X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

‘চুড়িহাট্টা অগ্নিকাণ্ডে নিহত ৬৭ জনের ময়নাতদন্ত প্রতিবেদন চূড়ান্ত’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ফেব্রুয়ারি ২০২০, ১৮:২২আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২০, ১৮:২৮

চুড়িহাট্টা অগ্নিকাণ্ডের পর উদ্ধার তৎপরতা। (ফাইল ছবি) পুরান ঢাকার চুড়িহাট্টা ট্র্যাজেডিতে নিহত ৬৭ জনের ময়নাতদন্তের প্রতিবেদন চূড়ান্ত করা হয়েছে। যেকোনও সময় তা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে নিজে কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডা. সোহেল মাহমুদ এ তথ্য জানান।
তিনি বলেন, ‘৬৭ জনের ময়নাতদন্ত সম্পন্ন হয়। এর মধ্যে প্রথম পর্যায়ে বিভিন্নভাবে ৪৫ জন শনাক্ত হয়। বাকি ২২ জনের ডিএনএ প্রোফাইলিং করা হয়। এর মাধ্যমে শনাক্ত হয় ১৯ জনকে। বাকি তিনজনকে এখনও শনাক্ত করা সম্ভব হয়নি।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অধ্যাপক ডা. সোহেল বলেন, ‘যারা এখনও তাদের স্বজনকে পাননি তারা ডিএনএ নমুনা দিয়ে যাননি। তারা নমুনা দিয়ে গেলে ডিএনএ প্রোফাইলিংয়ের মাধ্যমে তাদেরও শনাক্ত করা হবে।’
এত বড় একটি ভয়াবহ ঘটনার ময়নাতদন্তের প্রতিবেদন এত দেরিতে দেওয়া হচ্ছে কেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা টিমওয়াইজ ময়নাতদন্ত সম্পন্ন করি। এর মধ্যে ডিএনএর স্যাম্পল সংগ্রহ করে সেগুলো সিআইডিতে পাঠানো হয়। ওইসব রিপোর্ট আসতে দেরি হওয়ায় এবং ময়নাতদন্তকারী টিমের কারো কারো বদলি হওয়ার কারণে রিপোর্ট প্রস্তুত হতে দেরি হয়েছে।’
গত সপ্তাহে ডিএনএ রিপোর্ট পেয়েছেন, তাই ময়নাতদন্তের প্রতিবেদন প্রস্তুত হতে কিছুটা সময় লেগেছে বলে জানান তিনি।
গত বছরের ২০ জানুয়ারি রাজধানীর চকবাজারের চুড়িহাট্টায় অগ্নিকাণ্ডে নিহত হন ৭১ জন। এর মধ্যে ময়নাতদন্ত ছাড়াই ৪ জনের লাশ নিয়ে যান পরিবারের সদস্যরা।

এ-সংক্রান্ত আরও খবর: 

পুরান ঢাকায় আগুন, ঢামেকে ভিড়
চকবাজারে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা

পুরান ঢাকার আগুন নেভাতে হেলিকপ্টার

মুহূর্তেই মৃত্যুপুরী! (ফটোস্টোরি)

/এআইবি/এআরআর/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী