X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

ছিনতাই করার সময় ঢাবির দুই শিক্ষার্থী আটক

ঢাবি প্রতিনিধি
২২ ফেব্রুয়ারি ২০২০, ১৭:২৭আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২০, ০০:৩৫

 

জোবায়ের আহমেদ শান্ত ও  আল আমিন

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় ছিনতাই করার সময় দুই শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। শনিবার (২২ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে হাইকোর্ট মোড় এলাকা থেকে শাহবাগ থানা পুলিশ তাদের আটক করে। আটক হওয়া ওই দুইজন হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী জোবায়ের আহমেদ শান্ত এবং  শিক্ষা ও গবেষণা বিভাগের তৃতীয় বর্ষের আল আমিন। তারা দুইজনই বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের আবাসিক শিক্ষার্থী। শনিবার তাদের বিরুদ্ধে মামলা করেছেন সোহেল নামের এক ট্রাকচালক। জোবায়ের আহমেদ শান্তর বাড়ি মৌলভীবাজার জেলা সদরে। আর আল আমিনের বাড়ি টাঙ্গাইল জেলার গোপালপুর থানায়।

মামলা সূত্রে জানা যায়, শনিবার ভোর সাড়ে চারটার দিকে হাইকোর্ট মোড় এলাকায় একটি মালবাহী ট্রাকের চাকা ফেটে যায়। আল আমিন এবং জোবায়ের আহমেদ শান্ত ঘটনাস্থলে গিয়ে ট্রাকচালকের কাছ থেকে টাকা দাবি করে। এসময় তাদের কাছে কোনও টাকা নেই বলে জানান ট্রাকচালক। আল আমিন ও শান্ত এসময় ট্রাকের ড্রাইভার ও সহকারীদের মারধর করে। পরে তাদের রকেট অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার করে নেয়। এরপর আরও টাকা দাবি করে ফের তাদের মারধর করে ওই দুই শিক্ষার্থী। ভুক্তভোগীদের একজন পাশে দায়িত্বরত পুলিশকে বিষয়টি জানালে পুলিশ ওই দুই শিক্ষার্থীকে আটক করে। এরপর বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের সহায়তায় তাদের শাহবাগ থানায় নিয়ে যায় পুলিশ।

এ বিষয়ে শাহবাগ থানার ওসি আবুল হাসান বাংলা ট্রিবিউনকে বলেন, ছিনতাইয়ের সময় পুলিশ তাদের হাতেনাতে আটক করে থানায় নিয়ে আসে। ভুক্তভোগীরা মামলা করলে তাদের কোর্টে চালান করে দেওয়া হয়। আদালত তাদের কারাগারে পাঠিয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড.এ কে এম গোলাম রব্বানী বাংলা ট্রিবিউনকে বলেন, ছিনতাইয়ের সময় পুলিশ তাদের আটক করে। এধরনের ঘটনার ক্ষেত্রে কোনও ছাড় নেই। বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

তারা দুজনই হল ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত। তবে ছাত্রলীগ তাদের অপকর্মের দায়ভার নিতে অস্বীকৃতি জানিয়েছে। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, কেউ যদি ছাত্রলীগের পরিচয়ে অপরাধ করে তাদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স অবস্থান রয়েছে।

/এসআইআর/এমআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মুখোমুখি ইরান-ইসরায়েল, পরীক্ষার মুখে মার্কিন সামরিক কৌশল
মুখোমুখি ইরান-ইসরায়েল, পরীক্ষার মুখে মার্কিন সামরিক কৌশল
শহীদ মিনারে বীরমুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাসের প্রতি শেষ শ্রদ্ধা
শহীদ মিনারে বীরমুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাসের প্রতি শেষ শ্রদ্ধা
বিমানবন্দরে বাউন্ডারি ভেঙে ঢুকে যাওয়া বাসের চালক গ্রেফতার 
বিমানবন্দরে বাউন্ডারি ভেঙে ঢুকে যাওয়া বাসের চালক গ্রেফতার 
মোংলার তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস, সহসা নামবে না বৃষ্টি
মোংলার তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস, সহসা নামবে না বৃষ্টি
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া