X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

‘নোট-গাইড বলে কোনও বই নেই বাজারে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ ফেব্রুয়ারি ২০২০, ১৩:৪২আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২০, ১৩:৪৭

‘নোট-গাইড বলে কোনও বই নেই বাজারে’

দেশে কোনও নোট-গাইড বই নেই বলে দাবি করেছে বাংলাদেশ পুস্তক প্রকাশনা ও বিক্রেতা সমিতি। সংগঠনটির সহ-সভাপতি কামরুল হাসান শায়ক বলেন, ‘বাজারে কোনও নোট-গাইড বইয়ের অস্তিত্ব নেই। অনুশীলনমূলক বইকে নোট-গাইডের মাপকাটিতে ফেলে বিক্রিতে বিধিনিষেধ আরোপের যে প্রস্তাব করা হয়েছে, তা শিক্ষাখাত তথা জাতির বৃহত্তর স্বার্থে পুনর্বিবেচনার দাবি রাখে।’

শনিবার (২২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলা হয়। প্রস্তাবিত শিক্ষা আইন-২০১৯ -এর কয়েকটি ধারা-উপধারা সংশোধনের দাবিতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেছে বাংলাদেশ পুস্তক প্রকাশনা ও বিক্রেতা সমিতিসহ ১২টি সংগঠন।

আইনে অনুশীলন বইয়ের সংজ্ঞা নেই বলে দাবি করে শায়ক বলেন, ‘আইনে অনুশীলন বইয়ের সংজ্ঞা নির্ধারণ, মানোন্নয়ন এবং অনিয়ম নিয়ন্ত্রণের জন্য মনিটরিং সেল গঠন করা যেতে পারে।’

শায়ক দাবি করেন, অনুশীলন বই বন্ধ হয়ে গেলে শিক্ষার্থীরা পুরোপুরি কোচিং সেন্টার ও গৃহশিক্ষকের ওপর নির্ভর হয়ে পড়বে। এছাড়া অনুশীলন বইয়ের খাতে বিশাল যে জনগোষ্ঠী কর্মরত আছেন, তারা বেকার ও অর্ধবেকার হয়ে পড়বে। ২৩ লাখ ১০ হাজার মানুষের  জীবন-জীবিকা হুমকির মুখে পড়বে বলেও জানান তিনি।

লিখিত বক্তব্যে সংগঠনের সভাপতি আরিফ হোসেন ছোটন দাবি জানান, প্রস্তাবিত আইনে নোট গাইডকে সংজ্ঞায়িত করা হয়েছে কিন্তু অনুশীলন বইয়ের কোনও সংজ্ঞা নেই। নোট গাইডে পাঠ্যবইয়ের দেওয়া প্রশ্নের উত্তরগুলো দেওয়া থাকে, যা শিক্ষার্থীরা মুখস্ত করে পরীক্ষায় অংশ নেয়। অন্যদিকে অনুশীলন বইয়ের বিষয়বস্তু হচ্ছে পাঠ্য বিষয়ের সহজে অনুধাবন, প্রশ্নের নমুনা, উন্নত উত্তর লিখন পদ্ধতি। শিক্ষার্থীরা অনুশীলন বই মুখস্ত করে না। কারণ তা মুখস্ত করে কোনও লাভ নেই। সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষায় কোনও প্রশ্ন কমন পড়ে না।

বিশ্বের বিভিন্ন দেশে অনুশীলন বইয়ের সহায়তায় পাঠ্যপুস্তক বই প্রকাশিত হয় দাবি করে আরিফ হোসেন বলেন, ‘বিশ্নের বিভিন্ন দেশে একেক রকম সহায়ক বা অনুশীলন বই রয়েছে। এছাড়া বিভিন্ন দেশে পাঠ্যপুস্তক নামে কোনও বই নেই। যেমন সিঙ্গাপুরেই পাঠ্যপুস্তক নামে কোনও বই নেই।’

নোট বই থেকে পরীক্ষায় প্রশ্নপত্র কমন পড়েছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সংগঠনের সহ-সভাপতি শ্যামল পাল বলেন, ‘কোনও অনুশীলন বই থেকে প্রশ্ন কমন পড়েনি। এটা বিগত বছরের প্রশ্ন থেকে এই বছরের প্রশ্ন করা হয়েছে। এই জন্য আমরা দায়ী নই। যারা প্রশ্নের প্রণেতা তারাই দায়ী।’

নোট গাইড বিক্রি বন্ধের জন্য ২০১৫ সালে হাইকোরেট করা রুল এখনও নিষ্পত্তি হয়নি দাবি করে  আইনজীবী পার্থ সারথি মণ্ডল বলেন, ‘আদেশে বলা ছিল, রুলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নোট-গাইড বই বিক্রি অব্যাহত থাকবে। কিন্তু আইনপ্রয়োগকারী সংস্থা ও স্থানীয় প্রশাসনগুলো তা মানছেন না। তারা এটা নিয়ে ফায়দা নেওয়া চেষ্টা করছে, যা আদালত অবমাননার শামিল।’  

২৪ ফেব্রুয়ারি বন্ধ থাকবে পুস্তক বিক্রি

প্রস্তাবিত শিক্ষা আইন-২০১৯ এর কয়েকটি ধারা-উপধারা সংশোধনের দাবিতে আগামি ২৪ ফেব্রুয়ারি সারাদেশে মানববন্ধন করবে সংগঠনগুলো। সেদিন সারাদেশের বই বিক্রির দোকান বন্ধ রাখার ঘোষণাও দিয়েছেন সংগঠনের সভাপতি সভাপতি আরিফ হোসেন ছোটন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মির্জা আলী আশরাফ কাশেম, পরিচালক কাজী জহুরুল ইসলাম বুলবুল, কাজী শাহ আলম, শামসুল ইসলাম বাহার, নিরুপ সাহা নিরু, আনোয়ারুল ইসলাম প্রমুখ। 

 

/এসএমএ/এএইচআর/এএইচ/
সম্পর্কিত
হজ ব্যবস্থাপনায় বিশৃঙ্খলার শঙ্কা এজেন্সি মালিকদের
গরমে পানির সংকট রাজধানীতে, যা বলছে ওয়াসা
পাট শিল্পের উন্নয়নে জুট কাউন্সিল গঠন করা হবে
সর্বশেষ খবর
দক্ষিণ লেবাননে ‘আক্রমণাত্মক পদক্ষেপ’ নিচ্ছে ইসরায়েল
দক্ষিণ লেবাননে ‘আক্রমণাত্মক পদক্ষেপ’ নিচ্ছে ইসরায়েল
চট্টগ্রাম বন্দর দিয়ে ৯ মাসে ৪৩৫৫ কোটি ডলারের পণ্য রফতানি
চট্টগ্রাম বন্দর দিয়ে ৯ মাসে ৪৩৫৫ কোটি ডলারের পণ্য রফতানি
সেতুমন্ত্রীর মানহানির অভিযোগে যাত্রী কল্যাণ সমিতির মহাসচিবের বিরুদ্ধে জিডি
সেতুমন্ত্রীর মানহানির অভিযোগে যাত্রী কল্যাণ সমিতির মহাসচিবের বিরুদ্ধে জিডি
দাফনের ১৫ দিন পর তোলা হলো ব্যাংক কর্মকর্তার মরদেহ
দাফনের ১৫ দিন পর তোলা হলো ব্যাংক কর্মকর্তার মরদেহ
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
তাপপ্রবাহের গেটওয়ে যশোর-চুয়াডাঙ্গা
তাপপ্রবাহের গেটওয়ে যশোর-চুয়াডাঙ্গা