X
বুধবার, ১৭ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

চার কারণে সময় বাড়লো খুলনা বিশ্ববিদ্যালয় উন্নয়ন প্রকল্পের

শফিকুল ইসলাম
১৫ ফেব্রুয়ারি ২০২০, ২৩:৩৮আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২০, ১৮:০৫

অবকাঠামোগত সুবিধাসহ শিক্ষার্থী ভর্তির সক্ষমতা বাড়ানো এবং উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ বৃদ্ধির লক্ষ্যে ২০১৬ সালে প্রকল্পটি হাতে নেওয়া হয়। (ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত) খুলনা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও আবাসিক সুবিধা বাড়ানোর লক্ষ্যে নেওয়া প্রকল্পের কাজ মূলত চার কারণে নির্দিষ্ট সময়ে শেষ হচ্ছে না। এ জন্য এর মেয়াদ এক বছর বাড়িয়ে প্রকল্পটির সংশোধনী প্রস্তাব গত মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। পরিকল্পনা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
২০২১ সালের ৩০ জুনের মধ্যে ‘খুলনা বিশ্ববিদ্যালয়ের অধিকতর অবকাঠামো উন্নয়ন’ প্রকল্পের কাজ শতভাগ শেষ হওয়ার লক্ষ্য ধরা হয়েছিল। অবকাঠামোগত সুবিধাসহ শিক্ষার্থী ভর্তির সক্ষমতা বাড়ানো এবং উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ বৃদ্ধির লক্ষ্যে ২০১৬ সালে প্রকল্পটি হাতে নেওয়া হয়। সংশোধিত মেয়াদ অনুযায়ী, এটির কাজ শেষ হবে ২০২২ সালের ৩০ জুনের মধ্যে।
সূত্র জানিয়েছে, সংশোধনী প্রস্তাবে প্রকল্পটির ডিপিপি (ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রোফরমা) বদলে গেছে। ২০১৪ সালের পিডব্লিউডি রেট সিডিউল পরিবর্তন করা হয়েছে। সংশোধিত প্রকল্পটি বাস্তবায়ন হবে পিডব্লিউডি হালনাগাদ রেট সিডিউল-২০১৮ অনুযায়ী। এ কারণে প্রকল্পের সংশ্লিষ্ট অংশের ব্যয় বাড়বে। এ ছাড়া অবকাঠামোগত উন্নয়নে প্রকল্পের অংশ হিসেবে থাকা কয়েকটি ভবনের ক্যাটাগরি (স্ট্যান্ডার্ড বা সুপার) পরিবর্তন করা হয়েছে। একই সঙ্গে কিছু ভবনের আয়তন বাড়ানো হয়েছে। মূলত এ চার কারণে বিশ্ববিদ্যালয়টির উন্নয়ন কাজ পিছিয়ে গেছে।
সূত্র আরও জানায়, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উদ্যোগে নেওয়া প্রকল্পটি যৌথভাবে বাস্তবায়ন করছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও খুলনা বিশ্ববিদ্যালয়। প্রকল্প ব্যয়ের ৩৩৫ কোটি ৩৫ লাখ টাকার পুরোটাই সরকারের নিজস্ব তহবিল থেকে যোগান দেওয়া হচ্ছে।
পরিকল্পনা কমিশনে জমা দেওয়া প্রকল্প প্রস্তাবনা থেকে জানা গেছে, চলতি ২০১৯-২০ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) প্রকল্পটির অনুকূলে ৬৫ কোটি টাকা বরাদ্দ রাখা আছে। প্রকল্পের আওতায় একটি একাডেমিক ভবন নির্মাণ করা হবে। এটি হবে বিশ্ববিদ্যালয়ের চতুর্থ একাডেমিক ভবন। এছাড়া শিক্ষক ও কর্মকর্তাদের আবাসিক ভবন, ছাত্র-শিক্ষক মিলনায়তন ভবন এবং অডিটরিয়াম নির্মাণ করা হবে। এর বাইরে নির্মাণ করা হবে মেডিক্যাল সেন্টার। বিদ্যমান প্রশাসনিক ভবনগুলোকে উপরের দিকে সম্প্রসারণ করা হবে। ছাত্রী হলসহ বঙ্গবন্ধু হলের উপরের দিকে সম্প্রসারণ হবে। গেস্টহাউজ-কাম-ক্লাব, ল্যাবরেটরি ভবনের আয়তন বাড়ানো হবে। বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় মসজিদ নির্মাণসহ কেনা হবে যানবাহন।
এ প্রসঙ্গে জানতে চাইলে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রকল্পটি বাস্তবায়িত হলে খুলনা বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে উচ্চশিক্ষায় অধিকসংখ্যক ছাত্র-ছাত্রীর ভর্তির সুযোগ সৃষ্টি হবে, যা দেশে উচ্চশিক্ষায় সুযোগ বৃদ্ধিতে সহায়ক হবে। একই সঙ্গে অবকাঠমো উন্নয়নে বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও অধ্যায়নরত ছাত্রছাত্রীদের সুযোগ-সুবিধা বাড়বে।’

/এইচআই/
সম্পর্কিত
শিক্ষাপ্রতিষ্ঠানে মুজিবনগর দিবস পালনের নির্দেশ
শিক্ষাপ্রতিষ্ঠানে দুই ধাপে কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ পালনের নির্দেশ
টেস্ট পরীক্ষার নামে অতিরিক্ত ফি নিলে ব্যবস্থা
সর্বশেষ খবর
সুনামগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু
সুনামগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু
ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ
ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ
অপরাধে জড়িয়ে পড়া শিশু-কিশোরদের সংশোধনের উপায় কী
অপরাধে জড়িয়ে পড়া শিশু-কিশোরদের সংশোধনের উপায় কী
লেবাননে এক হিজবুল্লাহ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের
লেবাননে এক হিজবুল্লাহ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের
সর্বাধিক পঠিত
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ডাবের পানি খাওয়ার ১৫ উপকারিতা
ডাবের পানি খাওয়ার ১৫ উপকারিতা
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
প্রকৃতির লীলাভূমি সিলেটে পর্যটকদের ভিড়
প্রকৃতির লীলাভূমি সিলেটে পর্যটকদের ভিড়
চুরি ও ভেজাল প্রতিরোধে ট্যাংক লরিতে নতুন ব্যবস্থা আসছে
চুরি ও ভেজাল প্রতিরোধে ট্যাংক লরিতে নতুন ব্যবস্থা আসছে