X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

সাদাকাতের কাছে ‘বাবা’ শুধুই ছবি

রাফসান জানি
২৫ ফেব্রুয়ারি ২০২০, ১৪:৩৯আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২০, ১৪:৫৬

সাদাকাতের কাছে ‘বাবা’ শুধুই ছবি

মেজর মোহাম্মদ মমিনুল ইসলামের মৃত্যুর ১২ দিন পর জন্ম হয় ছেলে সাদাকাত বিন মমিনের। বাবার সঙ্গে তার পরিচয় ছবির মাধ্যমে। সাদকাতের জন্মের আগেই পিলখানা ট্র্যাজেডির দিন ঘাতকদের হাতে প্রাণ হারান মেজর মমিনুল। তাই বাবা এখন তার কাছে শুধুই ছবি।  

মেজর মমিনুলের বোন জেবুন্নাহার সরকারের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা যায়। পিলখানা হত্যাকাণ্ডের বিচারে প্রকৃত আসামিরা শাস্তি পাচ্ছে কিনা এ নিয়েও সন্দেহ প্রকাশ করেন তিনি। তার ভাষ্য, ষড়যন্ত্রকারীরা সামনে আসেনি।

একই দাবি করেন পিলখানায় নিহত কর্নেল কুদরত ইলাহি শফিকের ছেলে অ্যাডভোকেট সাকিব রহমান। তিনি বলেন, ‘পর্দার আড়ালে থেকে যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, বিচারে তাদের শাস্তি হয়েছে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে।’

সাদাকাতের কাছে ‘বাবা’ শুধুই ছবি

২০০৯ সালে ২১ ফেব্রুয়ারি সর্বশেষ কুদরত ইলাহি শফিকের সঙ্গে দেখা হয়েছিল সাকিবের। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাভার ক্যাম্পাসে থেকে লেখাপড়া করতেন সাকিব। ২১ ফেব্রুয়ারি জাতীয় স্মৃতিসৌধে বাবার সঙ্গে দেখা হওয়ার পর ২৭ ফেব্রুয়ারি রাতে সিএমএইচ-এ আবার দেখা হয়। তখন আর জীবিত নেই কুদরত ইলাহি শফিক। মুখের ডান পাশে গুলি লেগেছিল তার।

বাবা মৃত্যুর পর বছরগুলো দুঃসহ যন্ত্রণা নিয়ে কাটছে বলেও জানান সাকিব। তিনি বলেন, ‘জীবন থেমে থাকে না, চলে যাচ্ছে। কিন্তু বাবা ছাড়া জীবন যে কতখানি দুঃসহ, তা শুধু আমরাই টের পাচ্ছি। প্রতিনিয়ত বাবাকে মিস করি।’

২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি তৎকালীন বিডিআর ও বর্তমানে বিজিবির সদর দফতর পিলখানায় সংঘটিত হয় বর্বোরিচত হত্যাযজ্ঞ। এদিন বিপথগামী কিছু বিদ্রোহী বিডিআর সদস্য ৫৭জন সেনা কর্মকর্তা এবং নারী ও শিশুসহ আরও ১৭ জনকে নির্মমভাবে হত্যা করে।

সাদাকাতের কাছে ‘বাবা’ শুধুই ছবি

ঘটনার পর লালবাগ থানায় ডিএডি তৌহিদুল আলমসহ ছয় জনের নাম উল্লেখ করে হত্যা ও বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করে পুলিশ। পরে মামলাটি নিউমার্কেট থানায় স্থানান্তর করা হয়। দীর্ঘ তদন্ত শেষে ২০১০ সালের ১২ জুলাই পিলখানা হত্যা মামলায় ৮২৪ জনকে আসামি করে অভিযোগপত্র দেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এছাড়াও বিস্ফোরক আইনে ৭৮৭ জনকে অভিযুক্ত করে আলাদা একটি অভিযোগপত্র দেয় সিআইডি। এরপর সম্পূরক চার্জশিটে আরও ২৬ জনকে আসামি করে বিস্ফোরক মামলায় আসামির সংখ্যা করা হয়। তবে বিস্ফোরক আইনের চার্জশিটে শুধুমাত্র বিডিআর সদস্যদেরই আসামি করা হয়েছে। বর্তমানে েই মামলার আসামি ৮০৪ জন।

উচ্চ আদালতেও আপিল শুনানি শেষে পিলখানা হত্যাযজ্ঞ মামলাটির পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে ৮ জানুয়ারি। অন্যদিকে একই ঘটনায় চলমান বিস্ফোরক আইনের মামলাটির কার্যক্রম নিম্ন আদালতেই এখনও শেষ হয়নি। এই মামলাটি বর্তমানে মহানগর দায়রা জজ আদালতে সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে।

 

/আরজে/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
দিল্লিকে ভয় ধরিয়ে হারলো গুজরাট
দিল্লিকে ভয় ধরিয়ে হারলো গুজরাট
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী