X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে তরুণ খুন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ ফেব্রুয়ারি ২০২০, ১৮:২৫আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২০, ১৮:২৭

লাশ

রাজধানীর যাত্রাবাড়ী থানার শনির আখড়া এলাকায় পূর্ব শত্রুতার জেরে ছুরিকাঘাত করায় ইমন (১৮) নামে এক তরুণ খুন হয়েছেন। 

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর দুইটার দিকে ইমনকে ছুরিকাঘাত করা হয়। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক বিকাল তিনটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা আবু বকর জানান,আমরা শনির আখড়ায় গ্রামীণ গার্মেন্টসের অপারেটর হিসেবে কাজ করি। দুপুরের খাবার খেতে বাসায় যাবার সময় গোবিন্দপুর সরকারি স্কুলের সামনে নয়ন, রাজু,রুবেল ও অনিক আমাদের গতি রোধ করে। এক পর্যায়ে তাদের মধ্যে তিন জন আমাকে ধরে রাখে। আর নয়ন আমার ছেলে ইমনকে  ছুরিকাঘাত করে। তিনি বলেন, ‘গুরুতর আহতাবস্থায় ইমনকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই।তার শারীরিক অবস্থার অবনতি হলে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়। এরপর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

আবু বকর আরও বলেন,দুই দিন আগে ইমনকে  সাইকেল দিয়ে ধাক্কায় দেয় নয়ন। তখন তাদের মধ্যে হাতাহাতি হয়েছিল। তারই জের ধরে আজ  ইমনকে ছুরিকাঘাত করা হয়। তিনি জানান, তাদের গ্রামের বাড়ি মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলায়। বর্তমানে তিনি ও তার পরিবার শনির আখড়ার গোবিন্দপুর জাপানি বাজার এরাকায় অনু মিয়ার টিনসেটের ভাড়াটিয়া।

ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য ইমনের মৃতদেহ মর্গে রাখা হয়েছে। এই ঘটনায়  নয়ন নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।

 

/এআইবি/এআরআর/ এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
লখনউর কাছে হারলো চেন্নাই
লখনউর কাছে হারলো চেন্নাই
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া