X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

ভাষাগত সমস্যায় প্রবাসী বাংলাদেশিদের আইইডিসিআরে যোগাযোগের অনুরোধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ ফেব্রুয়ারি ২০২০, ১৭:০৫আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৩৪

ভাষাগত সমস্যায় প্রবাসী বাংলাদেশিদের আইইডিসিআরে যোগাযোগের অনুরোধ বিশ্বের বিভিন্ন দেশে থাকা প্রবাসী বাংলাদেশিরা সংশ্লিষ্ট দেশের স্বাস্থ্য বিভাগের সঙ্গে যোগাযোগ করতে ভাষাগত সমস্যা পড়লে তাদের জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) সঙ্গে হট লাইনে বা মেইলে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) কোভিড-১৯ নিয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে আইইডিসিআর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ অনুরোধ জানান।
তিনি বলেন, যেকোনও প্রয়োজনে বাংলাদেশে অবস্থানরত বিদেশিরা এবং বিদেশে অবস্থানরত বাংলাদেশিরা নাগরিকরাও ২৪ ঘণ্টা আইইডিসিআরের হটলাইনে যোগাযোগ করতে পারেন। আইইডিসিআর তাদের সহযোগিতা করতে প্রস্তুত।
অধ্যাপক মীরজাদী সেব্রিনা বলেন, সিঙ্গাপুর, জাপান, দক্ষিণ কোরিয়া, ইরান, ইতালির পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। বিশেষ করে আক্রান্ত দেশগুলোর সার্বিক পরিস্থিতি পররাষ্ট্র মন্ত্রণালয় দূতাবাসের মাধ্যমে আমরা জানছি। সেসব দেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে আমাদেরও যোগাযোগ হচ্ছে। বাংলাদেশি আক্রান্তদের বিষয়ে সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়ে তারা আমাদের আশ্বস্ত করেছে। তবে এরপরও কোনও সমস্যা হলে আমাদের হটলাইন নম্বর বা ইমেইলে যোগাযোগ করতে পারেন।
তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) রিপোর্ট অনুযায়ী, বিশ্বে মোট নিশ্চিত রোগীর সংখ্যা ৭৮ হাজার ৮১১ জন। এর মধ্যে চীনে শনাক্ত হয়েছেন ৭৭ হাজার ৪২ জন। ৬৫০ জন নতুন রোগী। চীনের বাইরে এখন পর্যন্ত ২৮টি দেশে কোভিড-১৯ আক্রান্ত রোগীর তথ্য পাওয়া গেছে। সেসব দেশে নিশ্চিত রোগীর সংখ্যা ১ হাজার ৬৯ জন, নতুন রোগীর সংখ্যা ৩৬৭। গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ১ হাজার ১৭ জন নতুন রোগী। আর কোভিড-১৯-এ এ পর্যন্ত মারা গেছেন ২ হাজার ৪৪৫ জন।
সিঙ্গাপুরের পরিস্থিতি সর্ম্পকে অধ্যাপক মীরজাদী বলেন, সিঙ্গাপুরের গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনও রোগী শনাক্ত হয়নি। আগেই ৮৯ জন রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫১ জন। এটা আমাদের জন্য একটি স্বস্তির জায়গা বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, ‘নিবিড় পরিচর্যা কেন্দ্রে যে বাংলাদেশি রয়েছেন তার উন্নতির ব্যাপারে সিঙ্গাপুরের স্বাস্থ্য বিভাগ আশাবাদী। বাকি চারজনও মোটামুটি সুস্থ হওয়ার পথে।’
হটলাইনে গত ২৪ ঘণ্টায় ৯৫টি কল এসেছে জানিয়ে আইইডিসিআর পরিচালক বলেন, এর মধ্যে ৭৮টি কল কোভিড-১৯ সর্ম্পকিত। আটজন সরাসরি আইইডিসিআরে আসেন বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. এ এস এম আলমগীর উপস্থিত ছিলেন।

/জেএ/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘সেফ জোনে’ ২৩ নাবিক, নিরাপত্তায় ইতালির যুদ্ধ জাহাজ
‘সেফ জোনে’ ২৩ নাবিক, নিরাপত্তায় ইতালির যুদ্ধ জাহাজ
‘আজ থেকে শুরু হচ্ছে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৪’
‘আজ থেকে শুরু হচ্ছে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৪’
টিভিতে আজকের খেলা (১৮ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (১৮ এপ্রিল, ২০২৪)
আর্সেনালকে হতাশায় ভাসিয়ে সেমিফাইনালে বায়ার্ন
চ্যাম্পিয়নস লিগআর্সেনালকে হতাশায় ভাসিয়ে সেমিফাইনালে বায়ার্ন
সর্বাধিক পঠিত
‘ভুয়া ৮ হাজার জনকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে’
‘ভুয়া ৮ হাজার জনকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে’
এএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
রেস্তোরাঁয় ‘মদ না পেয়ে’ হামলার অভিযোগএএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
হজ নিয়ে শঙ্কা, ধর্ম মন্ত্রণালয়কে ‍দুষছে হাব
হজ নিয়ে শঙ্কা, ধর্ম মন্ত্রণালয়কে ‍দুষছে হাব
এবার নায়িকার দেশে ‘রাজকুমার’ 
এবার নায়িকার দেশে ‘রাজকুমার’ 
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫