X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

‘আ.লীগের অধিকার নেই বঙ্গবন্ধুর নাম নেওয়ার’

বাংলা ট্রিবিউট রিপোর্ট
১৩ ফেব্রুয়ারি ২০২০, ১৮:২৪আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২০, ১৮:২৬

‘আ.লীগের অধিকার নেই বঙ্গবন্ধুর নাম নেওয়ার’ আওয়ামী লীগকে বিদায় না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। তিনি বলেন, ‘আওয়ামী লীগের কর্মকাণ্ড নষ্ট হয়ে গেছে। ওই দলের নেতাকর্মীদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম নেওয়ার কোনও অধিকার নেই।’ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারের দাবিতে গণফোরাম আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

সুব্রত চৌধুরী বলেন, ‘আমরা চেয়েছিলাম জনগণের ভোটের মাধ্যমে গণতান্ত্রিক উপায়ে আপনাদের (আওয়ামী লীগ) বিদায় করবো। ২০১৮ সালে আপনি (শেখ হাসিনা) বলেছিলেন আমি বঙ্গবন্ধু কন্যা, আমি নির্বাচনে কারচুপি করে ক্ষমতায় থাকবো না। অথচ আপনি দিনের ভোট রাতে দিয়ে ক্ষমতায় বসে তাকে অপমান করেছেন। তাই বঙ্গবন্ধুর নাম নেওয়ার কোনও অধিকার আওয়ামী লীগের নেই। আওয়ামী লীগ একটি নষ্ট দল। এই দলকে ক্ষমতাচ্যুত করার জন্য আমরা রাজপথে নেমেছি। যতক্ষণ পর্যন্ত এই সরকারকে বিদায় করতে না পারবো, ততদিন গণফোরামের আন্দোলন অব্যাহত থাকবে।’

তিনি অভিযোগ করেন, ‘আপনারা এখন জনগণের রক্ত চুষছেন। আপনাদের কোনও মায়া-দয়া নেই। সরকার আমাদের সবকিছু পাগলা হাতির মতো তছনছ করে দিচ্ছে। আমাদের প্রশাসন ধ্বংস করেছে, বিচার বিভাগ ধ্বংস করেছে। আইনশৃঙ্খলা বাহিনীতে দলীয়করণ করেছে। নির্বাচন কমিশনকে নষ্ট করেছে।’

সুব্রত চৌধুরী বলেন, সরকার ক্ষমতা দখল করে দীর্ঘস্থায়ী করার পাঁয়তারা করছে এবং দেশের সম্পদ লুট করে চলছে। মুজিববর্ষ পালনের নামে হাজার হাজার কোটি টাকা খরচ করে জাতির সঙ্গে তামাশা করছে। বঙ্গবন্ধু যদি বেঁচে থাকতেন, তাহলে তিনিও লজ্জা পেতেন।

সমাবেশ থেকে বিশ্বকাপ জয়ী অনুর্ধ-১৯ ক্রিকেট দলকে শুভেচ্ছা জানান সুব্রত চৌধুরী।

সরকারের উদ্দেশে গণফোরামের অপর নির্বাহী সভাপতি অধ্যাপক আবু সাইয়িদ বলেন, ‘আপনারা নিজের কাছে নিজেই প্রশ্ন করেন, কত বড় অপরাধ করছেন। মুক্তিযোদ্ধাদের সঙ্গে, মুক্তিযুদ্ধের সঙ্গে, বঙ্গবন্ধুর সঙ্গে এবং তার আদর্শের সঙ্গে। শুধু মুখেই বলেন, কার্যত বঙ্গবন্ধুর কোন কাজটি আপনারা করছেন,’ বলে প্রশ্ন তোলেন তিনি।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন গণফোরামের প্রেসিডিয়াম সদস্য জগলুল হায়দার আফ্রিদ, সাংগঠনিক সম্পাদক অ্যাড. মো. হেলাল উদ্দীন, যুগ্ম আহ্বায়ক নাসির হোসেন, যুব সদস্য সচিব মাহামুদুল্লাহ মধু প্রমুখ।

 

/এসজেএ/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জলপাইগুড়িতে বিজেপির ইস্যু বাংলাদেশের তেঁতুলিয়া করিডর
জলপাইগুড়িতে বিজেপির ইস্যু বাংলাদেশের তেঁতুলিয়া করিডর
নদীতে মাছ ধরার সময় জেলেদের ওপর ডাকাতের হামলা
নদীতে মাছ ধরার সময় জেলেদের ওপর ডাকাতের হামলা
ক্রিমিয়া উপকূলে রুশ সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত
ক্রিমিয়া উপকূলে রুশ সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
সর্বাধিক পঠিত
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!