয়া হচ্ছে না। যারা ঢুকেছিলেন তাদেরও বের করে দেওয়া হচ্ছে। এই কলেজটির দুই তলা ভবনের আটটি বু্থের একটি ছাড়া অন্য কোথাও কোনও এজেন্ট নাই। এই কেন্দ্রে একে একে সব বুথে ঢুকে ইশরাক জানতে চান- ধানের শীষের এজেন্ট আছেন কিনা। কিন্তু মাত্র একটি ছাড়া বাকি সাতটি বুথে তিনি তার এজেন্টদের খুঁজে পাননি।
পরে প্রিজাইডিং অফিসার মিজানুর রহমানের কাছে জানতে চান, কেন এজেন্টদের বের করে দেওয়া হয়েছে? বিষয়টি স্বীকার করে প্রিজাইডিং অফিসার বলেন, ‘এজেন্ট বের করে দেওয়ার পর বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছি।
এ সময় পাশে থাকা একজন এজেন্ট ইশরাককে বলেন, ‘কয়েকজন যুবক এসে আমাদের বের হয়ে যেতে বলেছে। পরে আমি বের হয়ে গেছি।’ তখন তাৎক্ষণিকভাবে এক পুলিশ কর্মকর্তা ওই এজেন্টকে বুথে বসিয়ে দেন।

 

/এএইচআর/জিএম/ওআর/
সম্পর্কিত
বেসিস নির্বাচনে ১১ পদে প্রার্থী ৩৩ জন
জাবির সিনেট ও সিন্ডিকেট প্রতিনিধি নির্বাচন: বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের নিরঙ্কুশ জয়
রানা প্লাজা ধস: ১১ বছরেও শেষ হয়নি তিন মামলার বিচার
সর্বশেষ খবর
কক্সবাজার-চট্টগ্রাম রেললাইনে ট্রেনের বগি লাইনচ্যুত
কক্সবাজার-চট্টগ্রাম রেললাইনে ট্রেনের বগি লাইনচ্যুত
ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার জ্বালানি স্থাপনায় আগুন
ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার জ্বালানি স্থাপনায় আগুন
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা