X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

এখন পর্যন্ত ২১টি অভিযোগ পেয়েছে ইসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ফেব্রুয়ারি ২০২০, ১২:৩৯আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২০, ১৩:১৫

ইসির মনিটরিং সেলে সিইসি ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে অনিয়ম, কেন্দ্র দখল, অস্ত্র উদ্ধারসহ মোট ২১টি অভিযোগ জমা পড়েছে নির্বাচন কমিশনে (ইসি)। বিভিন্ন কেন্দ্র থেকে শনিবার (১ ফেব্রুয়ারি) বেলা ১২টা পর্যন্ত এসব অভিযোগ পাওয়া গেছে বলে জানিয়েছেন ইসির কন্ট্রোল রুমের সমন্বয়ক মেজর রাজু।

কন্ট্রোল রুম জানিয়েছে, ৪২ নম্বর ওয়ার্ডের একটি কেন্দ্র থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে। এছাড়া ঢাকা উত্তরের ১১৭১ নম্বর বড় বেরাইদ ঋষিপাড়া কেন্দ্রে একজনকে অস্ত্রসহ আটক করে পুলিশ।

মনিটরিং সেলের সমন্বয়ক মেজর রাজু বলেন, ‘বিভিন্ন জায়গা থেকে বেশ কিছু অভিযোগ আসছে। একটি অভিযোগ বেশি আসছে সেটি হলো  ভোটাররা কেন্দ্রে ঢুকতে পারছে না। আমরা মেসেজ পাওয়ার সঙ্গে সঙ্গে র‍্যাব, বিজিবি, পুলিশের ফোর্স পাঠিয়ে ক্লিয়ার করছি।’

ভোট দেওয়ার পর নির্বাচন ভবনের চার তলায় স্থাপিত মনিটরিং সেলে যান সিইসি। মনিটরিং সেলের সমন্বয়ক তাকে পরিস্থিতি সম্পর্কে জানান। পরিস্থিতি জেনে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা।

এছাড়া রাজধানী গেন্ডারিয়া, নারিন্দা, আদাবর, বকশিবাজারে বিক্ষিপ্ত সংঘর্ষের ঘটনা ঘটেছে।

ইসির মনিটরিং সেলে সিইসি এদিকে, কেন্দ্রে ভোটারদের ঢুকতে না দেওয়া এবং এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ করেছেন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির দুই মেয়র প্রার্থী। সকাল ৮টায় গুলশান-২ এর মানারাত ইন্টারন্যাশনাল স্কুলে ভোট দেওয়ার পর উত্তরের মেয়র প্রার্থী তাবিথ আউয়াল বিভিন্ন কেন্দ্র পরিদর্শনে যান। এসময় তিনি এসব অভিযোগ করেন।

সকাল সাড়ে ৮টার দিকে কালাচাঁদপুর স্কুল কেন্দ্রে যান তাবিথ আউয়াল। এসময় তিনি সাংবাদিকদের বলেন, ‘এ কেন্দ্রে ভোটারদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আমাদের এজেন্টদেরও বের করে দিয়েছে। আমি এসেছি যেন ভোটারদের অন্তত প্রবেশ নিশ্চিত করতে পারি।’ কেন্দ্রে  উপস্থিত থাকা পুলিশ সদস্যদের কাছে তিনি অভিযোগ জানান।

পোলিং এজেন্টদের ভোটকেন্দ্রে ঢুকতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে বিএনপির মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তিনি বলেন, ‘এখন পর্যন্ত আমরা শুনেছি, কয়েকটি কেন্দ্রে আমাদের পোলিং এজেন্টদের ঢুকতে দেওয়া হচ্ছে না। আমরা ম্যাজিস্ট্রেটদের অবহিত করেছি। আমি সশরীরে কেন্দ্রে কেন্দ্রে ঘুরবো। কোনোকিছুই আমাদের আটকাতে পারবে না।’

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিভিন্ন কেন্দ্রের ২০০ এজেন্টকে বের করে দেওয়ার অভিযোগ করেছে ইসলামী আন্দোলন। দলটির উত্তর সিটি করপোরেশন নির্বাচন পরিচালনা কমিটি মিডিয়া সমন্বয়ক কে এম শরীয়াতুল্লাহ বলেন, উত্তরা, গুলশান, তেজগাঁও, মোহাম্মদপুর, শেরেবাংলা, ভাষানটেক, দারুস সালাম ও হাতিরঝিল থানার ২৫টির বেশি কেন্দ্র থেকে হাতপাখার দুই শতাধিক পোলিং এজেন্টকে জোরপূর্বক বের করে দিয়েছে আওয়ামী লীগ নেতাকর্মীরা।

আরও পড়ুন:

ইভিএম-এ কেউ খুশি, কেউ বেজার 

 
 
 

আশা করি ঢাকাবাসী নিরাশ করবে না: তাপস

হারজিত যাই হোক ফল মেনে নেবো: আতিক

কোনোকিছুই আমাদের আটকাতে পারবে না: ইশরাক

তাপসকে ভোট দিলেন প্রধানমন্ত্রী

ভোট দিলেন আতিক ও তাবিথ

ভোটার উপস্থিতি কম, কিছু কেন্দ্রে বাধার অভিযোগ

সিইসি’র আঙুলের ছাপ মিললো না ইভিএমে

/এসএমএ/এসটি/এমএমজে/
সম্পর্কিত
‘নীরব এলাকা’, তবু হর্নের শব্দে টেকা দায়
সমবায় সমিতির নামে কোটি টাকার দুর্নীতি: দুদকের অনুসন্ধান শুরু
হজ ব্যবস্থাপনায় বিশৃঙ্খলার শঙ্কা এজেন্সি মালিকদের
সর্বশেষ খবর
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা